কবি অপরাজিতা গোপ্পী – জন্মগ্রহণ করেন কোচবিহার জেলার পাটাকুরায়।
তিনি একজন রাজনৈতিক নেত্রী, ফরওয়ার্ড ব্লক দলের। সেই দলের তিনি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য।
দীর্ঘকাল তিনি পশ্চিমবঙ্গের বিধানসভায় বিধায়ক হিসেবে নির্বাচিত জন প্রতিনিধি ছিলেন। কোচবিহার
(উত্তর) কেন্দ্র থেকে তিনি বিধানসভায় নির্বাচিত হন ১৯৭৭, ১৯৮২ ও ১৯৮৭ সালে। তিনি ফরওয়ার্ড ব্লকের
সর্বভারতীয় অগ্রগামী মহিলা সমিতির সভাপতি।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “আহত পাখির মতো ডানা ঝাপটায়”, “অরণ্যগভীর”, “নির্বাচিত
কবিতা সংগ্রহ” প্রভৃতি। তাঁর সম্পাদিত পত্রিকা “জয়তি”।
বুদ্ধদেব ভট্টাচার্যর নেতৃত্বে, বামফ্রন্ট সরকারের আমলে, ১৯৯৭ সালের ১৪ই মার্চ নন্দীগ্রামের গণহত্যা
সংঘটিত হয়। কবি সেই সরকারের শরীক দলের সদস্য হওয়া সত্বেও প্রতিবাদ করেন কবিতায়। আমরা
মিলনসাগরে তাঁর সেই কবিতা “সিঙ্গুর নন্দীগ্রামের কবিতা”-র সংগ্রহে তখন থেকেই তুলে রেখেছি। সেই
কবিতাটিও এখানে তুলে দিলাম।
আমরা মিলনসাগরে কবি অপরাজিতা গোপ্পীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
এই প্রয়াসের সার্থকতা।
উত্স - নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
. দামিনী ১৪০০ - ২০০০।
কবি অপরাজিতা গোপ্পীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৩.০৭.২০১৩
...