খুকু ও খোকা
অন্নদাশঙ্কর রায়

তেলের শিশি ভাঙল বলে    
          খুকুর পরে রাগ করো
তোমরা যে সব বুড়ো খোকা
       ভারত ভেঙে ভাগ করো !
       তার বেলা?

ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা   
               জমিজমা ঘরবাড়ী
পাটের আড়ত্ ধানের গোলা  
        করখানা আর রেলগাড়ী !
      তার বেলা ?

চায়ের বাগান কয়লাখনি
      কলেজ থানা আপিস-ঘর
চেয়ার টেবিল দেয়ালঘড়ি
        পিয়ন পুলিশ প্রোফেসর !
     তার বেলা ?

যুদ্ধ জাহাজ জঙ্গী মোটর
        কামান বিমান অশ্ব উট
ভাগাভগির ভাঙাভাঙির
      চলছে যেন হরির-লুট !
   তার বেলা ?

তেলের শিশি ভাঙল বলে    
          খুকুর পরে রাগ করো
তোমরা যে সব বুড়ো খোকা
       বাঙলা ভেঙে ভাগ করো !
       তার বেলা?

       ***********   ১৯৪৭     
.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর  
কবি অন্নদাশঙ্কর রায়ের কবিতা ও ছড়া
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
*
বাদুড় ঝোলা
অন্নদাশঙ্কর রায়

আদুড় বাদুড় চালতা বাদুড়
বাদুড় দেখ'সে
ট্রামগাড়ীতে ঝুলছে বাদুড়
রাত্রিদিবসে |

বাসগাড়ীতে ঝুলছে বাদুড়
টিকিট না কেটে
রেলগাড়ীতে ঝুলছে বাদুড়
প্রাণটি পকেটে |

  *************    ১৯৫৫     
.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর  
*
বাতাসিয়া লুপ
অন্নদাশঙ্কর রায়

ছ'টা কুড়ি
ট্রেন ছেড়েছে শিলিগুড়ি |
ডিং ডং
ছাড়িয়ে গেল কার্সিয়ং |
ঝুম ঝুম
এবার বুঝি এল ঘুম |
টিং টিং
ঘুম থেকে যায় দার্জিলিং |
ইয়া ইয়া
এই কি সেই বাতাসিয়া ?
চুপ চুপ
সামনে বাতাসিয়া লুপ |
নমো নমো
বিশ্বমাঝে উচ্চতম |
বেঁকে বেঁকে
ট্রেন চলেছে বৃত্ত এঁকে |
ঘুরে ঘুরে
ট্রেন চলেছে ঘূর্ণি জুড়ে |
ওগো কাকী
ট্রেন কি ঘুমে ফিরল নাকি !
মজা খুব
ট্রেন যে হঠাত্ দিল ডুব |
লাইন তলে
নামতে থাকা লাইন চলে |
ও পারেতে
ট্রেনকে দেখি দৌড়ে যেতে |
টিং টিং
ঐ যে আসে দার্জিলিং ||

   *********     ১৯৫৭     
.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর  
*
হবুচন্দ্র রাজার
অন্নদাশঙ্কর রায়

হবুচন্দ্র রাজার ছিল
হাতী হাজার হাজার, ছিল
ঘোড়া হাজার হাজার, ছিল
হবুচন্দ্র রাজার |
হবুগঞ্জ বাজার ছিল
দোকান হাজার হাজার ছিল
পসার হাজার হাজার ছিল
হবুচন্দ্র রাজার |
গবুচন্দ্র ওয়াজির ছিল
নবুচন্দ্র নাজির ছিল
অবুচন্দ্র কাজী ছিল
হবুচন্দ্র রাজার |
মোটা লোকের সাজা ছিল
রোগা লোকের খাজা ছিল
প্রজারা সব তাজা ছিল
হবুচন্দ্র রাজার |
পাই পয়সা খাজনা ছিল
দুধভাত মাগ্ না  ছিল
ঘাম ঝরানো মানা ছিল
হবুচন্দ্র রাজার |

********     ১৯৬৮     
.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর  
*
হুকুম  
অন্নদাশঙ্কর রায়

এই ছোকরা !
আলুবোখরা
আখরোট কিসমিস

চার পয়সায়
যা নিয়ে আয়
না আনলে---ডিসমিস |

*********     ১৯৭৩     
.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর  
*
ভারতমাতার উক্তি
অন্নদাশঙ্কর রায়

রাকেশ রাকেশ করে মায়
রাকেশ গেল কাদের নায়
তিনটা লোকে দাঁড় বায়
অকুল পারাবারে |
নীল আকাশে আরেক তারা
ওই তারাতে আছে কারা
রাকেশ ও তার সঙ্গী যারা
মহাশূণ্য পারে ?

