কবি অশ্বিনীকুমার দত্ত-এর গান
*
গেল গেল সবই গেল আর কি ফিরিবে না দিন
কবি অশ্বিনীকুমার দত্ত

গেল গেল সবই গেল আর কি ফিরিবে না দিন |
.        ক্রমে রসাতলে, গভীর অতলে
.                ভারত হবে বিলীন||
.        যে ভারত ছিল ভুবনমোহিনী,
.        দেশে দেশে যার হত জয়ধ্বনি,
.        প্রতাপে যাহার কাঁপিত অবনী,
.        সে আজ ভিখারি দীন |
.        কত ছিল মান, কত যে বিভব,
.        কৃষিতে সৌরভ, বাণিজ্যে গৌরব,
.        আছে মাত্র স্মৃতি, আছে শুধু রব,
.        হায় রে, আজ কী দুর্দিন ||
.        বিলাত কত যে রত্ন দেশে দেশে,
.        তার কি কপালে ছিল অবশেষে,
.        দ্বারে দ্বারে ভিক্ষা ভিখারিনি বেশে
.        আহা হা, ভারত ভাগ্যহীনা |
.        খাওয়া পরা বল, যাহা কিছু চাই,
.        আপনার বলিতে কিছুই তো নাই,
.        চেয়ে বিদেশির মুখপানে তাই
.                মুখটি করি মলিন |
.        ত্রিশ কোটি সন্তান থাকিতে যার,
.        পরমুখাপেক্ষা হয়েছে সার,
.        তার মতো ধরায় অভাগিনি আর
.                কে দেখেছে কোন দিন ;
.                   আর কি ফিরিবে না দিন |
.        (সে) অভাগিনির দুঃখ দূর করিবারে,
.        (আজ) কোন ভাগ্যধর বলে উচ্চৈঃস্বরে,
.        এবার দেখব ভাগ্য ফিরে কি না ফিরে,
.                কেমন না আসে সুদিন |
.        হেথাহোথা ছুটি, ঘুরি নানা স্থান,
.        ইংলন্ড জার্মেনি মার্কিন জাপান,
.        শিখি নানাবিধ শিল্প বিজ্ঞান
আনিব জীবন নবীন, আবার ফিরিবে গো দিন ||
.        বুঝি অন্নপূর্ণা হয়েছেন প্রসন্ন,
.        রাতুল চরণে মার রাশি রাশি অন্ন
.        দিব উপহার রবে না নিরন্ন,
.        কেহ জীবিকাবিহীন |
.        ওই যেন দঊর হতে আসিতেছে বাণী,
.        কমলিনী আজ হবেন রাজরানি,
.        পুত্রকন্যা হবে ধনী মানী জ্ঞানী,
.                আবার জগতে প্রবীণ
.                আবার ফিরিবে গো দিন ||

.                       ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
অগ্নিময়ী মাগো আজি
কবি অশ্বিনীকুমার দত্ত

.                অগ্নিময়ী মাগো আজি
মাগো, মাগো, মাগো আজি, ডাকি সকলে মা |
.                জগত জোড়া ওই যে আগুন,
.        এক ফিনকি দে তার মা, মা, মা, |
.                নিয়ে সর্বাঙ্গে আগুনের মেলা,
.                খেলিস নিশি দিন আগুনের খেলা
.                একটু কি তার পাব না মোরা,
.                তুই মা দিবি না? মা,মা, মা,
.                ওই আগুনের একটু পেলে,
.                এই মড়া প্রাণ উঠবে জ্বলে,
.                দীপ্ত রুদ্র তেজোহনলে,
.                পুড়ে হব সোনা মা, মা, মা |
(দীপ্ত রুদ্র (বা) দাবানলে পুড়বে আর্বজনা )|
.                উঠিল গর্জি না করি দেরি,
.                রণনঝনন বাজবে ভেরি,
.                অবাক হবে জগত হেরি নবীন সাধনা ;
.                                        মা, মা, মা |
.                উগরিবে অগ্নি বিজয়বেণু,
.                অগ্নিকবচে আরবি তনু,
করেতে লইব অগ্নিধনু মাথায় মা তোর পা,
                      মা, মা, মা |
.                বিকট ভীষণ দৈত্যবংশ,
.                ওই আগুনে মা করব ধ্বংস,
পাষন্ড, অসুর,হীন, নৃশংস ধরায় রাখব না |
.                                মা, মা, মা ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
আহা,কী সুন্দর শোভা, কীবা রূপরাশি
কবি অশ্বিনীকুমার দত্ত

