কবি অঞ্জন আচার্যর কবিতা
আকাঙ্ক্ষার জল
কবি অঞ্জন আচার্য
হৃদয়-প্রাকার বেয়ে যে সময় গেছে গড়িয়ে
. আরশিতে লাগা শিশিরের মতোন,
কবেকার সূর্যালোকে শুষে গেছে তা
কে রাখে তার দলিল-দস্তাবেজ?
হিসেবের গরু কবে খেয়ে গেছে বাঘ,
আজ তুমি হাত দিয়ে ঠেলে যাও হাতি।
. ****************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
স্বপ্ন-ঘুমের জাল
কবি অঞ্জন আচার্য
ঘুম, এখনো ঘুমাইনি আমি
স্বপ্নের মাঝামাঝি দাঁড়িয়ে কেবলই বুনে যাই
স্বপ্নের জাল। রাত্রির আলমিরায় গুটানো বিছানা।
গোপন সুড়ঙ্গ বেয়ে পিঁপড়ের দল খেয়ে যায় যক্ষের গুড়
কারা জানি আলোকবর্ষ হেঁটে চেয়েছিল অন্তত স্বাপ্নিক ঘুম
তারা গুনে গুনে একদিন মরে যাবে তারা।
. ****************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অঞ্জন আচার্যর পরিচিতির পাতায় . . .
কবি অঞ্জন আচার্যর পরিচিতির পাতায় . . .