কবি আশা দেবী –র শৈশব ও শিক্ষা জীবন কাটে জলপাইগুড়ি শহরে। তিনি সাহিত্যিক নারায়ণ
গঙ্গোপাধ্যায়ের সহধর্মিনী ছিলেন।

নিজে তিনি জনপ্রিয় শিশুসাহিত্যিক ও কবি ছিলেন। তাঁর ছড়ার জন্য তাঁর খ্যাতি ও জনপ্রিয়তা। তিনি
কলকাতার রামমোহন কলেজের অধ্যাপিকা ছিলেন। মহিলা আত্মরক্ষা সমিতির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।

১৯৫৮ সালে বিশ্ব নারী সঙ্ঘের আহ্বানে ভারতীয় প্রতিনিধি দলের অন্যতম সদস্যা হিসেবে ডেনমার্কে
আয়োজিত বিশ্বমাতৃ সম্মেলনে যোগ দেন।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে "ঘুমতী নদীর ঢেউ", "হাসির গল্প", "রঙিন বেলুন", "কুট্টিপিশি এণ্ড কোং",
"আসল টেনিদা", "লাল তারা নীল তারা" প্রভৃতি।

কবি আশা দেবীর একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা,
আমাদের কৃতজ্ঞতা স্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।

আমরা মিলনসাগরে  কবি আশা দেবীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।




উত্স –
নীরেন্দ্রনাথ চক্রবর্তী,  সরল দে সম্পাদিত কাব্যসংকলন “পাঁচশো বছরের কিশোর কবিতা”, ১৯৮৮
.           অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় থণ্ড, চতুর্থ সংস্করণ ২০১৫।

   


কবি আশা দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ৫.৮.২০১৩
৭টি নতুন কবিতা নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ১.৭.২০১৬

৩টি নতুন কবিতা নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ১৫.৯.২০১৬

...