কবি বাণী নিয়োগীর কবিতা
www.milansagar.com
*.
তবে তাই হোক
বাণী নিয়োগী

দূরে যাক্ সব শোক |
.           দেখি সদা ওর
প্রেম ভরা দু’টি চোখ |
.         প্রভু এস এস
.         বুক জুরে এসে বস |
.         আমা পানে চেয়ে চেয়ে
.         শুধু ভাল বাস |
তোমা পানে চেয়ে চেয়ে
.       জড়াক আমার চোখ ||

.           ********
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*
শীতের সন্ধ্যে নয়
বাণী নিয়োগী

মনে হয় শীতের সন্ধ্যে নয়,
.        দ্রুত ঘনিয়ে আসা---     
দাঁতে দাঁত লাগানো সন্ধ্যে
.        তা নয় |    
আমার জীবন যেন
গ্রীষ্মের ঝাঁ ঝাঁ রৌদ্রে
তপ্ত ক্লান্ত সন্ধ্যা |
স্নিগ্ধ শান্ত রাত্রির প্রতীক্ষায়
.        বসে আছে |
কবে কখন কেমন হবে
.        সেই রাত্রির আগমন ?
কি জানি ------ তবু
বসে আছি সেই প্রতীক্ষায় |

ঘর, গৃহ, আলয়, নিবাস---
যে নামেই ডাকি--
সন্তান পরিবৃত হ’য়ে,
সতর্ক লালিত যত্নে
এই বনবাস  |
মনে মনে বড় ক্লান্ত আমি,
ক্লান্ত, ধ্বস্ত----
বসে আছি দীর্ঘ প্রতীক্ষায় |

.        **************
.                                                                                 
সূচি . . .   




মিলনসাগর
*
ওরা মায়াময়
বাণী নিয়োগী

ওরা মায়াময়! মায়ায় ঢাকি
আর কত কাল দেবে ফাঁকি?
গৃহগত মায়া, স্নেহ ভরা মায়া,
মায়া ভরা জজ্জর এই বৃদ্ধ কায়া
এত মায়া দিয়ে ভরে আছে হিয়া |
সবার আড়ালে বসে আছো প্রভু,
শুধু দিতে মোরে ফাঁকি |

শুধু ব্যথা দিয়ে
.           জানান দিতেছ
তুমিই ‘এসেছ’ আমাকে নিতে,
হয়েছে সময়,
.             চলে যেতে হবে,
দীর্ঘ কালের
.             দেহ খানি রেখে |
যেতে হবে বলে
.             এত ব্যথা দেবে
হাসি হাসি মুখ
.             যাবে না গো দেখে ?

.           **************
.                                                                                 
সূচি . . .   




মিলনসাগর
*
বাণী নিয়োগী

আজ সারাদিন মেঘলা আকাশ
.       মন খারাপ লাগা দিন |
ঠিক যেন আমার মনের মত,
.       সুর তাল ছন্দ হীন |
সেই যে সুন্দর রৌদ্র উজ্জ্বল
.       মাধুরী ছড়ান দিন
কোথায় যে সব হারিয়ে গেল
.       এখন জীবন ক্লান্ত দীন  |

.           **************
.                                                                                 
সূচি . . .   




মিলনসাগর
*
সেঁজুতি
বাণী নিয়োগী

ক্লান্ত দিনের ম্লান বুকে
.      জ্বলে সন্ধ্যা শিখা---

আঁধারের বুকে জাগে
.      দীপ্ত আলোর রেখা |

ঘুচিয়ে আঁধার কালো
  তেমনি করেই তুমি

ভালবাসার প্রদীপ খানি
.      জ্বালো রাই, জ্বালো,

সকল আঁধার ঘুচিয়ে দিক
.      ভালবাসার আলো  |

.         **************
.                                                                                 
সূচি . . .   




মিলনসাগর