আহা,কী সুন্দর শোভা, কীবা রূপরাশি ?
.        ভুবন ভরিল মায়ের মোহনিয়া হাসি |
মেদিনী ছাইয়া গেছে, জলে স্থলে ঢেউ লেগেছে,
.        হাসির সাগরে ওই যায় গগন ভাসি|
.        চাঁদের কিরণগুলি, হাসির তরঙ্গ তুলি,
.        একে অপরের গায়ে পরিতেছে দুলি ;
.        ছোটো চোটো মেঘের মেলা,
.        (ওই) হাসি লয়ে করছে খেলা,
লুঠ বিলুচ্ছে হাসির মা’র ওই লক্ষ তারা দাসী,
(লক্ষ তারা বিলায় হাসি ধরে স্বর্গবাসী)|
পাতায় পাতায় হাসিভরা, ঝিকিমিকি প্রাণকাড়া,
হাসির তরে জগৎ যে আজ হল রে উদাসী |
কিন্তু মা তথাপি একী, অন্ধকার যায় না দেখি,
ভারত প্রাণে ঘোর অন্ধকার সতত নিরখি |
দে মা একটু হেসে সেথা,
থাকবে না আর কোনো ব্যথা,
আঁধার বাড়ি উঠবে হেসে নবালোকে ভাসি ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
আজ মা একেবারে তোর সঙ্গে হবে বোঝাপড়া
কবি অশ্বিনীকুমার দত্ত

আজ মা একেবারে তোর সঙ্গে হবে বোঝাপড়া |
অমন মা থাকতে  তুই গো, থাকবো কি মা-মড়া ?
এত কাঁদি, এত বলি, মা কি দুটো কান খেলি,
আজ তাই তোর শুনতে হবে,দুটো কথা কড়া ||
.                জানি তোর চির অভ্যাস,
.                না যদি তুই কসে গাল খাস,
কারু কথায় ও বেটি তুই দিসনে কভু সাড়া ||
.                জানি সেই চাঁড়ালরা  তোরে,
.                যেমন গালি দিলে জোরে,
অমনই এসে হাজির হলি ওরে ঘাটে-পড়া ;
.                আমরাও আজ তেমনই হব,
.                (তোর) চৌদ্দ পুরুষ ধুইয়ে দেব,
যদি একটু আক্কেল থাকে এখনো  এসে দাঁড়া ||
.                (তোর) অন্নপূর্ণা নাম দিলে কে,
.                অন্ন বিনে দেশ গেল যে ||
লজ্জা নাই তা দেখে তোর, কাছে থেকে খাড়া ||
.                ভালো যদি চাস এখনো,
.                ভরপুর কর্ মা দিয়ে অন্ন,
দৈত্যদানব লুটল যারা আপন হাতে তাড়া |
(বা) অকাল মহামারী সব আপন হাতে তাড়া ||
.                আর এই পরপদানত,
.                স্যাঁতসেতে জাত বুদ্ধিহত |
তোর নামের মা ঝাঁঝ দিয়ে এখন একটু চড়া ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
আয় আয় আয় ভাই আয় সবে ছুটি
কবি অশ্বিনীকুমার দত্ত

.        আয় আয় আয় ভাই আয় সবে ছুটি,
.        বিজয়া মিলন আজ আয় সবে জুটি |
.   একী নব হিল্লোলে, আজি চরাচর দোলে,
.      বিশ্বপ্রাণে প্রীতি -পদ্ম ওঠে যেন ফুটি |
.        ব্যক্তলীলা ছেড়ে দিয়ে,  গুপ্ত ভাবে প্রাণে গিয়ে,
.    (মা) সেথা বুঝি বুলিয়ে দেছে রাঙাচরণ দুটি |
.             তাই শশী ওই সাদা প্রাণে,
.             ছোট্ট মিষ্টি তারার কানে,
.                হেসে হেসে কত কথা কয় রে গুটিগুটি |
.                        সমীর তা নুকিয়ে শুনে,
.                        আনে শেফালিকার কানে,
.        শেফালিকা বালিকা তাই হেসে কুটিকুটি |
.    আমারাও প্রাণে প্রাণে বাঁধি নব ছাঁদে সব ছাঁদি,
.    নুকোনো এক সুধাভান্ড আনি আয় ওই লুঠি |
.           সেই সুধা ভাই পিয়ে পিয়ে,
.           আনন্দে বিভোল হিয়ে,
.     করব সবে কোলাকুলি, জাতিভেদ টুটি ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
শ্মশান তো ভালোবাসিস মাগো
কবি অশ্বিনীকুমার দত্ত

.        শ্মশান তো ভালোবাসিস মাগো,
.        তবে কেন ছেড়ে গেলি |
এত বড়ো বিকট শ্মশান, এ জগতে কোথা পেলি ||
.        দেখ্ সে  হেথা কি হয়েছে,
.        ত্রিশ কোটি শব পড়ে আছে,
কত ভূত বেতাল নাচে, রঙ্গে ভঙ্গে করে কেলি ||
.        ভূত, পিশাচ, তাল, বেতাল,
.        নাচে আর বাজায় গাল,
সঙ্গে ধায় ফেরুপাল এটা ধরি ওটা ধরি ||
.        আয় না হেথা নাচবি শ্যামা,
.        শব হবে শিব পা ছুঁয়ে মা,
.        জগত জুরে বাজবে দামা,
.        দেখবে জগতনয়ন মেলি ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
গাওরে ভাই সবে, জয় জয় রবে
(শিবাজী উৎসব  উপলক্ষে কীর্তন )
কবি অশ্বিনীকুমার দত্ত

গাওরে ভাই সবে,                         জয় জয় রবে,
.                শিবাজী -বিজয় যশোগান |
নূতন সাজে,                                   নূতন তেজে,
.                মাতিয়া উঠুক মৃতপ্রাণ ||
করিতে নূতন খেলা,                     জগতে নূতন লীলা,
.                এক সাথে হিন্দু-মুসলমান ;
ছাড়িয়া হিংসা দ্বেষ,                    ধরিয়া নবীন বেশ,
      (হও) নবীন ভারতে আগুয়ান ||
দিব্য ধাম হতে,                          তোদেরে জাগাতে,
.                আসিয়াছে অপূর্ব আহ্বান |
সে ধ্বনি শুনি,                               কাঁপিছে অবনী,
.                দেশে দেশে উঠিয়াছে  তান ||
এখনো  বধির হয়ে,                     স্বার্থের পুঁটলি লয়ে,
.                এখনো কি রহিবি শয়ান ?
আজ কী সৌভাগ্য,                              শিবাজী-যজ্ঞ,
.                    চাহিছে সর্বস্ব বলিদান ||

.                              ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
আয় রে আয় রে আয় রে ও ভাই
কবি অশ্বিনীকুমার দত্ত

.        আয় রে আয় রে আয় রে ও ভাই,
.                        সর্বস্ব লইয়া আয়,
শোনো রে ওই ডাকিছেন মা, ঢালিবি তাঁর পায়,
.                        আয়, আয়, আয় ||
.                স্নেহময়ী মাকে কত কষ্ট দিলি,
.                লজ্জা রাখিতে স্থান না রাখিলি |
.  এখনো কি থাকবি তোরা ভুলিয়ে এমন মায়,
.                  আয়, আয়, আয় ||
.                শিবাজী ছবি বুকেতে ধরি,
.                গৈরিক বিজয় নিশান ঘিরি,
.  আয় রে স্বার্থপাশ ছিঁড়ি, ঘুচিয়ে প্রাণের দায়,
.                আয়, আয়, আয় ||
.           স্বার্থত্যাগ করিলে মন্ত্র,
.           বাজবে মধুর হৃদয়যন্ত্র,
.  আসবে দেশে নবীন তন্ত্র, ঘুচিয়ে প্রাণের দায়,
.           আয়, আয়, আয় ||
.        হাসিবেন আনন্দে  মাতা,
.            পুষ্প বৃষ্টি করবেন ধাতা,
.     ধরা গাইবে জয়গাথা, বইবে নবীন বায়,
.            আয়, আয়, আয় ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
আমার পাগল প্রভুর কাছে বসে
কবি অশ্বিনীকুমার দত্ত

.                আমার পাগল প্রভুর কাছে বসে,
.                পাগলামিই তো করি ভাই |
এতে তোদের ক্ষতি কীরে আমি যদি সুখ পাই ||
.                তোদের বিদ্যা তোদের বুদ্ধি,
.                তোদের জ্ঞান কর্মশুদ্ধি,
.                সে সব নিয়ে তোরাই থাক্ রে,
.                তাতে আমার কাজ নাই ||
.                আমি নিয়ে পাগলা ভোলা,
.                দিবানিশি দেল খোলা,
কত হাসি, কত কাঁদি, কত নাচি, কত গাই ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
কী ভেবে মা এসেছিস আজ এই শূন্য ঘরে
কবি অশ্বিনীকুমার দত্ত

কী ভেবে মা এসেছিস আজ এই শূন্য ঘরে |
কে আর তোরে তেমনই করে বসাবে  আদরে ||
.        আজ আর কি সেদিন আছে,
.        ভারতলক্ষ্মী চলে গেছে,
.  লক্ষ্মীছাড়া কতগুলি মরে আছি পড়ে ||
তখন মাগো দশভুজা, যে ভাবে তোর হত পূজা,
স্মরি আজি সে সব কথা সদা আঁখি ঝরে ;
কারু না মা ছিল শঙ্কা, বাজত মা তোর জয়ডঙ্কা,
.        কাঁপায়ে ভৈরব রবে বিশ্বচরাচরে|
শুনিলে মা সেই ধ্বনি, নাচিত অম্ নি ধমনি,
দেহমাঝে উষ্ণ শোনিত বহিত সজোরে ||
নিয়ে মা তোর ধন্য নাম, হত সবে আগুয়ান,
ধরা তার সরার মতো দেখত তেজোভরে |
দেখে তাদের সে বীরদাপ, অতুল প্রবল প্রতাপ,
.        সসাগরা বসুন্ধরা কাঁপত সদা ডরে ||
.                আজ মোরা মা হতভাগা,
.                সে নামে তোর দিচ্ছি দাগা,
অতি ক্ষীণ, হীন, দীন, মরমে আছি মরে ||
.                আজ ঘরে নাই মা আলো,
.                অনাহারে হয়েছি কালো,
ঘরের সম্বল তুই তো জানিস কে নিয়েছে হরে ||
.        তুই পারিস মা হাসতে হাসতে,
.        আবার সে সব নিয়ে আসতে,
ইচ্ছাময়ি, তোর ইচ্ছা হলে, তোরই পূজার তরে,
.        একটু যদি ফু দিয়ে যাস,
.        প্রাণে খেলবে নবীন বাতাস,
নবীন তেজ আসবে প্রাণে নবীন শক্তি ধরে ||
দে মা একটু ছুয়ে প্রাণ,
.        দুঃখের হোক অবসান,
তেম্ নি ভাবে আবার একবার মা,
.                          পূজা করি তোরে ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর