কবি অতীন্দ্র মজুমদার - জন্মগ্রহণ করেন মেদিনীপুর জেলার তমলুকে।

তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ণ বিশ্ববিদ্যালয়ে ভারতবিদ্যা বিভাগে এক দশকের বেশি সময় অধ্যাপনা করেন।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “জাগরণ”, “নিদ্রাহীনের গান”, “মধ্যদিনের গান” প্রভৃতি। তাঁর লেখা
অন্যান্য বিষয়ের গ্রন্থের মধ্যে রয়েছে  “ভাষাতত্ত্ব”, “ছন্দ ও অলংকার”, “চর্যাপদ” প্রভৃতি।

আমরা
মিলনসাগরে  কবি অতীন্দ্র মজুমদারের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলেই
এই প্রচেষ্টার সার্থকতা।   

কবি অতীন্দ্র মজুমদার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



উত্স – অসিতকুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বাংলার কবিতা সমুচ্চয় ১৯৪১ -১৯৮৫ (দ্বিতীয় খণ্ড)


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রকাশ - ১৮.০৭.২০১৩
কবির ছবি এবং দুটি নতুন কবিতা নিয়ে এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ১১.৮.২০১৬

...