কবি আরতি দাস – জন্মগ্রহণ করেন তাঁর মাতুলালয়ে, রঙ্গপুরে।

১৯৪৫ সালে তাঁর কবিতা প্রকাশিত হয় “দেশ” পত্রিকায়। তাঁর প্রথম কাব্যগ্রন্থের নাম “দুপহারী”।

কবি আরতি দাস ও তাঁর কবিতা সম্বন্ধে আরও তথ্য ও তাঁর একটি ছবি যদি কেউ আমাদের পাঠান তাহলে
আমরা, আমাদের কৃতজ্ঞতা স্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।

আমরা
মিলনসাগরে  কবি আরতি দাসের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।

উত্স --- নমিতা চৌধুরীঅনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “মহিলা কবিদের কবিতা সংকলন ১৪০০-২০০০
.          দামিনী”।    

কবি আরতি দাসের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।  


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২০.১১.২০১৪
...