কবি অঞ্জলি লাহিড়ী – জন্মগ্রহণ করেন কলকাতায়। তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্যা ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি কারাবরণও করেছেন।
তিনি সিলেট-মেঘালয় সীমান্তবর্তী শরণার্থী শিবিরের কথা নিয়ে লিখেছেন ‘স্মৃতি ও কথা’। লিখেছেন খাসি
রমণীদের নিয়ে লেখা বই “বিলোরিশ”, উপন্যাস “সোনার সিঁড়ির উপকথা”। তাঁর কাব্যগ্রন্থ “অনন্ত যাত্রী
আমি”।
কবি অঞ্জলি লাহিড়ী ও তাঁর কবিতা সম্বন্ধে আরও তথ্য ও তাঁর একটি ছবি যদি কেউ আমাদের পাঠান
তাহলে আমরা, আমাদের কৃতজ্ঞতা স্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
আমরা মিলনসাগরে কবি অঞ্জলি লাহিড়ীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
উত্স --- নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “মহিলা কবিদের কবিতা সংকলন ১৪০০-২০০০
. দামিনী”।
কবি অঞ্জলি লাহিড়ীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২০.১১.২০১৪
...