কবি অতুল্য ঘোষের কবিতা
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
*
সমুদ্র আর চড়ুই পাখি     
অতুল্য ঘোষ

চৌকিদারকে জিজ্ঞেস কর
.         আজ কটায় জোয়া
সে আঙ্গুল গুণে বললো, “
.         কাল দুপুরের কা
এই সমুদ্র, এমন প্রাণ-চাঞ্চল্যে
.         দেখে মনে হয় যা
.         যে কারও কাছে
.         সেই সমুদ্র নিয়ন্ত্রি
আর সেই খবর জানে এই


খানিক আগে আমার ছাদের
.         একটা ছোট্ট চড়ুইপা
চৌকিদারকে জিজ্ঞেস করলুম
.         “বাপু বলতে পারো
.         আবার কখন আসবে


সে আমার মুখের দিকে
.          “আজ্ঞে চড়ুই
.                           


আমার বাংলোর চৌকি
.        বিশাল সমুদ্রের
.        তার গতিছন্দ তা
কিন্তু ছোট্ট পাখিটার আ
.        তার একেবারেই

.                ******************     
.                                                                               
সুচিতে...   


মিলনসাগর
*
ধান--শীষ্     
অতুল্য ঘোষ

   
         

লীলায়িত তার ছন্দ,
প্রতীক্ষমান আহ্বানের আম
অসীমকে সে মাটির স্পর্শে
দুস্তর তার তপস্যা, প্রচন্ড
অসীমের নিবেদন অজস্র ধা

অমৃত ধারায় অভিষিক্ত হ
প্রাণপ্রাচুর্যে সে নিজেকে পরি
নিঃশেষ করে দেয় |
পৃথিবীর বুকে রস সিঞ্চনের

.                ******************     
.                                                                                          
সুচিতে...   


মিলনসাগর