কবি অন্নদাশঙ্কর রায়ের কবিতা ও ছড়া
ময়নার মা ময়নামতী
অন্নদাশঙ্কর রায়
ময়নার মা ময়নামতী
. ময়না তোমার কই?
ময়না গেছে কুটুমবাড়ী
. গাছের ডালে ওই।
কুটুম কুটুম কুটুম
নামটি তার ভুতুম
আঁধার রাতের চৌকিদার
. দিনে বলে শুতুম।
ময়না গেছে কুটুমবাড়ী
. আনতে গেছে কী?
চোখগুলো তার ছানাবড়া
. চৌকিদারের ঝি।
ভুতুম কিন্তু লোক ভালো
মা লক্ষ্মীর বাহন কিনা
লক্ষ টাকার ঘর আলো।
গয়না দেবে শাড়ী দেবে
সাত মহলা বাড়ী দেবে
মস্ত মোটর গাড়ী দেবে
সোনা কাহন কাহন।
ভুতুম মলে ময়না হবে
মা লক্ষ্মীর বাহন।
১৯৪৪
**********
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অন্নদাশঙ্কর রায়ের পরিচিতির পাতায় . . .
কাকতালীয়
অন্নদাশঙ্কর রায়
গাছ ছিল ডাল ছিল
কাক ছিল তাল ছিল
কাক বলে, কা কা
পড়ে যা! পড়ে যা!
ঢিপ করে তাল গেল পড়ে।
কাকের কী কেরামতি
সবাই অবাক অতি
ডাক ছেড়ে কাকটাই
তালটাকে ধরাশায়ী
করল কী মন্ত্রের জোরে!
তাল ছিল লাল ছিল
ফোলা ফোলা গাল ছিল
তাল বলে, হা হা
উড়ে যা! উড়ে যা!
ফস্ করে কাক গেল উড়ে!
তালের কী কুদরতি
সবাই অবাক অতি
তাক করে তালটাই
ডালপানে তোলে হাই
তূক করে তাড়ায় শত্তুরে!
(১৯৭৮)
**********
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি অন্নদাশঙ্কর রায়ের পরিচিতির পাতায় . . .