কবি অন্নদা সুন্দরী ঘোষ – জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার বাখরগঞ্জের রামচন্দ্রপুরে। পিতা
মোহনচন্দ্র গুহ। স্বামী শিক্ষাবিদ ক্ষেত্রনাথ ঘোষ।
কবি উনিশ কুড়ি বছর বয়সে কবিতা লেখা শুরু করেন।
কবির মৃত্যুর পরে তাঁর পুত্র অধ্যাপক দেবপ্রসাদ ঘোষ কবির কবিতা সংগ্রহ করে “কবিতাবলী” নাম দিয়ে
কাব্যগ্রন্থ, ১৩৪৭বঙ্গাব্দ বা ১৯৪০ খৃষ্টাব্দে প্রকাশিত করেন। কবির কন্যা শান্তিসুধা ঘোষ ছিলেন প্রখ্যাত
স্বাধীনতা সংগ্রামী।
আমরা মিলনসাগরে কবি অন্নদা সুন্দরী ঘোষের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
এই প্রচেষ্টার সার্থকতা।
কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের
কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
উত্স ---
- নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “মহিলা কবিদের কবিতা সংকলন ১৪০০-২০০০
দামিনী”।
- সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাবিধান ১ম খণ্ড, ১৯৭৬।
কবি অন্নদা সুন্দরী ঘোষের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ৮.১১.২০১৪
পাতার পরিবর্ধিত সংস্করণ - ৩০.১১.২০১৮
...