ওদের ছোখে এই ধরণী
দেখায় নাকি নীল বরণী
যেন এক নীলকান্তমণি
মহাশূণ্যে ভাসে |
রাকেশ রাকেশ করে মায়
রাকেশ রে, তুই বাড়ী আয়
আবার সেই উড়ন নায়
রাকেশ ফিরে আসে |

**********     
.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর  
*
পণ
অন্নদাশঙ্কর রায়

করেছি পণ, নেব না পণ
বৌ যদি হয় সুন্দরী |
কিন্তু আমায় বলতে হবে
স্বর্ণ দেবে কয় ভরি |
স্যাকরা ডেকে দেখবো নিজে
আসল কিংবা কম্ দরী |
সোনায় হবে সোহাগা যে
বৌ যদি হয় সুন্দরী |

তোমরা সবে সুধাও তবে--
আমিই বা কোন কার্তিক !
প্রশ্ন শুনে কোথায় যাব
বন্ধ দেখি চার দিক |
মানতে হলো দরকারটা
উভয়তই আর্থিক |
স্বর্ণের নাম সুন্দরী, আর
মাইনের নাম কার্তিক |

**********  ১৯৪২     
.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর  
*
চাল না পেলে
অন্নদাশঙ্কর রায়

বাড়ী যদি বর্ধমান
খাবেন সুখে মর্তমান |
বাড়ী যদি হুগলী
খাবেন সুখে গুগলী |
বাড়ী যদি কলকাতা
খাবেন সুখে ওলপাতা |
বাড়ী যদি হাবড়া
মনের সুখে খা বড়া |
বাড়ী কি মেদিনীপুর ?
খাবেন সুখে তালের গুড় |
বাড়ী যদি বাঁকড়া
খাবেন সুখে কাঁকড়া |
বাড়ী যদি বীরভূম
খাবেন ছাতু মাশরুম |
বাড়ী কি  মুর্শিদাবাদ ?
কোর্মা খাবেন মশলা বাদ |
বাড়ী যদি মালদা
খাবেন সুখে চালতা |
বাড়ী যদি দিনাজপুর
খাবেন সুখে চানাচুর |
বাড়ী কি জলপাইগুড়ি ?
খাবেন সুখে গুড়গুড়ি |
বাড়ী যদি দার্জিলিং
গাঁজা খাবেন চার ছিলিম |

**********  ১৯৫৪     
.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর  
*
বঙ্গবন্ধু
অন্নদাশঙ্কর রায়

যতদিন রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার,
শেখ মুজিবুর রহমান !

দিকে দিকে আজও অশ্রুগঙ্গা
রক্তগঙ্গা বহমান
তবু নাই ভয়, হবে হবে জয়,
জয় মুজিবুর রহমান !

**********  ১৯৭১     
.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর  
*
বেড়াল খোঁজে নরম মাটি
অন্নদাশঙ্কর রায়

কেউ বা ভোলে চোলাই মদে
কেউ বা ভোলে খোসামদে |
কেউ বা ভোলে নারীর কোলে
কেউ বা ভোলে মাছের ঝোলে |
            মনে রেখো এই কথাটি
            বেড়াল খোঁজে নরম মাটি |
কেউ বা ভোলে নগদ টাকায়
কেউ বা পায়ে তেল মাখায় |
কেউ বা ভোলে পদের মায়ায়
কেউ বা ভোলে রাজক্ষমতায় |
            এই কথাটি জেনো খাঁটি
            বেড়াল খোঁজে নরম মাটি |

              **********  ১৯৭৪     
.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর  
*
ময়নার মা ময়নামতী
অন্নদাশঙ্কর রায়

ময়নার মা ময়নামতী
.        ময়না তোমার কই?
ময়না গেছে কুটুমবাড়ী
.        গাছের ডালে ওই।

কুটুম কুটুম কুটুম
নামটি তার ভুতুম
আঁধার রাতের চৌকিদার
.        দিনে বলে শুতুম।

ময়না গেছে কুটুমবাড়ী
.        আনতে গেছে কী?
চোখগুলো তার ছানাবড়া
.        চৌকিদারের ঝি।

ভুতুম কিন্তু লোক ভালো
মা লক্ষ্মীর বাহন কিনা
লক্ষ টাকার ঘর আলো।

গয়না দেবে শাড়ী দেবে
সাত মহলা বাড়ী দেবে
মস্ত মোটর গাড়ী দেবে
সোনা কাহন কাহন।

ভুতুম মলে ময়না হবে
মা লক্ষ্মীর বাহন।

১৯৪৪

 **********       
.                                                                                  
সূচিতে . . .   


মিলনসাগর  
*