কবি অসীমা দাস-এর গান যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
|
কবি অসীমা দাস-এর গান
দেহতত্ত্ব
দেবতা গড়িয়া রাখি
দেবতা কহিল অন্ধ
. আমারে
. হয়ে যায়
হৃদয় বেদীতে জ্বলে
পূজার লাগিয়া তুলি
অন্তর বনে ফোটে না
. কাঁদিয়া
. পূজিব
কোন উপাচারে পূজি
. ******************
. সুচিতে...
মিলনসাগর
কবি অসীমা দাস-এর গান
দেহতত্ত্ব
এ সংসারের পান্থশালায়, দু’দিন প
. ওরা আমার
. পিতা-মাতা
. মায়ার বাঁধন ভাল
আমার, আমার করে সারা সকল
এই ধরণীর ধূলির ‘পরে, কুসুম যে
তেমনি তুমি পড়বে ঝরে, মায়ার
. দিনের শেষে আঁধা
. চোখ চেয়ে নাও ডা
শেষ করে দাও কাঁদা হাসা, সকল
. ******************
. সুচিতে...
মিলনসাগর
. রুনু ঝুনু নূপুর পায়ে,
বাজাও মোহন বেণু, হে দুখহারী ||
শ্রীদাম সুদাম কাঁদে, কাঁদে গোপীগণ |
বনের কুসুম কাঁদে, কাঁদে ধেনুগণ ||
. অন্তর প্রেম যমুনা নীরে,
. লহরী ওঠে না আর ফিরে ফিরে,
শ্রীমতীর আঁখি ধারা, পড়িছে ঝরি |
তোমার বিরহে, হে গিরিধারী ||
. ******************
. সুচিতে...
মিলনসাগর
কবি অসীমা দাস-এর গান
ভজন
গিরিধারী, বনোয়ারী, এস ফিরে ব্রজপুরে |
বাঁশরী বাজাও তব, মোহন সুরে ||
. তুমি ফিরে এলে ফুটিবে কুসুম,
. বাজিবে নূপুর পায়ে রুম্ ঝুম্ ঝুম্,
যমুনা তরঙ্গে জাগিবে জোয়ার, বিহগ গাহিবে বনে দূরে |
মিলনসাগর থেকে এই কবিতা কপি পেস্ট করা হয়েছে |
. গোপিকার আঁখি ধারা, ঝরিবে না আর |
. ফুটিবে কুন্দ কলি, নিতি অনিবার ||
. হে অরূপ এস মম ভজন গানে,
. বেদনা বিনাশী এস কাতর প্রাণে,
. শ্রীমতীর আঁখি ধারা, নীরবে ঝুরে |
. ******************
. সুচিতে...
মিলনসাগর
ধূপের মত নিজেরে দহিয়া, জীবন সাগর তীরে |
সুরভি বিলায়ে নিঃশেষে সে, ডুবেছে যমুনা নীরে |
. সখি, বলিস লো তারে সব,
বিরহে তোমার কুঞ্জ কানন, শুকাইছে হে মাধব
. ময়ুর নাচে না ময়ুরীর সনে,
. কদম কেশর ফোটে নাকো বনে,
কন্ঠের সুর হারায়ে বিধুর, পাপিয়া কুঞ্জ ছায় |
( আমি ) কাঁদিয়া আকুল, ঝরেছে বকুল, আসিতে বলিস তায় ||
. সখি, কহিও তাহারই আগে,
. সেথা কৃষ্ণার চাঁদ ওঠে না আকাশে |
. ( আজ ) ব্রজের শ্যাম চাঁদ মথুরায় হাসে ||
. সেথা চাঁদ উঠেছে,
. নন্দপুর আজ আঁধার করি, চাঁদ উঠেছে |
. ******************
. সুচিতে...
মিলনসাগর
. বাংলার রবি চিত্ত সুরেন,
. বহ্ম পিয়াসী গদাই নরেন,
মলিনতা তব ঘুচায়ে এনেছে, নব আলোকের বান |
বন্ধন তব মোচন করেছে, বাংলার সেনাদল |
ললাটে দিয়েছে রক্ত তিলক, হৃদয় শতদল ||
. বাংলার ছেলে চির বিপ্লবী,
. ম্লান নয় আজও সেদিনের ছবি,
রক্ত আখরে লেখা আছে গাথা. সে কাহিনী অভিযান |
. ******************
. সুচিতে...
মিলনসাগর
. পূজিয়া যাই |
. নাই, আমি নাই ||
যত ফুল,
ভুল,
. তো বেদনা পাই ||
থাই গাঁথিলে মালা |
দীপ নাহি জ্বালা ||
. নীরবে,
. ও তবে,
. লে দাও শুধু তাই ||
কবি অসীমা দাস-এর গান
ভজন
কবি অসীমা দাস-এর গান
দেশাত্মবোধক