গেল গেল সবই গেল আর কি ফিরিবে না দিন কবি অশ্বিনীকুমার দত্ত
গেল গেল সবই গেল আর কি ফিরিবে না দিন | . ক্রমে রসাতলে, গভীর অতলে . ভারত হবে বিলীন|| . যে ভারত ছিল ভুবনমোহিনী, . দেশে দেশে যার হত জয়ধ্বনি, . প্রতাপে যাহার কাঁপিত অবনী, . সে আজ ভিখারি দীন | . কত ছিল মান, কত যে বিভব, . কৃষিতে সৌরভ, বাণিজ্যে গৌরব, . আছে মাত্র স্মৃতি, আছে শুধু রব, . হায় রে, আজ কী দুর্দিন || . বিলাত কত যে রত্ন দেশে দেশে, . তার কি কপালে ছিল অবশেষে, . দ্বারে দ্বারে ভিক্ষা ভিখারিনি বেশে . আহা হা, ভারত ভাগ্যহীনা | . খাওয়া পরা বল, যাহা কিছু চাই, . আপনার বলিতে কিছুই তো নাই, . চেয়ে বিদেশির মুখপানে তাই . মুখটি করি মলিন | . ত্রিশ কোটি সন্তান থাকিতে যার, . পরমুখাপেক্ষা হয়েছে সার, . তার মতো ধরায় অভাগিনি আর . কে দেখেছে কোন দিন ; . আর কি ফিরিবে না দিন | . (সে) অভাগিনির দুঃখ দূর করিবারে, . (আজ) কোন ভাগ্যধর বলে উচ্চৈঃস্বরে, . এবার দেখব ভাগ্য ফিরে কি না ফিরে, . কেমন না আসে সুদিন | . হেথাহোথা ছুটি, ঘুরি নানা স্থান, . ইংলন্ড জার্মেনি মার্কিন জাপান, . শিখি নানাবিধ শিল্প বিজ্ঞান আনিব জীবন নবীন, আবার ফিরিবে গো দিন || . বুঝি অন্নপূর্ণা হয়েছেন প্রসন্ন, . রাতুল চরণে মার রাশি রাশি অন্ন . দিব উপহার রবে না নিরন্ন, . কেহ জীবিকাবিহীন | . ওই যেন দঊর হতে আসিতেছে বাণী, . কমলিনী আজ হবেন রাজরানি, . পুত্রকন্যা হবে ধনী মানী জ্ঞানী, . আবার জগতে প্রবীণ . আবার ফিরিবে গো দিন ||
আজ মা একেবারে তোর সঙ্গে হবে বোঝাপড়া কবি অশ্বিনীকুমার দত্ত
আজ মা একেবারে তোর সঙ্গে হবে বোঝাপড়া | অমন মা থাকতে তুই গো, থাকবো কি মা-মড়া ? এত কাঁদি, এত বলি, মা কি দুটো কান খেলি, আজ তাই তোর শুনতে হবে,দুটো কথা কড়া || . জানি তোর চির অভ্যাস, . না যদি তুই কসে গাল খাস, কারু কথায় ও বেটি তুই দিসনে কভু সাড়া || . জানি সেই চাঁড়ালরা তোরে, . যেমন গালি দিলে জোরে, অমনই এসে হাজির হলি ওরে ঘাটে-পড়া ; . আমরাও আজ তেমনই হব, . (তোর) চৌদ্দ পুরুষ ধুইয়ে দেব, যদি একটু আক্কেল থাকে এখনো এসে দাঁড়া || . (তোর) অন্নপূর্ণা নাম দিলে কে, . অন্ন বিনে দেশ গেল যে || লজ্জা নাই তা দেখে তোর, কাছে থেকে খাড়া || . ভালো যদি চাস এখনো, . ভরপুর কর্ মা দিয়ে অন্ন, দৈত্যদানব লুটল যারা আপন হাতে তাড়া | (বা) অকাল মহামারী সব আপন হাতে তাড়া || . আর এই পরপদানত, . স্যাঁতসেতে জাত বুদ্ধিহত | তোর নামের মা ঝাঁঝ দিয়ে এখন একটু চড়া ||
কী ভেবে মা এসেছিস আজ এই শূন্য ঘরে কবি অশ্বিনীকুমার দত্ত
কী ভেবে মা এসেছিস আজ এই শূন্য ঘরে | কে আর তোরে তেমনই করে বসাবে আদরে || . আজ আর কি সেদিন আছে, . ভারতলক্ষ্মী চলে গেছে, . লক্ষ্মীছাড়া কতগুলি মরে আছি পড়ে || তখন মাগো দশভুজা, যে ভাবে তোর হত পূজা, স্মরি আজি সে সব কথা সদা আঁখি ঝরে ; কারু না মা ছিল শঙ্কা, বাজত মা তোর জয়ডঙ্কা, . কাঁপায়ে ভৈরব রবে বিশ্বচরাচরে| শুনিলে মা সেই ধ্বনি, নাচিত অম্ নি ধমনি, দেহমাঝে উষ্ণ শোনিত বহিত সজোরে || নিয়ে মা তোর ধন্য নাম, হত সবে আগুয়ান, ধরা তার সরার মতো দেখত তেজোভরে | দেখে তাদের সে বীরদাপ, অতুল প্রবল প্রতাপ, . সসাগরা বসুন্ধরা কাঁপত সদা ডরে || . আজ মোরা মা হতভাগা, . সে নামে তোর দিচ্ছি দাগা, অতি ক্ষীণ, হীন, দীন, মরমে আছি মরে || . আজ ঘরে নাই মা আলো, . অনাহারে হয়েছি কালো, ঘরের সম্বল তুই তো জানিস কে নিয়েছে হরে || . তুই পারিস মা হাসতে হাসতে, . আবার সে সব নিয়ে আসতে, ইচ্ছাময়ি, তোর ইচ্ছা হলে, তোরই পূজার তরে, . একটু যদি ফু দিয়ে যাস, . প্রাণে খেলবে নবীন বাতাস, নবীন তেজ আসবে প্রাণে নবীন শক্তি ধরে || দে মা একটু ছুয়ে প্রাণ, . দুঃখের হোক অবসান, তেম্ নি ভাবে আবার একবার মা, . পূজা করি তোরে ||