ধুতুরা ফুলের সহিত মনোদুঃখ-কথন কবি অন্নদা সুন্দরী ঘোষ নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “মহিলা কবিদের কবিতা সংকলন ১৪০০-২০০০ দামিনী” থেকে পাওয়া।
ধুতুরা সুন্দরী! কেন বিরসবদন? কেন এ অরণ্য মাঝে কর গো রোদন? বিনোদিনী। তুমিও কি কাঁদ একাকিনী? অথবা আমার সমা চির-অনাথিনী। করে বটে হতাদর এ মানবগণে, শিব আগরিলা, কেন দুঃখ ভাব মনে? যুগান্তরে মুনি যার দেখা নাহি পায়। কেন চিন্ত ধনি! তিনি তোমার সহায়? তব শক্তি গুণে হর, না পরে অম্বর ; তোমাতে হইয়া মত্ত সদা দিগম্বর। গলে অস্থি মত্ত ভোলা ভস্মমাখা অঙ্গ। তব প্রেমে মগ্ন সদা ত্যেজে সতী-সঙ্গ। তোমার সম্ভোগে শিব ত্যজেন কৈলাস, তোমারে যে এরা বলে শ্মশানেতে বাস। দেখ! রে অনাথা আমি নাহি সুখলেশ, নাথের বিয়োগে ধরি যোগিনীর বেশ। পতন হইয়া আছি শোক-পারাবারে, যতন করিতে কেহ নাহি এ সংসারে। একাকী ভবন০মাঝে করি হাহাকার, হেনজন নাহি করে বিপদ-উদ্ধার, যে দুঃখের জ্বালা মম হৃদয়-মাঝারে অবলা অ-বলা, তাই বর্ণিতে না পারে। পিতামাতা, ভাইবন্ধু ত্যজিল আমায়, কে আছে সহায় বল, হায়! হায়! হায়!