কবি আসরফী খাতুন - জন্মগ্রহণ করেন বর্দ্ধমান শহরে |

কবি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর | বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে
কথাসাহিত্যে পি.এইচ.ডি করেছেন | ১৯৯০ সালে তিনি
কবি লায়েক মইনুল হক এর সঙ্গে বিবাহসুত্রে আবদ্ধ
হন। বর্তমানে  তিনি বাঁকুড়ার  সোনামুখী কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা |

কবি আসরফী খাতুনের স্কুল জীবন থেকেই সাহিত্যে হাতেখড়ি | তার প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরাফুল’ | ইতিমধ্যে
কবির বেশ কিছু ছড়া, কাব্য, গল্প, কিশোর গল্প, প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয়েছে | শিশুদের জন্য তিনি ‘লালপরি
নীলপরি’  নামে একটি পত্রিকা সম্পাদনা করেন | রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গবেষণার কাজেও তিনি নিযুক্ত
রয়েছেন | কবি সাহিত্যের জন্য অজস্র পুরস্কার ও সংবর্ধনা পেয়েছেন |

তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থ ‘ঝরাফুল’, ‘আলো আঁধারের গল্প,’ ‘পাপড়ি ছেঁড়া এক গোলাপ’, ‘ছড়ার মেলা, ‘শুধু
তোমার জন্য’, ‘জলপরির সঙ্গে দেখা’, ‘চাঁদের দেশে’, ‘আমি নারী তাই’, ‘দরজায় কে যেন ডাকছে’, ‘রবীন্দ্রনাথ
ও কাজী নজরুল’, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা’ ( সম্পাদিত ), মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ ( সম্পাদিত )
প্রভৃতি |

আমরা
মিলনসাগরে  কবি আসরফী খাতুনের-এর কবিতা তোলার অনুমতি দেবার জন্য কবিকে
সাইটের পক্ষ হতে অসংখ্য ধন্যবাদ জানাই।



কবির সঙ্গে যোগাযোগ ---
ঠিকানা - এ . এল. মিত্র লেন, ( টিকে পাড়া ), পোঃ – বর্দ্ধমান, থানা – বর্দ্ধমান, জেলা—বর্দ্ধমান,
পিন – ৭১৩১০১, চলভাষ- ৯৪৩৪৩৩০৬০৩


উত্স – কবির সাথে একটি সাক্ষাত। ০৯.০৩.২০১৪ তারিখে মিলনসাগরের পক্ষে সংক্ষিপ্ত সাক্ষাত্কারটি
.         নিয়েছেন মিলন সেনগুপ্ত।    


কবি আসরফী খাতুন-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।    


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১৪.৩.২০১৪
...