কবি বাণী নিয়োগীর কবিতা
www.milansagar.com
*.
মনুদের গান্ধীধামে আজ ফিরে যাওয়া
বাণী নিয়োগী

আনন্দ মুখর ক’টা দিন
.      শেষ হ’ল আজ |
সুরু হ’ল গোছ গাছ
.      ফিরে যাওয়া সাজ |
আবার সেই প্রতিদিন
.      একই সুরে গাওয়া,
ইচ্ছা আর অনিচ্ছার
.      বাছা বাছি নাই
জীবনের প্রয়োজনে
.      আয়োজন তাই |
সব কিছু সব চাওয়া
.      সেই একই দিন,
সেই রাত, সেই দিন,
.      সেই প্রতিদিন  |

.        ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

আজ থেকে গোপালের মাধ্যমিক
পরীক্ষা শুরু হ’ল |
.                 বাংলা প্রথম পত্র |
প্রশ্ন ও ভাল হয়েছে, গোপালের  
পরীক্ষা ও ভাল হয়েছে |

বড় লোভে হাত বাড়ালাম |
নট্টরে !  তোর দেওয়া এই ডায়েরিখানা
হাত বাড়িয়ে নিলাম তুলে !
লেখা আমার আর আসেনা ,
মন ভরানো কাব্য-গাঁথা
আর ম্যালেনা ভাবের ডানা |
শুকনো মনে, ব্যথার ভারে
কোন রসের ঢেউ খ্যালে না |
তবু দেখ , নতুন পাতায়
নতুন আশার জাল বোনা----

এ আর আমার শেষ হ’বে না  |

.          ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

চারিদিকে ব্যস্ত জীবন
.          আমার ত’ অখন্ড অবসর,
কেউ কাজে পায় না সময়
.          আমার যে কাটেনা প্রহর  |

.              ************
.                                                                                  
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

এই স্নেহ নীড় খানি
দু’হাতে জড়ায়ে আমি,
গড়েছি  যে জীবনের ছন্দ,
তারে ছেড়ে যেতে হবে
নতুন জীবনের তরে
.        বেদনা বিধুর সেই দ্বন্দ্ব |

.              ************
.                                                                                  
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

প্রভু আমার!
.       দেহ আমার বলেছে ডেকে
.          “আর ত’ পারি না |
অনেক খাটা খাটিয়েছিস্
.          এবার ওপার যা” |
কেমন করে যাব আমি
.          পথ ত’ চিনি না
আদর করে আমার তরে
.          কেউ ত’ আসে না |
বসেই আছি পথটি চেয়ে
.           আসবে কবে বলে---
আমায় তুলে নিয়ে তুমি
.            নাও ভাসাবে জলে |

.              ************
.                                                                                  
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

শুধু তুমি বলেছ বলেই
.        মনের মধ্যে কলরব,
আমার লেখা তোমার খাতায়
.        এত রে ভাই মহোত্সব |
অনেক কথার গুঞ্জরণে
.        মন যখনি মুখর হবে,
কলম খানি হাতে নিলেই
.        মনের আবেগ মুক্তি পাবে |
তখন কি আর পড়বে মনে
.        আমার কথা তেমন করে ?
পড়ুক কিংবা নাই পড়ুক
.        ভালবাসায় থাকুক ভরে |

.              ************
.                                                                                  
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

অনেক দিন ত’ কাটল আমার
.          এমনি তরো একা - একা |
প্রাণ-বঁধুয়া ফাঁকি দিল
.           কিছুতে আর দেয় না দেখা |
আমার দিন, আমার রাত
.           সব কিছু যে শূন্য লাগে
তোমার দেখা আবার কবে ?
.           দেখার কথায় পুলক জাগে |
কিন্তু বৃথাই পুলক জাগা,
.           বৃথাই আমার বসে থাকা-----
‘তুমি ছিলে’  এই কথাটাই
.           সারা জীবন আগলে রাখা  |

.              ************
.                                                                                  
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

ভালবাসা যদি হয়
জীবনের এক নাম-----
কি হবে বা বেঁচে থেকে
অনুভবে তার ছোঁয়া
যদি না পেলাম |

.    ************
.                                                                                  
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

দিয়েছ  অনেক প্রভু!
ধন, মান, ভালবাসা
বেঁচে  থাকা মানবের
যা কিছু পাওয়ার -----
কম তুমি দাও নাই |
আরো কিছু চাই স্বামী,
তোমাকেই চাই |
আমার হৃদয় জুড়ে
অহরহ  :  সুর তুলে
যদি বাজে তব নাম,
আমার সকল কাজে,
প্রতিটি কথার মাঝে,
তুমি থাক :তুমি থাক
কেন, প্রভু, স্মরি তব নাম |
তোমাকেই যেন আমি
স্মরি অবিরাম  |
ওগো প্রভু, ওগো স্বামী,
হে মোর অন্তর্যামী
লহ গো প্রণাম  |

.    ************
.                                                                                  
সূচি . . .   




মিলনসাগর
*.
কাব্য বিচার
(ভক্তিদার কাব্যগ্রন্থ সম্বন্ধে)
বাণী নিয়োগী
          


বীণা হস্তে মা জননী
দেখি মোর ব্যথিত মুখখানি
বলিলেন “কি হয়েছেরে বল,
“জোড়” হাতে বলি “মাগো”
কবিকে মনে রেখে
কবিতার তৌল করি
“সহেনা, সহেনা এ ধকল |
তার চেয়ে নীরবতা
.     অনেক সহজ সরল |”
হাস্য দীপ্ত মুখ তুলি
মা বলেন ---- কেমনে ভুলি
.     এই সব কাব্য কলি
রঙে, গন্ধে, মাতায় জীবন |
এরা আছে, এরা থাকে
এরাই ত’ ভরে রাখে
আলো আর গান দিয়ে
আমার ভুবন |



অনেক কথার গুঞ্জরণে
মন যখনি মুখর হয়
খাতা কলম হাতে নিলেই
কাব্য রসের ঝরনা বয় |
তাতে কিছু মধুর ভাষা
তাতে কিছু ছন্দ রস
এসব হলেই বীণাপানি
আপশ হতেই হবেন বশ |
কবি যখন অতি কাছের
তাহার কাব্য তৌল করা
অসম্ভব, এ অসম্ভব
পরিচয়েই মনটা ভরা
ভাষা ছন্দ, ভাবের দ্বন্দ্ব
সহজ ত’ নয় বিচার করা |
তবু  বলব -- লাগল ভালো,
কয়েকটি  ত’ সত্যি সেরা
মনের মধ্যে তুলল সাড়া |

.    ************
.                                                                                  
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী
        
এখন যে কাব্য কথা
বড়ই কঠিন,
রক্তপায়ী কীটের মতন |
হৃদয়ের কোমল বৃত্তিগুলি
তীব্র দংশনে জজর্র |
হায়রে কবিতা !
দুর্বোধ্য শব্দের ভারে ক্লীষ্ট তুমি |
কখনও অর্থ কিছু পারি না বুঝিতে,
তুমি ও কি বোঝো কিছু ?
একদিন ধীর নম্র পায়ে
গাঢ় লাল অলক্তে রাঙিয়ে
আমার বুকের গভীরে
কত ভাবে শিহরিত
করেছে আমাকে |
আমার বুকের সেই থর থর
কাঁপনের গান
তা আজ অতীত -অতীত
কবিতা---- ! আজ তুমি আতঙ্ক দুর্বেধ্যতায়
কিন্তু,-- সে তো সব নয় সখি !
এখনও, কোন কোন কবিতার ভাষা
ছন্দে ও আবেগে
আমাকে দোলায় |
এখনও, কখনও, কখনও
তোমাকে যে ফিরে পাই
আমার বুকের মাঝে
তেমনি নিবিড় স্পর্শে,
পরিচিত অনুরাগে  |
এখনও কবিতা তুমি, আমার জীবন |

.         ************
.                                                                                  
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী
      
দীপ জ্বালিয়ে ঝোপে ঝাড়ে
তুমি কিন্তু খুঁজছ কি ?
জোনাক জোনাক জোনাকি !
যখন গভীর নিশুত রাতে,
ঘুম নামে না চোখের পাতে,
জানলা দিয়ে আমার ঘরে
উঁকি দিয়ে দেখছ কি ?
জোনাক জোনাক জোনাকি !
এই ত’ দেখি চালের বাতায়
এই যে দেখি ঘরের মেজেয়---
কখনও বা দুটি মিলে
লুকোচুরি খেলছ কি ?
জোনাক জোনাক জোনাকি !
আমার মনে ভাবনা গড়ায়
বাবলু বুঝি দেখতে আমায়
দীপটি হাতে বাগান-ঘরে
ঘুরে ঘুরে উড়ছে কি ?
জোনাক জোনাক জোনাকি !

.         ************
.                                                                                  
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী
    
কত কথা ছিল যে বলার,
সব কথা হয়নি ত’ বলা,----
‘এস’ বলে ডাক দিল যেই
সুরু হয়ে গেল পথ চলা  |
আমরা ত’ খেলার পুতুল,
সূতো সেই বিধাতার হাতে |
সূতোটির টান যেই মত----
আমরাও নাচি সেই সাথে |
কেন তবে মন দেওয়া নেওয়া ?
কেন তবে হাসি--আঁখি জল  ?
‘চল’ বললেই চলে যাওয়া---
হাসি-অশ্রু সবই ত’ বিফল  !

.         ************
.                                                                                  
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী
  
এমনি করেই অলস বেলা
আমার মনে অনেক খেলা
খেলাও তুমি ওগো স্বামী  !
খেলার পুতুল তোমার হাতে,
তুমি নাচাও, নাচি তাতে |
বেসুর গানের গুঞ্জরণে
মাতাও তুমি
.         মাতি আমি |
ওগো নিঠুর !    ওগো স্বামী  !
বল-আর কত কাল খেলব আমি
তুমি যদি সখা হ’য়ে
খেল সাথে হৃদয় স্বামী
তবে খেলাও , খেলাও , খেলাও আমায়
খেলাও, দিবসযামী-----
তোমার সাথেই খেলব আমি |

.         ************
.                                                                                  
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

কত কিছু বলার ত’ থাকে |
সব কথা বলা হয় কবে ?
ঝরে পাতা পাতার মতন
কথা গুলি ঝরে পড়ে যাবে |
কত কথা প্রিয় হ’য়ে ফোটে,
হয় মন আনন্দেতে ভরা,
সেই প্রিয় কথা গুলি  দিয়ে
জীবনটা হোক তবে গড়া,
শুধু ভালবাসা আর শুধু শুভ ভাবনা
সকলের তরে হোক হৃদি সুধা ভরা
এ হলেই পূর্ণ হবে সকল সাধনা,
ভালো হোক, শুভ হোক, স্বর্গ হোক ধরা |

.         ************
.                                                                                  
সূচি . . .   




মিলনসাগর