কবি অরবিন্দ মুখোপাধ্যায়ের গান ও কবিতা
*
রাজার পঙ্খী উইড়া গেলে
কথা - কবি অরবিন্দ মুখোপাধ্যায়
সুর – নচিকেতা ঘোষ
শিল্পী – শ্যামল মিত্র
ছায়াছবি - নিশিপদ্ম

আমরা কৃতজ্ঞ শ্রী ভাস্কর বসুর কাছে যিনি আমাদের ভুল শুধরে জানিয়েছেন যে এই গানটি
অরবিন্দ মুখোপাধ্যায়ের লেখা। তাঁর ইমেল -
bhaskar_bose2001@yahoo.co.in। এই গানটি
আমরা ভুলবশত আমরা গৌরীপ্রসন্ন মজুমদারের পাতায় প্রকাশিত করেছিলাম



রাজার পঙ্খী উইড়া গেলে
রাজা নতুন পঙ্খী বান্ধে
আর দুঃখীর পঙ্খী উইড়া গেলে
দুঃখী শূন্য খাচায় কান্দে রে
সেই কান্না কেউ শোনে না
চেনা মানুষ হয় অচেনা
ও তার পূর্ণিমাতে মন গগনে
গেরন লাগে চান্দে রে
শূন্য খাঁচা শূন্য হৃদয়
দুঃখীর মন ভরা যৌবন
তবু দুঃখীর শূন্য ত্রিভূবন
নীতি ধর্ম ভালোবাসা
সবই যেন খেলার পাশা
ও তার জীবন যেন বন্দী হলো
জুয়া খেলার ফান্দে।

.       *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
ও আমি সব খুইয়ে মনের মানুষ পেলাম ভাঙা ঘরে
কথা - কবি অরবিন্দ মুখোপাধ্যায়
সুর ও শিল্পী – হেমন্ত মুখোপাধ্যায়
ছায়াছবি – নদী থেকে সাগরে

ও আমি সব খুইয়ে মনের মানুষ পেলাম ভাঙা ঘরে
ফুল ঝরেছে, ফল ধরেছে, শুকনো শাখার পরে।
দিনের শেষ সন্ধ্যেবেলায়, রাতের মরণ ঊষার খেলায়
কৃষ্ণা তিথির আধখানা চাঁদ, মরেো নাহি মরে
আমি সব খুইয়ে মনের মানুষ পেলাম ভাঙা ঘরে।
না হারালে যায় না পাওয়া, চলছে নিতুই আসা যাওয়া
জীবনের ঢেউ যায় বয়ে যায়, নদী থেকে সাগরে
আমি সব খুইয়ে মনের মানুষ পেলাম ভাঙা ঘরে।

.                 *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর