. এখন অনেক রাত . নিশুতি নীরব | নিদ্রাহীন কপোতের মত আমার মন . অবিশ্রান্ত গুঞ্জরণ তুলে . জেগে আছে একা | এখনই ত’ আসার সময় সেই চলে যাওয়া নিশীথের মত আজ ও কি পার না তুমি স্নেহ ভরা হাতখানি দিয়ে . ঘুম এনে দিতে . আমার এই নিদ্রাহীন চোখের পাতায় ?
আমার নিজেরই মন প্রভু, আমার মনই আমায় জড়িয়ে রাখে হাজার কথার ফাঁকে | এত কথার ঢেউ গুলি সব জড়ায় পাকে পাকে | আমি দুষব বল কাকে ? এত কথা, এত ভাবা-- এদের মাঝে স্বামী তোমায় কখন হারিয়ে ফেলি . বুঝি না যে আমি | তোমাকে যে ডাকতে চাই . ভাবনা তোমায় ঘিরে কখন যে সব হারিয়ে ফেলি . হাজার কথার ভিড়ে | এই ত’ হল জীবন ভরে . অনেক কথার ভার | এবার কথা একলা শুধু . তোমার আমার | তোমায় ঘিরেই, এই ত’ আমি . ভাবতে আমায় দাও তুমি আমায় এখন প্রভু . তোমার করে নাও | প্রভু আমার, প্রিয় আমার . আমার সকল মন আমার জীবন আমার মরণ . আমার ধ্যানের ধন |
“তুমি আছ” --- এই কথাটি . রয় যেন মোর মনে | “তুমি আমার সব সেরা ধন” . জাগুক ক্ষণে ক্ষণে | ভুলেও যেন অন্যদিকে . ধায় না আমার মন, তোমায় নিয়েই ভরে থাকুক . এই টুকু দাও দান |
রাত্রি যখন অনেক গভীর . ঘুম আসেনা চোখে, তখন তাঁকে মনে পড়ে . মনে পড়েই তাঁকে | আঁধার আকাশ , নাইকো দিশা . পথিক নাই কো পথে এমন রাতে তিনিই আসেন . থাকেন আমার সাথে | এস এস পাশে আমার, . বস আমার ধারে ক্ষণিক তোমার হাতটি দিয়ে . আমার হাতটি ধরে, কতকাল আর এমনি করে . কাটবে দিন রাতি কবে আবার আসবে কাছে . আমার পরাণ-সাথী ?
তোমার চরণ পাবার ছলে বৃথাই আমার প্রদীপ জ্বলে, . পায় না ও চরণ | আমি তোমায় পাব কবে, কবে পূজা সাঙ্গ হ’বে . ওই দু’খানি রাঙ্গা পায়ে . লই গো শরণ | আমি আমায় করি নিবেদন, প্রভু আমার , প্রিয় আমার --- . তুমি আমার জীবন মরণ |
আমার এ গান সুর যে যায় ভুলে | মনতো চাহে তোমার চরণ মূলে, ঢেলে দিতে সুরের ঝরণাধারা | কেমনে দিই ? গান য়ে আমার . সকল সুর হারা | আমার সকল কাজের মাঝে নানা সুরে তোমার নামটি বাজে | হৃদয় যে ধায় তোমার পানে চেয়ে, . আমি তোমাতে হই হারা | . এবার আমায় লহ গো নাথ . তোমার চরণ মূলে | বেদনা ভরা এই যে আমার আমি হে হৃদিনাথ! আমায় লহ তুলে , লহ আমায় তোমার স্নেহের কূলে |