কবি বাণী নিয়োগীর কবিতা
w
ww.milansagar.com
*
.
বাণী নিয়োগী
কত কথা ছিল ত’ বলার
সব কথা বলা হয় কবে ?
ঝরে পড়া পাতার মতন
কথা গুলো ঝড়ে পড়ে যাবে |
কিছু কথা হয় বলা ---- তবু,
ফুলের মতন করে ফোটে |
মন পান করে সেই মধু
স্মৃতি সে আনন্দ লোটে |
সে আনন্দ হোক তোর--আশা
সে আনন্দ দিক ভালবাসা |
. ************
.
সূচি . . .
মিলনসাগর
কবি বাণী নিয়োগীর পরিচিতির পাতায়...
*
.
বাণী নিয়োগী
. বেদনা হত এ হিয়া মম
আষাঢ় মেঘের বাদল সম,
. ঝরিতে চায়, ঝরিতে চায়,
তোমার নীলিম কমল পায়
. ঝরিতে চায়, ঝরিতে চায় |
মঞ্জুরিত আমার হিয়ায়
. লুব্ ধ, তৃষিত মধূপ প্রায়,
ও চরণ মধু লুটিতে চায় |
. তোমারি ও দু’টি কমল পায়,
মরিতে চায়, মরিতে চায় |
. ************
.
সূচি . . .
মিলনসাগর
কবি বাণী নিয়োগীর পরিচিতির পাতায়...
*
.
বাণী নিয়োগী
গরম যে আর সইবার পারিনা,
ওরে গরম আমায় পুইড়্যা পুইড়্যা
. খায় |
গাছের পাতায় হলুদ লাগে,
মাটির বুকে ফাটন জাগে |
ওরে বরষা ঝম্ ঝমাইয়া
. আয় |
আরে গরম আমায় পুইড়্যা
. পুইড়্যা খায় |
. ************
.
সূচি . . .
মিলনসাগর
কবি বাণী নিয়োগীর পরিচিতির পাতায়...
*
.
বাণী নিয়োগী
জানি, আমি জানি,
মূল্যহীন, অর্থহীন
তবু------
ভাবনার স্রোত
ভাসায় আমাকে
ভবিষ্যতের অন্ধ আবর্তে |
নিয়ে যায় অন্ধকূপে,
তমিস্র আঁধারে |
তোমাকেই স্মরি প্রভু,
তুমি-----
একমাত্র তুমিই পার
তুলে নিতে মোরে
আলোকের সরণীতে ,
তোমার ভাবনার মাঝে |
. সুতীব্র স্পন্দনে
কেঁপে উঠি আনন্দের স্রোতে
তোমার সে অপরূপ
সেই নিবিড় নালিমায়
ডুবে যাক মন |
. ************
.
সূচি . . .
মিলনসাগর
কবি বাণী নিয়োগীর পরিচিতির পাতায়...
*
.
বাণী নিয়োগী
(
কবি বানী নিয়োগী তাঁর
জ্যাঠতুতো
বোন
কবি দীপালী সেনগুপ্তকে
লেখা ১৬.৭.১৯৯৬
তারিখের চিঠিতে এই কবিতাটি লিখেছিলেন।
)
সেই কবে এক বৃষ্টি রাতে
. দিয়েছিলেম পাড়ি।
বয়স হল। এপার ওপার
. করছে কাড়াকাড়ি।
এখন বল কত হল ?
. আটষট্টিতে পা
এপার আমায় বলছে ডেকে
. ওপারে তুই যা।
এপারে বোন, সাধের ঘর---
. ভালবাসায় ভরা।
ওপারে ঐ বন্ধু যত
. হাতছানি দেয় তারা।
দুপারেতেই ভালবাসা।
. কি যে এখন করি ?
কি জানি ভাই, কখন, কোথায়
. ভীড়বে আমার তরী।
. ************
.
সূচি . . .
মিলনসাগর
কবি বাণী নিয়োগীর পরিচিতির পাতায়...