বিয়ের আগের দিন বাপের মৃত্যু হয়। পুত্র বলে মরবার আর পেল না সময়। শ্মশানেই পুরুতকে বলে বাপকে পুড়িয়ে, এমন কোনো মন্ত্র নেই একসঙ্গে হয়ে যায় . শ্রাদ্ধ আর বিয়ে।
ঘড়ির কাঁটা ঘুরেই চলেছে বাঁ হাতের মণিবন্ধে। ডান হাতের মুঠোয় মোবাইলে কথা বলছে গো কত ছন্দে। (অথচ) সময় মতো কেউ আজকাল করে নাকো দেখি কাজটা কথা দিয়ে কথা রাখে না কেউ হয় না তবু যে লাজটা। ঘড়ির কাঁটা চলছে মোবাইলে কথা বলছে।