কবি বাণীকুমারের গান ও কবিতা
|
অখিল বিমানে তব জয়গানে যে সামরব
কথা - বাণীকুমার
সুর - পঙ্কজকুমার মল্লিক
শিল্পী - কৃষ্ণা দাশগুপ্ত
মহিষাসুরমর্দিনী গীতি-আলেখ্য থেকে
অখিল বিমানে তব জয়গানে যে সামরব
বাজে সেই সুরে সোনার নূপুরে কি সে নব ||
হে আলোর আলো তিমির মিলালো
তব জ্যোতিসুধা চেতনা বিলালো |
রাগিনী যে সুরে গাহিল মধুরে সে বৈভবে ||
. ************************
. সূচীতে . . .
মিলনসাগর
জাগো, তুমি জাগো, জাগো দুর্গা
কথা - বাণীকুমার
সুর - পঙ্কজকুমার মল্লিক
শিল্পী - দ্বিজেন মুখোপাধ্যায়
মহিষাসুরমর্দিনী গীতি-আলেখ্য থেকে
জাগো, তুমি জাগো, জাগো দুর্গা,
জাগো দশপ্রহরণধারিণী,
অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো |
প্রণমি বরদা অজরা অতুলা
বহুবলধারিণী রিপুদলবারিণী জাগো মা |
শরণময়ী চন্ডিকা শংকরী জাগো, জাগো মা,
জাগো অসুরবিনাশিনী তুমি জাগো ||
. ************************
. সূচীতে . . .
মিলনসাগর
তব অচিন্ত্য রূপ-চরিত-মহিমা
কথা - বাণীকুমার
সুর - পঙ্কজকুমার মল্লিক
শিল্পী - মানবেন্দ্র মুখোপাধ্যায়
মহিষাসুরমর্দিনী গীতি-আলেখ্য থেকে
তব অচিন্ত্য রূপ-চরিত-মহিমা,
নব শোভা, নব ধ্যান রূপায়িত প্রতিমা,
বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে |
তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে ||
তব প্রেমনয়ন ভাতি নিখিল তারণী
কনককান্তি ঝরিছে কান্ত বদনে ||
হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা,
জয় সংগীত ধ্বনিছে তোমারই ভুবনে ||
. ************************
. সূচীতে . . .
মিলনসাগর
বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন
কথা - বাণীকুমার
সুর - পঙ্কজকুমার মল্লিক
শিল্পী - সুপ্রীতি ঘোষ
মহিষাসুরমর্দিনী গীতি-আলেখ্য থেকে
বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন---
আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিনু মন ||
অন্তরে যা লুকিয়ে রাজে
অরুণবীণায় সে সুর বাজে---
এই আনন্দযজ্ঞে সবার মধুর আমন্ত্রণ ||
আজ সমীরণ আলোর প্লাবন নবীন সুরের লীলায়,
আজ শরতের আকাশবীণা গানের মালা বিলায় |
তোমার হারা জীবন মম
তোমারই আলোয় নিরুপম---
ভোরের পাখি ওঠে গাহি তোমারই বন্দন ||
. ************************
. সূচীতে . . .
মিলনসাগর
বিমানে বিমানে আলোকের গানে জাগিল ধ্বনি
কথা- বাণীকুমার
সুর - পঙ্কজকুমার মল্লিক
শিল্পী - সন্ধ্যা মুখোপাধ্যায়
মহিষাসুর মর্দিনী গীতি-আলেখ্য থেকে
বিমানে বিমানে আলোকের গানে জাগিল ধ্বনি,
তব বীণাতারে সে সুর বিহারে কি জাগরিণী |
অরুণ রবি যে নিখিল রাঙালো
পূর্বাচলে তন্দ্রা ভাঙালো |
রাঙা হিল্লোলে ধরণী যে দোলে নূপুর ধ্বনি ||
. ************************
. সূচিতে . . .
মিলনসাগর
শুভ্র শঙ্খরবে সারা নিখিল ধ্বনিত
কথা - বাণীকুমার
সুর - পঙ্কজকুমার মল্লিক
শিল্পী - শ্যামল মিত্র ও কোরাস
মহিষাসুর মর্দিনী গীতি-আলেখ্য থেকে
শুভ্র শঙ্খরবে সারা নিখিল ধ্বনিত |
আকাশতলে অনিলে জলে দিকে দিগন্তরে
সকল লোকে পুরে বনে বনান্তরে
নৃত্যগীত ছন্দে নন্দিত |
শরত প্রকৃতি উল্লাসে উৎসব গানে
চিরসুন্দর চিতসুন্দর বন্দন তানে |
ত্রিলোকে জাগে শরন্ময়ী আনন্দে,
মহাশক্তিরূপা মঞ্জুল শোভা জাগে আনন্দে,
রাজে কল্যাণী সদা রাজে ---
সদা সুখদা, সদা বরদা, সদা জয়দা,
ক্ষেমঙ্করী সুধা রাজে |
অসুরনাশন দশপ্রহরণভূজা রাজে |
রণিত বীণা বেণু মধু ললিত শমিত তানে
শুভ আরতি ঝংকৃত ভুবনে
নব জ্যোতিরাগে জ্যোতি অলংকারে |
প্রাণে প্রাণে ওঠে গীতি, সুধারস ঘন শান্তি
ধন ধন জয় গানে ||
. ************************
. সূচীতে . . .
মিলনসাগর
কথা - বাণীকুমার
সুর ও শিল্পী - পঙ্কজকুমার মল্লিক
ও কেন গেল চলে কথাটি নাহি বলে,
মলিন মুখে আঁখি ভরিয়া নিলে ||
চাহিয়া তার ও পথে বিফল মনোরথে,
আকুল ব্যথা ভরে অভিমানেরে, কথাটি নাহি ||
ফাগুনে গাছে গাছে কি ফুল ফুটে আছে,
মাধবী গাছে পাখী গাহিয়া উঠিয়াছে
আলোয় আলোকিতা এমন মধুমিতা
গন্ধ ঢালো যত আঁধারে ঘিরে |
দখিন বাতায়নে সমীর হাহা করে
আসিয়া ক’য়ে যায় নয়ন মোছ হায়
চলে যে যায় আর আসে না ফিরে,
কথাটি নাহি বলে, মলিন মুখে ||
. ************************
. সূচীতে . . .
মিলনসাগর
কথা - বাণীকুমার
সুর ও শিল্পী -পঙ্কজকুমার মল্লিক
শেষ হলো তোর অভিযান শেষ হলো,
হীরা ফলে সোনার গাছে হরিৎ সাগর ভুলায় প্রাণ |
আজ দেবতার আশিষধারা রৌদ্র হয়ে দিল সাড়া,
আপন হতে বাহির হয়ে বাহিরকে তুই ধর না ||
দিগন্তে ওই আকাশ নামে মাটির মায়ের পরশ নিতে,
বাতাস আনে চন্দন বাস ক্লান্ত শ্রান্ত হৃদয় ভরে দিতে |
কত আশা কত ব্যথা ধানের শিসে ফুটলো হেথা,
ধূলায় গড়ি সে ইন্দ্রপুরী ওরাই যে আজ ভগবান ||
. ************************
. সূচীতে . . .
মিলনসাগর
কথা - বাণীকুমার
শিল্পী - কে. এল. সায়গল
সুর - পঙ্কজ কুমার মল্লিক
ছায়াছবি - দেবদাস
গোলাপ হয়ে উঠুক ফুটে তোমার রাঙা কপোলখানি,
ভোমরা সম গুনগুনিয়ে শুনিয়ে যাব তোমার বাণী ||
একটু তোমার পরশ লাগি’
পরাণ আমার হয় বিবাগী
পিয়াস জাগায় অধর তব, দেয় কামনার খবর আনি’ ||
কুঁড়ির বুকে গন্ধ যেমন কাঁদে সমীর মিলন তরে---
তোমায় যাচি’ বাসনা মোর আকুল আশায় কেঁদে মরে |
প্রেম যদি না দিলে প্রাণে
আসবো তবে কীসের টানে
তবু কেন চোখের কোণে হাসির খেলা নাহি জানি ||
. ************************
. সূচীতে . . .
মিলনসাগর
বিদুষী
কবি বাণীকুমার
সজনীকান্ত দাস সম্পাদিত “বঙ্গশ্রী” পত্রিকার পৌষ ১৩৫২ (জানুয়ারী ১৯৪৬) সংখ্যা থেকে
পাওয়া।
তিনশো বছর হয়েছে গত একদা ফরিদপুরে
কোটালিপাড়ায় গ্রামেতে বাস করিত শিবরাম,
সার্ব্বভৌম উপাধি তা’র, গোবিন্দ মধুরে
নিত্য সেবা করিত, তা’র হৃদয় পূণ্যধাম।
শিষ্য কত আসিত দূর দেশ হ’তে দলে দলে---
টোলেতে তা’র শাস্ত্র-পাঠের ইচ্ছা জানাতো আসি’,
অধ্যাপনা শুনিত সবে বসিয়া কৌতুহলে,
পণ্ডিত বলি’ যশের সুরভি যাইত সুদূরে ভাসি’।
ভাগ্যবানের ভাগ্য কখনো মন্দ হবার নয়,
শুভদিনে তা’র জন্ম নিলেন সুন্দরী এক মেয়ে,
প্রতিভাশালিনী বিদূষী রমণী কালে তা’র পরিচয়,---
পিতা দিল নাম প্রিয়ম্বদা, সে স্মৃতিতে রয়েছে ছেয়ে।
প্রতিদিন এই শিশু-মেয়ে এসে বসিয়া থাকিত টোলে
অতি-মনোযোগী শিষ্যের মতো শুনি’ পাঠ-আলোচনা,
রাত্রে পিতার সকাশে কন্যা শোনা শ্লোকগুলি ব’লে
অতুলনা স্মৃতি-শক্তির বরে জানাতো যে গুণপনা।