কবি অশ্বিনীকুমার দত্ত-এর গান
*
বাঙালি বড়ো বুদ্ধিমান, কে বলে সংসারে
কবি অশ্বিনীকুমার দত্ত

বাঙালি বড়ো বুদ্ধিমান, কে বলে সংসারে |
এমন বোকা কোথাও না, দেখি যে কাহারে ||
.        দেশের প্রতি নাই মমতা,
.        বিদেশিয়ের পায়ের জুতা,
যা করে ইংরাজে তাই, ভালো তার বিচারে ||
বাঙালি ববু যারা, এমন হত মূর্খ তারা,
শুটকি চুরটের লেগে, অম্বরী তামাক, ছাড়ে ||
.        সাচ্চা আতর গোলাপ ত্যজে,
.        বিলাতি বিলাসে মজে,
কত টাকা উড়ায় তারা ভস্ম ল্যাভেন্ডারে ||
দুদিন স্কুলে গেলে, দেশি খাওয়া যান ভুলে,
পরমান্ন ছেড়ে তুষ্ট, গোমাংস-আহারে ||
.        ওরে গোমাংস এ গরম দেশে,
.        নিতান্ত যে সর্বনেশে,
বৈদ্যশাস্ত্রের সার কথা, হেসে উরায় তারে ||
.        কোনো বাবু বিলেত গিয়ে,
.        আসেন দেখ সাহেব হয়ে,
.   পৃথিবী চমকে তার হ্যাটের বাহারে ||
গরমির দিনে গরম কোট, পায়েতে বিলাতি বুট,
কালোগায়ে বান্দর সাজেন, ইংরাজ নকল করে ||
দিবানিশি চিন্তা কীসে, ইংরেজের সঙ্গে মিশে,
তাদের পদতলে পড়ে থাকিবেন ডিনারে ||
ভাই বন্ধু বেরাদারে, আপনার বলতে লজ্জা করে,
চটে যান বাবু বলে, ডাকিলে তাহারে ||
সাহেবের মূর্তি ধরে, থাকেন পঞ্চমেতে চড়ে,
ইংরাজি ভাবেতে মত্ত আহারে বিহারে ||
বদনে বিরাজে সদা, বাঙালিরা বড়ো গাধা,
দেহ মন জর্জরিত, ইংরাজি বিকারে ||
যতই বুদ্ধি রাখবে ভাই, দেখে বলিহারি যাই,
দেশশুদ্ধ ছি ছি শুনো, তোমার এ ব্যভারে ||
কেন রে এ বিড়ম্বনা, বিদেশি এ ভাব ছাড়ো না,
(দেখো) এত কর তবু তারা, পুছে না তোমারে ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
কোথা দয়াময়, ডাকি হে তোমায়
কবি অশ্বিনীকুমার দত্ত

কোথা দয়াময়,                        ডাকি হে তোমায়,
.        একবার এ সময়ে, করো দরশন |
ভারত তোমার ,                হল ছারেখার,
.        যত কুলাঙ্গার, মুদিয়ে নয়ন ||
সর্বস্ব যে যায়,                        দেখে নারে তায়,
.        কেমন যে নিদ্রায়, রল অচেতন |
সবারে জাগাও,                        দুর্দশা দেখাও,
.        দুর্মতি ঘুচাও, করো হে চেতন ||
তোমারই নামে,                        ভারতধামে,
.        কত যে প্রেমে, হইত কীর্তন |
আসি দেখো সব,                হয়েছে নীরব---
.        ছাড়ি মহোত্সব, পাপেতে মগন ||
ইন্দ্রিয় সেবায়,                        সদামত্ত প্রায়,
.        নিজের দশা হায়, করে না স্মরণ |
মতি ফিরায়ে,                        সুমতি দিয়ে,
.        তোমারি তেজে, করো উদ্দীপন ||
(বলো) আর কী কবো,        কত কাল সবো,
.        এভাবে রব, পতিতপাবন |
সন্মুখে দাঁড়াও,                        পতিতে তরাও,
.        নব জীবন দাও, মৃতসঞ্জীবন ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর
*
প্রেমসিন্ধু মাঝে আজ ডুবিব অতল সলিলে
কবি অশ্বিনীকুমার দত্ত

প্রেমসিন্ধু মাঝে আজ ডুবিব অতল সলিলে,
.        চিরকালের মতো আমি ডুবিবার
.        আমি ডুবিব ডুবিব ডুবিব রে
.        ডুবে সকল জ্বালা আমি ভুলিব রে |
.        তোমার পায় ধরি, আমায় ডুবায়ে রাখো,
.        এ জনমের তরে আমায় ডুবায়ে রাখো
.        আমার ঢেউ লেগে প্রাণ কেমন হলো,
.        আমার বিষয়ভোগ যে ভেসে গেল---
.        ও ভাই প্রেমানন্দে মন মাতিল,
.        ওই সুখতরঙ্গে ডুবিব রে
.        অগাধ জলের মীনের মতো ;
.        ও ভাই আর যে আমি রইতে নারি
.        এই মরুভূমে থাকবো কেন
.        ও ভাই কীসের লেগে থাকবো বলো
.        ওই প্রেমসাগরে ডুবিব রে--
.        ওই সুখতরঙ্গে ডুবিব রে,
.        তোমার গৌর যেমন ডুবিছিল,
.        ডুবায়ে রাখো আমি ভেসে যে উঠি ||

.                  ***************  
.                                                                             
সূচিতে . . .    


মিলনসাগর