কবি অনল চট্টোপাধ্যায়ের গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
কথা- অনল চট্টোপাধ্যায়
সুর - কানু ঘোষ
শিল্পী - গীতা দত্ত

রুম ঝুম ঝরনার বাজায় কে মঞ্জীর
আমারই প্রাণে প্রাণে রে, নয়নে নয়নে |
যার সুরঝংকার ছড়ায় বনান্তর
মেঘেরই গানে গানে রে, গগনে গগনে ||
সাত সমুদ্র তেরো নদীর পারে
মনের তরণী ঢেউ তোলে রে,
রামধনু চমকায় আকাশ দিগন্ত
সোনালি আলোর বন্যাতে, স্বপনে স্বপনে ||
সেই সুর শুনি যে দিনরাত
আকাশে মায়া জাগে রে,
প্রাণ হয় চঞ্চল ধানেরই গন্ধে
পৌষালি ঘরে ঘরে রে, মাটির এ ভুবনে ||
প্রাণমন উন্মন পরায় যে অঞ্জন
দুখেরই আঁখিপাতে রে,
তুমি কি মুক্তির আলোর ঝরনা
জীবনে আশার কল্পনা, বিরহে মিলনে ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- অনল চট্টোপাধ্যায়
সুর - শ্যামল মিত্র
শিল্পী -তরুণ বন্দ্যোপাধ্যায়

( কোনোদিন বন্ধু কান পেতে শুনেছ কি
সমাধির মাঝে কে কাঁদে ?
আকাশে বাতাসে কার সে হারানো প্রেম
কারে যেন খুঁজে কেঁদে কেঁদে ফেরে ?  )
সে যে এক ঝরা কলি সে যে আনারকলি,
যুগ যুগ ধরে কেন কাঁদে জানো তা কি
চোখের জলে গাঁথা সে কাহিনী শোনো বলি  ||
সে এক চাঁদিনী রাত বকুল ঝরা আঙিনায়
সেলিম আনারকলি দুজনেই বাণী হারায়---
আকাশের বুকে মেঘ ভেসে যায় |
কত না নিবিড় করে চেয়েছিল দু’জনে দু’জনারে এই ভুবনে
হীরা মানিক নয় প্রেমের কুসুম দিয়ে চিরতরে শুধু জীবনে  |
নিঠুর নিয়তি সে তো চিরদিন খেলাঘর ভাঙে
বিনিময়ে মরণ ফুল সম এ হৃদয় গেল পায়ে দলি ||
( যেন এক ঝরা কলি )
( আনারকলির প্রেম পায় নি তো প্রেমের সফলতা
চিরবিরহীর বুকে অমর হয়েছে তারই কথা )
আনারকলি, আনারকলি. আনারকলি ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- অনল চট্টোপাধ্যায়
সুর - প্রবীর মজুমদার
শিল্পী - দ্বিজেন মুখোপাধ্যায়


জীবনের এই বালুকাবেলায় কত আশা নিয়ে ঘর বাঁধি
ক্ষণিক প্রবাহে মোছে সবই ভেসে লয়ে যায় কি বালুচরে |
সাত সাগরের ওপারেতে তুমিও কি জাগো আশা নিয়ে----
আমি আমার এ ভাঙা বুকে তোমার আসা পথে দীপ জ্বালি ||
কবে গো বলোনা কত দিনে এ সাধনা মোর হবে সারা,
আমার দুখের আকাশেতে আবার হাসিবে শুকতারা |
সোনার স্বপনে দুচোখ আমার মুঠি মুঠি করে দেবে ভরে
তাই তো আমার এ ভাঙা বুকে তোমার আসা পথে দীপ জ্বালি ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- অনল চট্টোপাধ্যায়
সুর - শ্যামল মিত্র

ফুলকুঁড়ি গো ফুলকুঁড়ি পাতায় ছাওয়া ফুলঝুরি,
ভোমরা এল রঙিন পাখায় করতে তোমার মন চুরি ||
ফুলকুঁড়ি গো গন্ধে তোমার সুপ্তি ভাঙে যে,
প্রজাপতির রঙের মেলায় স্বপ্ন রাঙে যে,
দোদুল দোলে দখিন হাওয়া মুখর বন মর্মরি’ ||
ফুলকন্যা, ফুলকন্যা, নয়ন মেলে চাও,
আমার ভাঙা মনের কোণে সুরভি ছড়াও |
ফুলকুমারী, জিয়ন কাঠির একটু ছোঁয়াতে
জাগাও যারা ঘুমিয়ে আজও আঁধার মায়াতে,
আকাশ বাতাস ভরিয়ে তোলো স্বপ্নে গানে গুঞ্জরি’ ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- অনল চট্টোপাধ্যায়
সুর - সুধীন দাশগুপ্ত

ও নীল সাগরের নেয়ে রামধনু নাও বেয়ে
এসো মোর মনোকূলে ;
আমি তোমার আশায় চেয়ে দিন গুনি গান গেয়ে
পথ চাহি দ্বার খুলে ||
হয় স্বপ্নের নিশি পারাপার সংশয় জাগে সব হারাবার---
এই ঝিলমিল রং-মাখা নীল আকাশ
কোথা সেই বনে বনে মধুমাস----
আমি নিরাশায় শুধু কাঁদি তবু ফিরে বুক বাঁধি
অভিসার মোর ফুলে ;
তুমি এসো মোর ভাঙা নীড়ে বাঁধো মনোবীণাটিরে
ছেঁড়া তারে সুর তুলে ||
দুঃখের এই রাত কত আর মুক্তির গান ওই তো আবার,
জীবন যে শুধুই বয়ে যায় আমার ব্যথা আমারই মনে রয় ;
সুর হারা মোর প্রাণে আনো সুর গানে গানে
থেকো না আর মোরে ভুলে ;
এই আলেয়া মরুর শেষে নিয়ে চলো দূর দেশে
আশা টেউয়ে দুলে দুলে ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- অনল চট্টোপাধ্যায়
সুর ও শিল্পী - দ্বিজেন মুখোপাধ্যায়

