তোমার লেখার সাথে সাথে . মিশত যদি আমার লেখা--- লাগত ভাল, হয়তো মনে . দেখা দিত নতুন রেখা | এখন আমার মন চলেনা . বলে না তো নতুন কিছু, তোমার লেখায় সাড়া দিয়ে . যাবে কি মন তোমার পিছু | কিছু-ই-ই হয় না-- আর হবে না , . মনের আমার নাইরে দিশা, এখন আমায় ঘিরে আছে . আঁধার ভরা গভীর নিশা |
কলম! কলম! হাতে পেতেই মনে হ’ল , লিখি, কিছু লিখি | কি যে লিখব ভাবছি | কেমন ক’রে সব হারিয়ে যায় ভাবনা, মনের গভীরে ভেসে ওঠা গানের ঢেউ তোলা ভাবনা --- কোথায় হারিয়ে যায় কলম হাতে ধরে উদাস হ’ল প্রাণ লেখা কিছু আর হয় না |
হৃদয় দুয়ার খোলা আছে . চিরদিন সেবার তরে, বন্ধু যে জন আসবে কাছে . আদর করে তুলব ঘরে |
ভালবাসার দাবির কাছে . সদাই আমি অনুগত আদর সোহাগ ভরে দিয়ে . সবার জন্য সদাগত |
কিছু লিখি ভেবে এখন . কিছু আর হয় না লেখা, মনের কথা মনেই থাকে . মুখোমুখি হয় না দেখা | জন্মদিনের বার্তা দিতে, . নিয়ে কাগজ কলম হাতে, বসেই আছি, ভালবাসায় . মুখর আমার মনের সাথে | সবাই মিলে সুখে থেকো . সুস্থ দেহে মনে | শান্তি সুখের ভালবাসায় . তৃপ্ত, পূর্ণ প্রাণে |
মনে হ’লেই যদি লেখা যেত বস্তা ভরে দিতেম লিখে, কত কত ভালো কথা ছড়িয়ে দিতাম দিকে দিকে | মগজ খানি কাজ করে না, আগের মত আর চলে না | ভালবাসায় খাতির করে, খাতার পাতায় হঠাৎ যদি কিছু কথা পড়েই ঝরে, তোকেই দেব , তোকেই দেব, তোর জন্যেই সাজিয়ে তুলি হঠাৎ যদি ফুটে ওঠে মন বনের কুসুম কলি |
সকাল বেলা কারেন্ট গেলে মনটা যে কেমন করে, কেমন করে সিনান হবে বালতি কেমনে উঠবে ভরে ? সাত সকালে জল চলে যায়, কাজের কাজ কখন হবে | কাপড় ধোয়া, রান্না খাওয়া সবই তবে থাকুক পরে |