কবি অর্চনা আচার্য্যচৌধুরীর কবিতা
*
এক শৃঙ্গ অশ্ব
(য়ুনিকর্ন)
কবি অর্চনা আচার্য্যচৌধুরী

খিড়কি খোলা একলা আমি পুকুর পাড়ে---
জলের নিচে শালুক ভরা টুকরো আকাশ,
শূন্যে চিল, পাক খাওয়া চিল, কালোবিন্দু,
চতুর্দিকে নিবিড় বন শান্ত ছবি।

হলুদ ক্রোটন, আগুন বাগান, আমরা দুজন,
লালা ডোরা প্যান্ট, বিশশার্ট, বন্ধু সেই
নিষিদ্ধ ফল, নিষিদ্ধ ফল, কাঁপছি আমি,
ঝাউয়ের ছায়ায় আমার শরীর অনির্বান।

গীটিনাট্যে স্বপ্নে আমার নেচেছিলো
লম্বা নাক রঙিন এক মুখোশ এঁটে
প্রিয়তম বন্ধু আমার, স্বপ্নে দেখা ;
দুলছে জলে তার সে ছবি কী অদ্ভুত।

ভাঙা আয়না. কুচ্ছিৎ মুখ টুকরো টুকরো
নিরপরাধ আমার মুখ কৈশোরের
স্বর্গছবি, গুপ্তবিষ, গুপ্তবিষ,
একশৃঙ্গ পুরুষ তোমার মৃত্যু হোক।

.          *****************

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর