ফাগুন ত’ আসছে, . আসবেই বার বার | পিছুটান কিছুতেই যায় না আমার | যে যায় সে ত’ যায়ই চলে | সব কিছু রেখে যাওয়া --- . সব পিছে ফেলে | আত্মা ? সত্যিই কিছু আছে ? . কিছু বাকি থাকে ? . না কি সবই চলে যায় . দেহটি বিলীন হওয়াতে ? স্মরণে মননে সে কি আসে ? . কখনও দাঁড়ায় এসে কাছে ? জানিনা, বুঝিনা কিছু | তবু, মন তো মানে না --- বুঝতে পারে না পুরানো গন্ধ ফিরে আসে কেন . ফাগুন বাতাসে | মন ও তাই ভালবাসে |
আমার কথা গানে গানে . ছড়িয়ে যাবে কোন ভুবনে ভেবেছি কি সে কথাটি . কখনও বা মনে মনে ? কেমন ভাব, আর কেমন কথা . কেমন মধুর সেই বারতা কোন দেবতার পায়ের কাছে . উঠবে ফুটে সুরে তানে | মন যে আমার কেমন করে . সেই কথাটি মনই জানে | প্রভু আমার দয়াল স্বামী . ধুলোর ধুলো এই যে আমি তোমায় ভালবাসার কথা . উঠুক ফুটে গানে গানে ||
হে প্রভু মোর আমার হৃদয় মাঝে . পেতেছি তোমার সিংহাসন | এস এস নাথ, . বস প্রভু এসে, . হৃদি মাঝে তোমা . করি গো বরণ | কাজল কালো ও দুটি আঁখি নানা ছলে মোরে . যায় যে ডাকি | তোমার ও দুটি আঁখির মায়ায়, শিহরণ জাগে আমার হিয়ায় আমার এ চোখে ভরে আসে নাথ . বেদনার ধারা করে বরিষণ পেতেছি তোমার সিংহাসন |
আজ পয়লা বৈশাখ নতুন বছর শুরু হ’ল, . খুব কি তফাৎ হল ? ১৪০৭ --- ১৪০৮ একটা বছর দিলে কিছু নিলেও অনেক | . সুখে,আনন্দে, দুঃখে, বেদনায় ঢেউ ওঠা পড়া জীবনসমুদ্র | এই ত’ নিয়ম একেই মেনে নেওয়া | নিঃশব্দে তাঁর পায়ে নিজেকে সমর্পণ এই টুকুই শান্তি | ওঁ শান্তি ওঁশান্তি ওঁশান্তি |
কেন যে মানুষ এখানে আসে ? . কেনই বা চলে যায় ? কেন ভালবাসে মিথ্যে সুখে . কেন বা জড়ায় মায়ায় ? কত আশায় ঘর বাঁধে সে . কত সুখেই সাজে, কত সুখের কল্পনাতে . লজ্জা অরুণ রাজে | তারপরেতে হঠাৎ করে . ঘরের মাঝে বাজ, কোথায় তখন সুখের সাধ . কোথায় তখন সাজ | এই ত’ লিখন, তবু মানুষ . মায়া মুগ্ধ প্রাণ মিষ্টি হাসি, সলাজ ব্রীড়া . ছোট্ট অভিমান | হায়রে বিধি এ কোন খেলা . নিঠুর পরিহাস এরি মাঝে বাঁচিয়ে রাখো . ভালবাসার বাস |
তোমারি ভাষা, ছন্দে ---- অলংকারে . তোমারি প্রণতি রচিবার তরে আমার এ করুণ আকুতি---- . কবি, হে কবি আমার, দাও তুমি সেই শক্ তি | . যত গান তুমি রচিয়াছ কবি, আঁকিয়াছ যত সুন্দর ছবি, . তাহাদের মাঝে তোমার মূরতি দেবতার সম দ্যুতি | . আজিকার দিনে তোমাকে স্মরণ তোমার কথায় তোমাকে মনন . তোমা ছাড়া কিছু হয় না, হবে না | তুমি যে বিশ্ব কবি ||