যে আগুন জ্বালাতে বলেছিল আগুনে এখন তার মুখ পুড়েছে # # যে আগুন জ্বালিয়ে গান গাইছিল আগুনে এখন তার হাত পুড়ছে # # দাউ দাউ জ্বলছে তার ঘর সমস্ত আকাশ # # আগুন কাউকে রেওয়াত করে না # # আগুন আমার ভাই
আবার দেখা হবে # # নদীর শরীর ছুঁয়ে # বলেছিল জলপথ : আবার দেখা হবে # # ছলছল চোখ # নদী # বয়ে গিয়েছিল জলপথ # জনসমুদ্দুর বয়ে গিয়েছিল # # আকাশে ঘনায় মেঘ কখনো রোদ্দুর # # নদীর কুলকুল গানে জনতার মত্ত কোলাহলে ধ্বনি থেকে প্রতিধ্বনি হয় # # আবার দেখা হবে