কবি অশোক চট্টোপাধ্যায়ের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
অস্ত্র
অশোক চট্টোপাধ্যায়

গোপন আস্তানা থেকে
একে    একে   উঠে আসে   #   অস্ত্রগুলি
#      #
হাতগুলি ভরে ওঠে
#      #
আকাশের ডালে
ফাঁসিতে  লটকানো  লাশের  মতো
রাত্রি  ঝোলে
#      #
এবার   অভিযানের  পালা
#      #
চোখ  বন্ধ  করে  প্রহর  গোনে
জঙ্গলের  মাটি

.        ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
আগুন
অশোক চট্টোপাধ্যায়

যে  আগুন  জ্বালাতে  বলেছিল
আগুনে
এখন  তার  মুখ  পুড়েছে
#   #  
যে  আগুন  জ্বালিয়ে  গান  গাইছিল
আগুনে
এখন  তার  হাত পুড়ছে
#    #
দাউ  দাউ  জ্বলছে  তার  ঘর
সমস্ত  আকাশ
#       #
আগুন   কাউকে  রেওয়াত করে না
#       #
আগুন   আমার  ভাই

.        ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
লাশ
অশোক চট্টোপাধ্যায়

বুলেটের    চিহ্ন  গুনতে   গুনতে
বেলা  যায়
লাশ   গুনতে    গুনতে
জীবন
#   #
পুলিশ    এলে
বুলেটের    চিহ্নগুলি
মিলিয়ে  যায়
#   #
লাশগুলো   উধাও

.    ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
চিহ্ন
অশোক চট্টোপাধ্যায়

মধ্যরাত। ফাঁকা ট্রেন
গুটিকয় যাত্রী দেয় ঘুম
#   #
জ্যোত্স্নার সমাবেশে
একা চাঁদ বক্তা শুধু
রাত্রি নিঝুম
#   #
কোন্ চিহ্ন মনে আছে ? মাটি
ফিসফিস শব্দে কথা কয়
#   #   
তোমার কপালের কাটা চিহ্ন যেন
স্পষ্ট থেকে স্পষ্টতর হয়

.    ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
জেলখানা
অশোক চট্টোপাধ্যায়

ছায়ার ডালে ঝুলতে ঝুলতে
চাঁদ দেখছে মাঝবয়েসি চাঁদ
#   #
হাওয়ার রেলিং বেয়ে
জেলখানা পার হয়
#   #
যৌবনের প্রিয় দিনগুলি . . .

.    ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
অনুভব
অশোক চট্টোপাধ্যায়

স্বপ্ন ভাসিয়ে দিয়ে # দুচোখের জলে
সেই কবে সন্ধ্যায়
হাসিমুখে দুইহাতে
সঁপেছি হৃদয়
#   #
আমাকে কাঁদিয়ে # কেঁদে
প্রিয়নারী
অন্ধকারে
গর্ভবতী হয় . . .

.    ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
মুখ ও মুখোশ
অশোক চট্টোপাধ্যায়

মুখগুলো
মুখোশের আড়ালে
কী আশ্চর্য সংসার পেতেছে
#   #
মুখোশ ছিঁড়ে গেলে
মুখগুলো
বীভত্স হয়ে ওঠে
#   #
জিঘাংসায় . . .

.    ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর
*
আবার দেখা হবে
অশোক চট্টোপাধ্যায়

আবার দেখা হবে
#   #
নদীর শরীর ছুঁয়ে # বলেছিল
জলপথ : আবার
দেখা হবে
#   #
ছলছল চোখ # নদী # বয়ে গিয়েছিল
জলপথ # জনসমুদ্দুর
বয়ে গিয়েছিল
#   #
আকাশে ঘনায় মেঘ
কখনো রোদ্দুর
#   #
নদীর কুলকুল গানে
জনতার মত্ত কোলাহলে
ধ্বনি থেকে প্রতিধ্বনি হয়
#   #
আবার দেখা হবে

.    ***************  
.                                                                                    
উপরে    


মিলনসাগর