কবি অনল চট্টোপাধ্যায়ের গান
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
*
আজ বাংলার বুকে দারুণ হাহাকার
কথা ও সুর - অনল চট্টোপাধ্যায়

আজ বাংলার বুকে দারুণ হাহাকার
চাষের জমি পড়ে আছে চাষীর ঘরে অনাহার
গ্রামের লোকে পায় না খেতে জমিদারের গোলায় ধান
গোপন পথে আঁধার রাতে শহর মুখে যায় চালান
শহরেতে চালের পাহাড় লুকিয়ে রাখে মজুতদার

গ্রামে গ্রামে নেমে এল মহামারীর ছায়া
পেটের জ্বালায় পাগল মানুষ ভোলে স্নেহ মায়া
কোথায় গেল গোলা ভরা রূপশালী সোনার ধান
ঘাসপাতাও মানুষে খায় এমনি বিধির বিধান
কত যে ঘর ভেঙে গেল দেখেও দেখে না সরকার

না --- না --- না --- না ---
এমন করে শুকিয়ে মরা চলবে না।
দুর্ভিক্ষে সোনার মানুষ মরবে না, মরবে না, মরবে না
(মোরা) তুলবো ধান পরের গোলায়---
দুলবো না আর মরণ দোলায় রে
পঞ্চাশের ঐ বিভীষিকা আবার ডেকে আনবো না
চাষী মজুর একসাথে আজ রুখবো আকালকে
কোটি বুকের পাঁজর ভেঙে গড়ব বাংলাকে
কাস্তে ধরা রুক্ষ হাতে রুখবো সবাই অত্যাচার।

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
অনেক ভুলে মাশুল তো ভাই দিলাম জীবন ভরে
কথা - অনল চট্টোপাধ্যায়
সুর - অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

অনেক ভুলে মাশুল তো ভাই দিলাম জীবন ভরে,
অনেক তো দিন কাটলো, বৃথা দলাদলির ঘোরে।
.                ভুলের মাশুল দিলাম।
আর কতদিন এমনিভাবে, নানা দ্বিধা আসবে যাবে ;
দিন বদলের লগ্ন কি আর সত্যি অনেক দূরে,
(তবে) পদধ্বনি কিসের শুনি আকাশ বাতাস জুড়ে---
.                ভুলের মাশুল দিলাম।
তোমার ছেলে মেশিন চালায় বুকের রক্ত ঢেলে,
প্রতিদানে প্রায় দিনই তার অনাহারেই মেলে।
তোমার ছেলেও মাঠে মাঠে সারা বছর শুধুই খাটে
রোদে জলে ধান বোনে সে পরের গোলায় দিতে,
(তবু) তুমি আমি শত্রু শুধু মতের গোঁড়ামিতে।
.                ভুলের মাশুল দিলাম।
তোমার ছেলে মরল কত পথে গুলি খেয়ে
অত্যাচারে পাষাঁ হল ইলার মত মেয়ে
তোমার ছেলেও দারুণ রোগে তিলে তিলে নিতুই ভোগে
আমার খোকাও দুধ না পেয়ে কুঁকড়ে ধুঁকে মরে
(তবু) তোমার আমার মাঝের পাঁচিল গড়ছি কঠিন করে।
.                ভুলের মাশুল দিলাম।
পারব না কি তোমার আমার
.        দু’হাতকে একসাথে মিলিয়ে দিতে
.        হাজার হাজার মুঠির বজ্রাঘাতে
(মোদের) শত্রু জখন এক,
(মোদের) দুঃখ যখন এক,
তখন গর্জে যদি উঠি সবাই
.        একই রকম করে,---
দিন বদলের লগ্ন কি আর
.        থাকবে দূরে সরে!

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
এই সম্মেলনে সমবেত হয়ে গাই জীবনের গান
কথা - অনল চট্টোপাধ্যায়

এই সম্মেলনে সমবেত হয়ে গাই জীবনের গান
.                            গাই জীবনের গান।
ভাসে স্বপ্নে রঙীন ঐ শান্তির দিন
মিলি হাজার প্রাণের প্রাণ মোহানায়॥

উচ্ছল প্রাণমন উত্তাল এ জীবন
যৌবন পথে পথে আজ মিলেছি
সূর্যের সাতরঙ সিন্ধুর গর্জন
বজ্রের ইঙ্গিতে প্রাণ ভরেছি
শত দেশ বলিয়ান এক শপথে
.        শান্তি মিছিল গড়ি পথে পথে
.        প্রান্তর হতে প্রান্তরে আয়
মিলি হাজার প্রাণের প্রাণ মোহানায়॥

মৈত্রীর বন্ধন ছিঁড়বে যে দুশমন
আজ নেই একজনও ওই দুনিয়ায়
জানি আছে হাহাকার মৃত্যুর বন্ধন
যৌবন আজ মরে পথের ধূলায়
তবু সেই মরু বুকে আনবো জোয়ার
স্বপ্ন সফল হবে তোমার আমার
.        শান্তির যুদ্ধ ডাক দিয়ে যায়
মিলি হাজার প্রাণের প্রাণ মোহানায়॥

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর