কবি বাণী নিয়োগীর কবিতা
www.milansagar.com
*.
সবুজ গাছের পাতা,
আকাশটা নীল;
কাছে-দূরে উড়ে চলে
কাক আর চিল।
ভেবে ভেবে বল দেখি
পেলে কিছু মিল?
দেওয়ালেতে ছবি ঝোলে,
বড় ঘড়ি থাকে,
তারি পিছে থেকে থেকে --
টিকটিকি ডাকে।
দরজার পিছে থেকে
খোকা ডাকে মাকে।
এদের মাঝেতে কহ,
কিছু মিল থাকে?
অনেক অনেক দূর
নীল সমুদ্দুর।
আমার ঘরের পাশে,
পুকুরেতে হাঁস ভাসে,
রাতে এসে চাঁদ মামা
করে ঝিলমিল
ঠিক করে বলো দেখি
পাও কিছু মিল ?

********
*.
গানে গানে করবো পূজা
সাধ জাগে মোর মনে, --
আমার সুর লাগে না গানে,
আমার সুর জাগেনা গানে।
তবে কেন এমনি করে
গান বাজে মোর প্রাণে ?
নিঠুর তোমার বাঁশির সুরে --
মাতিয়ে তুমি তোলো,
গানে গানে পূজতে যে চাই
কেমন করে ভোলো ?
গান দিয়েছ পরাণ জুড়ে
কন্ঠে তো নাই সুর --
কেমন করে গাইবো তবে
ওগো নিঠুর মধুর ?

********
*.
খুঁজে ফিরি ভালবাসা

এক দিন বসন্ত এসেছিল,
এসেছিল প্রাণে মনে দেহে,
এসেছিল আকুল উত্সবে
তারপর গ্রীষ্মের তপ্তদাহ বর্ষার নিবিড় আবেগ
শরতের নীল বুকে ভেসে যাওয়া শুভ্র মেঘ মায়া
হেমন্তের পাকা ধানে সোনা ঝরা বাতাসে
প্রাণময় মধুর সুবাস
সব, সব এসেছিল।
আর আজ ? স্থবির এ দেহে
জ্বরার করাল থাবা শীতের শুভ্র আবরণে।
কবে হবে সব সমাপন
শুধুই প্রতীক্ষা।
তবু মন আমার, ওরে পাগল মন
এখনও ফিরিস খুঁজে, ভালবাসা ধন।

********
*.
আমার ভুবন

আমার ভুবন ভরা
.        এই যে আলো----
তুমিই জ্বালে প্রভু
.        তুমিই জ্বালো |

প্রাণ ভরা গান আর
.        বুক ভরা সুর----
সব তব দান প্রভু,
.        তুমি কত দূর ?

.       ********
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

.        মনটা যেন বহতা নদীর মত হয় |
সমস্ত নোংরা স্রোতে ভেসে যায়, নদী-জল
সব সময়ই স্বচ্ছ থাকে, জীবন ছাত্রী সে |

.     স্রোতহীন, কর্দ্দমাক্ত নদী
শুধু দুর্গন্ধই ছড়ায় না, নানা জীবানু ও
ছড়ায়, মৃত্যুর মত ভয়ঙ্কর হয়ে ওঠে |

.       ********
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর