তব মহিমার কল্যাণী-রূপ উদিত মরমে যবে— তোমারি অংশ-সম্ভূতা নারী সত্তা চিনিবে তবে | . বিশ্বজননী, তব বৈভবে . স্বরূপ জানিয়া –নব গৌরবে রমণী যে হবে প্রকৃত জননী আদর্শ গরীয়সী, বীরপুত্রের লালনে আবার প্রাচী হবে মহীয়সী |
কৌমারী-রূপ-ধারিণী পরমা তুমি গো সুনির্ম্মলা ! তোমার ধারণা-ধ্যানে লভি যেন কন্যা সুমঙ্গলা ! . বিলাস-ব্যসন দূর করো মা গো, . প্রাচ্যের মনোমন্দিরে জাগো, ছিন্ন করো মা মোহ-আবরণ জাগাও অরুণ-জ্যোতিঃ ! দেশ-মাতৃকার ভালো ও মন্দে রাখো মা অমিত মতি |
সবুজ এ-বন মৃগনাভি-গন্ধে ভুরুভুর কবি বাণীকুমার তাঁর রাজপুত্র নাটকের গান | সজনীকান্ত দাস সম্পাদিত বঙ্গশ্রী পত্রিকার ভাদ্র ১৩৫১ ( সেপ্টেম্বর ১৯৪৪ ) সংখ্যা থেকে পাওয়া |
মায়াবিনী | ( গান )
সবুজ এ-বন মৃগনাভি-গন্ধে ভুরুভুর | রাজপুত্তুর আর তুমি যাও কতদূর ! ক্ষেতেতে নেই চাষ তবু ঐ ভরা যে ফসল, লুকিয়ে কোথাও বাজায় রাখাল . বাঁশীটি উতল, কাঠুরিয়া কুঠার হানে পড়ে নাকো চোখে, অলিমালা তোলে নিতুই গুঞ্জন মধুর ||
ব্যোম্ ব্যোম্ ব্যোম্ কবি বাণীকুমার তাঁর রাজপুত্র নাটকের গান | সজনীকান্ত দাস সম্পাদিত “বঙ্গশ্রী” পত্রিকার ভাদ্র ১৩৫১ ( সেপ্টেম্বর ১৯৪৪ ) সংখ্যা থেকে পাওয়া |
অতি বড় সেয়ানা কবি বাণীকুমার তাঁর রাজপুত্র নাটকের গান | সজনীকান্ত দাস সম্পাদিত “বঙ্গশ্রী” পত্রিকার ভাদ্র ১৩৫১ ( সেপ্টেম্বর ১৯৪৪ ) সংখ্যা থেকে পাওয়া |
গান
. অতি বড় সেয়ানা . এই আমি গো এক্ টা ! ভয় যদি আসে কাছে মারি তিন গাঁট্টা | যবে বুদ্ধির প্যাঁচ ঝাড়ি পটকায় পিত্ত, ঘুরপাক্ খায় যত রাস্ কেল্ দৈত্য, তিন ফুঁকে তিন লাফে করে দিই চ্যাপ্ টা | ( হোঃ-হোঃ-হোঃ-হোঃ-হোঃ – গোগ্ গো-গোগ্ গো-গোঃ )
রাজপুত্তুর যায় যায় যায় রে কবি বাণীকুমার তাঁর রাজপুত্র নাটকের গান | সজনীকান্ত দাস সম্পাদিত “বঙ্গশ্রী” পত্রিকার ভাদ্র ১৩৫১ ( সেপ্টেম্বর ১৯৪৪ ) সংখ্যা থেকে পাওয়া |
যদি পথে আসে বন-গহন কবি বাণীকুমার তাঁর রাজপুত্র নাটকের গান | সজনীকান্ত দাস সম্পাদিত বঙ্গশ্রী পত্রিকার ভাদ্র ১৩৫১ ( সেপ্টেম্বর ১৯৪৪ ) সংখ্যা থেকে পাওয়া |
( রাজপুত্র ও সঙ্গীদল )—গান
যদি পথে আসে বন-গহন— অগম-সাগরে ঢেউয়ের রণ— . একাকী---একাকী . নব পথ আঁকি’--- যেতে হ’বে দূরে রাখিতে পণ | কালো পাথরের ভাঙি ভ্রূকুটি— পাহাড়ে ফাটায়ে চল্ বো ছুটি’ | . ভাঙিতে---গড়িতে . লবো শেষে জিতে--- জয়ধ্বজায় ঢাকি’ গগন |
মায়ের আঁচল নয় বীরেরি ছায়া কবি বাণীকুমার তাঁর রাজপুত্র নাটকের গান | সজনীকান্ত দাস সম্পাদিত বঙ্গশ্রী পত্রিকার ভাদ্র ১৩৫১ ( সেপ্টেম্বর ১৯৪৪ ) সংখ্যা থেকে পাওয়া |
ওরে -- রে – রে ভাই কবি বাণীকুমার তাঁর রাজপুত্র নাটকের গান | সজনীকান্ত দাস সম্পাদিত বঙ্গশ্রী পত্রিকার ভাদ্র ১৩৫১ ( সেপ্টেম্বর ১৯৪৪ ) সংখ্যা থেকে পাওয়া |
( রাজপুত্র ও সঙ্গীদল )---গান
ওরে---রে---রে ভাই ! . ছুটির বাঁশীর সুর নীল-গগনে, বনে বনে আর বাতাসে বাতাসে পাহাড়ে নির্ঝরে . মনে মনে | ছাড়া পাখীর মত আনন্দরে, আমার পরাণ আজি নেচে ফেরে,--- সপ্ত সমুদ্দুরে পাড়ি দেবো দূরে— প্রবাল-ঘেরা শ্যামল দ্বীপের কোণে | অসীমকালের রাজটীকা ভালে, ( তোমার ) অগম-পথে কে দীপটি জ্বালে | কেন এ বাঁধন তবে---মুক্তি পেতেই হ’বে, চঞ্চলতা জাগে ক্ষণে ক্ষণে ||
ও-ও-ও-ও! গিরি শিখর জল কবি বাণীকুমার তাঁর রাজপুত্র নাটকের গান | সজনীকান্ত দাস সম্পাদিত বঙ্গশ্রী পত্রিকার ভাদ্র ১৩৫১ ( সেপ্টেম্বর ১৯৪৪ ) সংখ্যা থেকে পাওয়া |
সকলে --- গান
ও-ও-ও-ও! গিরি শিখর জল! কে করেছে পাগল তোরে--- . কে করে চঞ্চল! . কল-কল হেসে, . ঝল-মল বেশে, নীলের কোলো শ্যামল করিস্ . অলকা-অঞ্চল॥ আয় আয় নিয়ে আয় রঙীন বাসর-ফুল। বরণ-মালা সাজিয়ে নোবো সাজিয়ে দোবো চুল। . রাজার কুমার কই, . পথ চেয়ে যে রই, আন্ রে ময়ূরপঙ্খী-নায়ে দৈত্যজয়ীর দল॥
শ্যামল কানন সাজলো ফুলে কবি বাণীকুমার তাঁর রাজপুত্র নাটকের গান। সজনীকান্ত দাস সম্পাদিত “বঙ্গশ্রী” পত্রিকার আশ্বিন ১৩৫১ (অক্টোবর ১৯৪৪) সংখ্যা থেকে পাওয়া।