প্রেমসিন্ধু মাঝে আজ ডুবিব অতল সলিলে কবি অশ্বিনীকুমার দত্ত
প্রেমসিন্ধু মাঝে আজ ডুবিব অতল সলিলে, . চিরকালের মতো আমি ডুবিবার . আমি ডুবিব ডুবিব ডুবিব রে . ডুবে সকল জ্বালা আমি ভুলিব রে | . তোমার পায় ধরি, আমায় ডুবায়ে রাখো, . এ জনমের তরে আমায় ডুবায়ে রাখো . আমার ঢেউ লেগে প্রাণ কেমন হলো, . আমার বিষয়ভোগ যে ভেসে গেল--- . ও ভাই প্রেমানন্দে মন মাতিল, . ওই সুখতরঙ্গে ডুবিব রে . অগাধ জলের মীনের মতো ; . ও ভাই আর যে আমি রইতে নারি . এই মরুভূমে থাকবো কেন . ও ভাই কীসের লেগে থাকবো বলো . ওই প্রেমসাগরে ডুবিব রে-- . ওই সুখতরঙ্গে ডুবিব রে, . তোমার গৌর যেমন ডুবিছিল, . ডুবায়ে রাখো আমি ভেসে যে উঠি ||