বোঝ না গো কেন এত ভালবাসি
এ হৃদয়ে তুমি কত যে আমার
ফুল যে গো জানে সে কথাটি তাই
রঙে রঙে এতো খুশী তার |
নীলাকাশে বোঝে তাই এতো নীলে
সে খুশীর স্বরলিপি ঐ একে দিলে,
বনে বনে ফুলে ফুলে তাই এতো অভিসার |
নদীও সে জানে এ বারতা তাই
কুলে কুলে ঢেউ এতো তার |
এত আবেশ কে ভরেছে বলনা ও চোখে
এ মন উধাও যে গো ও স্বপন লোকে
চাঁদও সে বোঝে তাই সুধা ঢেলে
মায়াবী করেছে রাত দেখে আঁখি মেলে
তুমি আমি কতটুকু বলো ওগো কেবা কার
তুমি কি বোঝনা এ কথাটি মোর
বলনা গো শুধু একবার |

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- অনল চট্টোপাধ্যায়
সুর ও শিল্পী - দ্বিজেন মুখোপাধ্যায়

একদিন ফিরে যাব চলে
এ ঘর শূন্য করে বাঁধন ছিন্ন করে |
যদি চাও যেও ভুলে, একদিন-----
মনে মনে হয়তো কিছু দিন ডাকবে,
কিছু কিছু গান মোর মনেতে রাখবে,
মনে মনে হয়তো ডাকবে ||
আমি তখন চাওয়ায় পাওয়ায়
হৃদয় মাঝে রব মেলে, একদিন ----
আমি তব ঝরণা ঝর ঝর ঝরণার ছন্দে
মিলে যাবো বকুলের চামেলীর গন্ধে সৌরভে ছন্দে আনন্দে
তোমার কাঞ্চন ফুলের মেলা আমায় পাবে তমাল তলে, এক----

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- অনল চট্টোপাধ্যায়
সুর ও শিল্পী - দ্বিজেন মুখোপাধ্যায়

পল্লবিনী গো-সঞ্চারিণী মন না দিয়ে আর পারিনি
যত দূর চাহি আকাশের আভাসে
তোমারই দুটি নয়নের চাহনি
পল্লবিনী গো সঞ্চারিণী
আশির আশির তার ঝরণা ঝরে
কুসুম দুটি মন গন্ধে ভরে
যখন সে চলে চরণে প্রাণে দোলে
ছম ছম ছম ঝিনিক ঝিনিক
পল্লবিনী গো সঞ্চারিণী----
তাহার হাতে মন যা খুশী করা
এমন যেমন খুশী ভাঙ্গা বা গড়া
এই শুধু জানি আমার এ মালাখানি
দাম কিছু না দিয়ে নিয়েছি কিনে --- পল্লবিনী

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- অনল চট্টোপাধ্যায়
সুর - অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
শিল্পী - সনৎ সিংহ

রথের মেলা রথের মেলা বসেছে রথতলায়
আর ওর দুপুরে রথ তলাতে ছেলেরা ভিড় জমায়
.                         রথের মেলা বসেছে , ঐ রথের মেলা-----
পাতার বাঁশির পাঁপর ভাজার হাজার হুড়ো হুড়ি
ঐ মেঘ গুড়গুড় আকাশ করে আলোর লুকোচুরি
হরেক রকম খেলনা মজার হরেক রকম মানুষ
কেউ বা ছোটে কেউ বা খেলে
.                         কেউ বা ওড়ায় ফানুস্
বেচা কেনার আশায় কেউ বা হাঁকে জোড় গলায়
রথের মেলা বসেছে , রথের মেলা বসেছে
এক্ এক্ পয়সার বাঁশি আর ফুল ঝুরি হয় হাঁসি
আর টাক ডুমাডুম ঢাকের কাঁসি মাতায় এ মেলায়
এই রোদ বৃষ্টি রঙের বুটি আকাশ করে খেলা রেসে
.                          আকাশ করে খেলা
আর টাক ডুমাডুম ঢাকের কাঁসি মাতায় মেলা
( ওই ঘড় মড়িয়ে জগন্নাথ যে চলল মাসীর বাড়ী
আর দুই পাশে তার ভিড় করেছে মানুষ সারি সারি )
খুশির জোয়ার বইছে যে আজ হাজার প্রাণে প্রাণে
দুঃখ সুখের বাঁধ ভেঙেছে মেলার গানে গানে
প্রাণের সাড়া বাজে বুঝি সবার পথ নয়
রথের মেলা বসেছে, রথের মেলা বসেছে |

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- অনল চট্টোপাধ্যায়
সুর- সুধীন দাশগুপ্ত
শিল্পী- সুবীর সেন

তোমার হাসি লুকিয়ে হাসে চাঁদের মুখেতে,
আমার হাসি শ্রাবণ মেঘের ধারার বুকেতে
তোমার খুশির উছল ধারা, ঝর্ণা যেন পাগল পারা
আমার বীনা সুরহীনা বাজে গভীর বুকেতে তোমার হাসির---
তোমার চাওয়া-পাওয়ার মাঝে হারিয়ে যেতে চায়
আমার পাওয়া চাওয়ার কাছে লাজে মুখ লুকায়
আকাশ মাটির আলোয় ভরা, তোমার সুরে দেয় যে ধরা
তারার চোখে তন্দ্রা নামে অথৈ সুখেতে তোমার হাসির

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর