কবি অশ্বিনীকুমার দত্ত-এর গান
*
আজি মঙ্গল মোহন তানে ভারত-যশ গাও রে
কবি অশ্বিনীকুমার দত্ত

আজি মঙ্গল মোহন তানে ভারত-যশ গাও রে,
স্বদেশের হিত লাগি প্রাণ ঢেলে দাও রে |
ও ভাই আর্যনামে, কী সম্ভবে, জীবনে দেখাও রে
নরনারী মিলি সবে ভারতবর্ষে আজি,
দেশের কাজের জন্যেরে ভাই স্বার্থ ভুলে যাও রে ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
আমি তোর মুখ ফুলানো
কবি অশ্বিনীকুমার দত্ত

.        আমি তোর মুখ ফুলানো,
.        ভগবানের ধার ধারিনে ভাই,
.        আমার ঠাকুর  হাসিখুশি
.        খেলায়ধুলোয় পাগল দেখতে পাই |
যেমন হাসি উঠল ফুটে, চৌদ্দভুবন এল ছুটে ;
সৃষ্টি হল, সাড়া প’ল, সবাই ধরলে তাই |
.        তাই তাই তাই চলল ভেসে,
.        ঠাকুর খুন হেসে হেসে,
.        হাসির তরঙ্গকত, বলিহারি যাই |
প্রেমে সৃষ্টি গরগর, কাঁপে ভাবে থরথর,
তাল ধরলে ঠাকুর আমার, নাচিল সবাই |
.        (আবার) যাই ফুরুল বাইরের খেলা,
.        ভেঙ্গে গেল মহা মেলা,
ওই হাসিতে ডুবে গেল সাড়া শব্দ নাই |
.        এ মজা ভাই দেখে দেখে,
.        আমিও ভাই থেকে থেকে
সবাইর সঙ্গে মিলে মিশে, হাসি নাচি গাই |
.        যখন আসবে সময় যাবে বেলা,
.        ফুরাবে এই ভবের খেলা,
ডুবে যাব হাসির মাঝে, ধিন্ ধিন্ ধিন্ তাই তাই
.        যারা মুখ ফুলিয়ে থাকে ভবে,
.        তাদের বহুত দেরি হবে,
সবায়ের সঙ্গে নাচা গাওয়া ভিন্ন পন্থা না ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
আয় আয় সবে ভাই যাই দ্বারে দ্বারে
কবি অশ্বিনীকুমার দত্ত

.        আয় আয় সবে ভাই যাই দ্বারে দ্বারে,
.   ভারতের ভাগ্য দেখি ফেরে কিনা ফেরে |
সোনার এ রাজ্য ছিল,        ক্রমে ক্রমে সকল গেল,
.        এমন যে ভারতবর্ষ গেল ছারেখারে |
.  অন্নপূর্ণ রাজ্য হারে,        হা অন্ন হা অন্ন করে,
.        লক্ষ্মীর ঘরে এমন কষ্ট, কে সহিতে পারে,
ছিল ধনধান্যে ভরা,                হল এমন কপাল পোড়া,
.        অন্নাভাবে হা হতোহস্মি প্রতি ঘরে ঘরে |
.  এই দেশেতে তুলা হয়, এই তুলা বিলাতে যায়,
.  এই তুলাতে কাপড় তথায় বোনে মাঞ্চেস্টারে ||
মাঞ্চেস্টার হতে এসে, ঘরের টাকা ঘরে নেয় শুষে,
.        এদিকে দেশের তাঁতি অনাহারে মরে ||
.                এই কি দেশের ভালোবাসা,
.                তাঁতি ভাইদের এই দশা,
তাদের এই দুঃখ তোরা, দেখিস কেমন করে ;
.                আয় রে চেষ্টা করি সবে,
.                দেশি কাপড় বিক্রি হবে,
.        সাজা রে দেশি তাঁতি সবে, ধন রত্ন হারে |
ইংরাজ শিল্পী দেখ গিয়ে, বাঙালির টাকা নিয়ে,
তেতালা চৌতালায় কেমন, সুখে বিরাজ করে |
(আর) বাঙালি শিল্পী যারা, অনাহারে মরে তারা,
দেখে তাদের এ দুর্দশা, প্রাণ যে কেমন করে ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
আমি প্রাণ বিলাব, প্রাণ বিলাব
কবি অশ্বিনীকুমার দত্ত

.        আমি প্রাণ বিলাব, প্রাণ বিলাব,
.        প্রাণ বিলাব জগন্ময় |
উঁচু-নীচু মানব না তো সবাই যেন লুঠে লয় ||
তিল তিল নেবে সবে, আমার জীবন ধন্য হবে,
.        আমার তো আর নাহি রবে,
.        সবাইর মাঝে হব লয় ||
.        যদি কেহ শত্রু ভেবে,
.        এ প্রাণের ভাগ নাহি লবে,
.        নিশ্চয় জানিবে তবে,
.        সে ছেলে তার বাপের নয় ||
.        যত আছিস পশু পাখি,
.        কেউ কোথাও না থাকিস বাকি,
.        আমায় কৃপা করবি নাকি,
.        এ ব্রত যাতে সফল হয় ||
যে যুগের যে সাধু হও, কাছে এসো, কাছে রও,
আপন গুণে ভাগ লও, যদিও দেবার যোগ্য নয় ||
.        তোমরা প্রাণ বিলিয়ে দিয়ে,
.        আছ জগত্ বুকে নিয়ে,
.        আমার করো তেমনই হিয়ে,
.        জগত্ ব্যেপে সুখময় ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
বড়ো ভালবাসি বর্ষা এমন ঋতু একটিও নয়
কবি অশ্বিনীকুমার দত্ত

বড়ো ভালবাসি বর্ষা এমন ঋতু একটিও নয় |
.        টুপ্ টুপ্ টুপ্ শুনতে শুনতে,
.        বার থেকে মন আসে সরে,
.        বার থেকে বাইরে পড়ে,
.        চারদিকের সব ধুলা মাটি,
.        আস্তে আস্তে বিদায় লয় ||
.        (তখন) আপনার মাঝে আপনি বসে,
.        বাঁধনগুলি যায় গো খসে,
যারা আপন দেখে রকম, কাছে যেতে পায় ভয় ||
.        আস্তে ভর রেখে বুকে,
.        (মন) উঠতে থাকে ঊর্ধ্বমুখে,
দেখে কান্ড, এ ব্রহ্মান্ড, হতভম্ব হয়ে রয় ||
.        উঠতে উঠতে কোথায় গেলো,
.        গ্রহ তারা চেয়ে রল,
কে বলিবে কী হইলো, সে তো বলবার কথা নয় ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
রূপের হাট দেখিবি ভাই
কবি অশ্বিনীকুমার দত্ত

.        রূপের হাট দেখিবি ভাই |
.        রূপে রূপে মেশামিশি,
.        রূপের বালাই লয়ে মরে যাই ||
.        আকাশটি ওই রূপে ভরা,
.        শৃঙ্গে শৃঙ্গে রূপ পসরা,
.        পথে ঘাটে  রূপের ছড়া,
.        রূপ বিনে আর কথা নাই  ||
.        রূপের মেঘে রূপের চমক,
.        রূপ-সরসে রূপের ঠমক,
গ্রহ তারা চন্দ্র সূর্য, রূপে ডুবে আছে সবাই ||
.        ডালে ডালে পাখির মেলা,
.        খেলছে রূপের মোহন খেলা,
.        গাছে রূপের মধুর গীতি,
.        নাচছে রূপের করে বড়াই ||
.        পাতায় পাতায় রূপ ফলেছে,
.        ওই দেখো বনময় ওই রূপ জ্বলেছে,
.        রূপের মালা গেঁথে ঠাকুর,
.        খোঁজে কোথায় আছে রাই ||
.        আয় রে হেথা রূপ-পিয়াসী,
.        দেখবি রূপ রাশি রাশি,
মেগে রূপ নিয়ে চলো রে, কত নিবি নিয়ে চলো রে,
.        দেশে দেশে রূপ বিলাই ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
ওরে শশী কী দেখিস আর এ ভারত-ভুবনে
কবি অশ্বিনীকুমার দত্ত

ওরে শশী কী দেখিস আর এ ভারত-ভুবনে |
সোনার উদ্যান আজি পরিণত শ্মশানে ||
এই কি সেই ভারতবর্ষ, যাকে শত শত বর্ষ,
রঞ্জিয়াছ তুমি শশী, ওই সুস্নিগ্ধ কিরণে ;
আজি শশী হায় হায়,   দেখো অন্ধকারময়,
যত জ্যোত্স্না ঢাল তুমি, মেঘভরাগগনে |
কী আর বলিবো শশী,  ত্রিশ কোটি শব তথা,
গৃধিনী শকুনি তাদের, টানিতেছে সঘনে ||
তোমার সেই চন্দ্রবংশ, ক্রমে ক্রমে হল ধ্বংস,
সে খবর বুঝি শশী, পশে নাই শ্রবণে |
থাক্ শুনে কাজ নাই,   শুনিবে সে খবর যাই,
পড়িবে কালিমা রেখা, হাসিমাখা বদনে ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
মাগো তোর নয়নের জলে
কবি অশ্বিনীকুমার দত্ত

.        মাগো তোর নয়নের জলে,
.        বুঝি না পাষাণও গলে,
বুঝি না মা কেমন পাষাণ তোমার এ সমস্ত ছেলে,
দিবনিশি কাঁদ তুমি, এরা কিন্তু হাসে  খেলে ||
রাজরাজেস্বরী মাগো ভুবনে বিখ্যাত ছিলে,
কেমনে সহে মা আজি ছোটো লোকে কটু বলে ||
.        ওই চরণতলে প্রণাম করতে
.        আসত লোকে দলে দলে,
আজি তোমায় হায় হায় হীন জনে পায় ঠেলে ||
যোগ্যপুত্র যত তোমার একে একে গিয়েছ্চলে,
.        (এখন) কাঁদিছ মা দিবানিশি
.        কুলাঙ্গারে লয়ে কোলে |
ভিক্ষা আজি করো মাগো শ্রীহরিপদকমলে,
দয়া করি সুমতি দিন ভারতসন্তান সকলে ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
আহা রে বাঙালি বাবু যাই বলিহারি
কবি অশ্বিনীকুমার দত্ত

.        আহা রে বাঙালি বাবু যাই বলিহারি !
.          কত রূপ ধর তুমি অপরূপধারী ||
শিবের ছিল অষ্টমূর্তি,                        তোমার হল শতমূর্তি,
.                রসনায় তব গুণ কি বর্ণিতে পারি |
ব্রহ্মা রূপে সৃজন কর,                বিষ্ণুরূপে কলম ধর,
.  শিবরূপে কত ঢাল ব্রান্ডি সাম্পেন সেরি ||
(কভু) সাহেবি মেজাজে চল, কভু শিব দুর্গা বল,
.  কত রকম ভাব তোমার, কিছু বুঝতে নারি |
কভু মুরগির ঝোল খাও,                কভু গয়ায় পিন্ড দাও,
.                বিদেশে পরমব্রহ্ম, হিন্দু গেলে বাড়ি ||
নানা স্থানে ভাব নানা, কিছু যে বোঝা যায় না |
.  অন্ত নাহি পেলাম তোমর , সদা ভেবে মরি |
সত্য ভিন্ন মুক্তি নাই, খাঁটি হয়ে রও রে ভাই,
.        বহুরূপী হইয়ো নারে, কপট আচারী ||
নাহি রে তোর ধর্মাধর্ম,                কর পশুর মতো কর্ম,
.  যদি দেখ শ্বেত চর্ম, অমনই গোলাম তারি ;
সদা করযোড়ে রও,                        মস্তকে পাদুকা বও,
.   বাড়ি এসে গোঁফে তাও, বাবুগিরি ভারী ||
দিনে একশো আটবার,                কর ভারতের উদ্ধার,
.        ভারতের তরে তোমার, কত জাকজারি |
মুখেতে মালসাটি মার,                এয়সা কর তেয়সাকর,
.        কাজের বেলা ন্যাজ গুটিয়ে মার টেনে পাড়ি ||

.                          ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
আয় রে আয় ভারতবাসী, আয় সবে মিলে
কবি অশ্বিনীকুমার দত্ত

আয় রে আয় ভারতবাসী, আয় সবে মিলে,
প্রণমি ভারত-মাতার চরণ-কমলে |
আয় রে মুসলমান ভাই আজি জাতিভেদ নাই,
এ কাজেতে ভাই ভাই আমরা সকলে |
ভারতের কাজে আজি, আয় রে সকলে সাজি,
ঘরে ঘরে বিবাদ যত, সব যাই ভুলে |
আগে তোরা পর ছিলি, একন তোরা আপন হলি
হইরে তবে গলাগলি, ভাই ভাই বলে |
ভারতের যেমন মোরা, ওরে ভাই তেমনই তোরা,
ভেদাভেদ যত কিছু, কোথা গেছে চলে |
আয় রে ভাই সবে মিলি, মাখি ভারতের ধূলি,
এমন আর পবিত্র-ধূলি, নাহি ভূমন্ডলে  |
এ ধূলি মস্তকে লয়ে, ভাবেতে প্রমত্ত হয়ে,
হিন্দু যবন কাজ করিব জাতি-ভেদ ভুলে |
.           এই ধূলিতে আকবর তোদের,
.           এই ধূলিতে শ্রীরাম মোদের,
আরো শৌর্য বীর্য কত, মিশায়েছে কালে |
ওরে ভাই, এ ধূলির গুণে, খাটি সবে প্রাণপণে,
ভারতের দুর্দশা মোরা, নাশিব সমূলে ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর