কবি বাণী নিয়োগীর কবিতা
www.milansagar.com
*.
বাণী নিয়োগী

তব চরণ ধ্বনি               বাজে রিনিক ঝিনি,
.          আমি কেন শুনিনা ?
তব বাঁশরির সুর            রাধার হৃদয় চূর
.          আমি  তারে জানিনা |
ওগো নাথ, ওগো স্বামী      তব চরণ ধ্বনি
.          কেন  শ্রবণে আসেনা -----
ধীরে  ধীরে ধীরে            হৃদয় গভীরে
.          তুমি  মাতন জাগাও ,
আমি ত’বুঝিনা কিছু       আমি ত’ শুনিনা কিছু
.          তুমি  গো বুঝাও |
সেখানে নিভৃত কোণে      বসিয়া আপন মনে
.          হেরি  তব রূপ  |
হে সর্ব তাপ হর             হে মম অন্তর তর
.          হে অরূপ, ওগো অপরূপ!

.                 ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

মনে হ’য়েছিল আর কোন দিন,
আর কারো সাথে --হবে না তো দেখা
এমনি একলা সংসার খাঁচায়
.       বন্দী হয়ে রবে মন |

.                 ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

বন্ধু আমার! বন্ধুর পথে
সাথি  হয়ে এস | ধর মোর হাত |
এ জীবন পথে সাথি হয়ে থেকো,
.             ভালোবেসে চল সাথে |
বড়ই কঠিন এ জীবন স্বামী
‘হারাই’ ‘হারাই’ ভয়ে থাকি আমি |
তুমি পাশে আছ, এই ভরসায়
.        চলি আমি পথে পথে
.   তুমি প্রিয়তম হাতখানি ধরে    
.       চল মোর সাথে সাথে |
.     সাথি হয়ে এস সখা
.                 ধর মোর হাত |

.                 ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

খেলার ছলে জগৎ গড়ে
.      এখন বুঝি মনস্তাপ ?
রূপে রসে গড়েছিলে
.      ভরে গেল মহাপাপ |
চারিদিকে খুনোখুনি,
.      চারিদিকে হাহাকার----
কেমন তুমি চেয়েছিলে ?
.      কি যে হ’ল চমত্কার !
তোমার গড়া এই ধরণী
.      নিজেই তুমি ধ্বংস কর |
ভালবাসায় ভরে দিয়ে
.     আবার তারে নতুন কর |

.          ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

বর্ণে বর্ণে মিল হয় একটি চিঠির ভাষা,
নানা রঙে ছড়িয়ে থাকা অসীম ভালবাসা |
সেই চিঠি যে হারিয়ে গেলো, কোথায় গেল চলে,
ফোনে ফোনেই “কেমন আছ ?”  “ভালো থেকো” বলে |

কোথায় গেল পাতায় পাতায় কত কত কথা ?
কোথায় গেল ভাষায় ফোটা নক্শী করা কাঁথা ?
আসতো চিঠি, কত খবর থাকতো তাতে ভরে,
অপেক্ষার সময় গুলো কাটত কেমন করে |
লিখছে চিঠি, সময় তখন নীরব গভীর নিশা,
লিখতে চিঠি গভীর মগন ভালবাসার ভাষা |
মায়ের বুকের স্নেহভরা আশার উদ্দীপনা,
ছেলের বুকে মায়ের তরে কতই ভাবনা  |
প্রিয়ার হাসি --অশ্রু সজল মুখেরি আলপনা,
কোথায় যে সব হারিয়ে গেল --মনের কাঙালপনা !
চিঠি লেখার সময় তো নেই, ব্যস্ত সবাই কাজে,
তারই মধ্যে হঠাৎ হঠাৎ ফোনটি বুঝি বাজে,
সবার খবর, সকল কথা, --- ফোনটি শুধু তুলে
‘কেমন আছ’ ? ভালো থেকো,   আর সব যাও ভুলে |

.                    ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

মনে হয় শেষ প্রান্তে আজ দাঁড়িয়েছি আমি,
সঙ্গী হীন, অন্তহীন পথে শুধু তুমি অন্তর্যামী |
মনে হয় আর কারো সাথে হবে না কো দেখা
একা -- বড় একা আমি, তুমি বুঝি আছ সখা ?
সেই ত’ ভরসা ! শুধু দীর্ঘ পথ, সঙ্গী তুমি এসে
চল সাথে | দীর্ঘ পথ পাড়ি দেব বড় ভালবেসে |

.                    ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

ছোট ছোট প্রদীপ তোরা,
.      তোদের জ্যোতি নিয়ে
পাতার পর পাতা আঁকিস
.      মনের তুলি দিয়ে |
দীপ যে আমার নিভু নিভু
.      তবু তোদের ঘিরে
চেষ্টা আমার জ্বালতে শিখা
.      জ্বলুক ফিরে ফিরে |
আলোয় আলোয় ভরে উঠুক
.     তোদের সাধন ধন
সেই আলোই উছলে উঠে
.      রাঙাবে ভুবন  |

.         ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

অনেক আলো আঁধার পার হয়ে
.     আজ দাঁড়িয়েছি পথের প্রান্তে |
এখন নির্জন চাই -----
.      বিজন বনের ধারে
.      গহন নিভৃতে
.      চাই সেই অরূপের ধ্যানে
.                মগ্ন হতে |
হায়রে সংসার ঝুঁটি ধরে নাড়ে |
.  কাজ নেই , ছুটি ও তো নেই |
.   তার ধ্যান-----
.  অলীক সে, অধরা এক স্বপ্ন |
.        এখন নির্জন চাই,
.        চাই বিজন বনের ধার |
.        অপরূপ সেই অরূপের ডাকে
.        অন্তর ব্যাকুল হ’ল
.        হ’তে চাই তাঁরি ধ্যানে মগ্ন |

.            ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

আমার এ গান নুপূরের মত
.       চরণে তোমার জড়াতে চায়
তোমার নাচেতে নাচিছে সে, ওগো,
.        রুণুঝুণু সুরে আমারে মাতায়  |

.              ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

কন্ঠে আমার সুর ঢেলে দাও ;
.     আমি গাহিব তোমারি গান |
এ জীবন প্রভু তুমিই দিয়েছ
.     সেই  মোর অভিমান  |
আমি  গাহিব তোমারি গান |
তোমার নামের মধুর ধ্বনিতে
.     উছসিয়া ওঠে প্রাণ  |
তব নাম যবে পশে গো শ্রবণে
.     ধন্য তোমার দান |
তব নাম হোক আমার জীবন
.     আমার মরণ তব নাম |
তোমার নামের সুর তরঙ্গে
.     ভেসে যাক মোর প্রাণ
আমি গাহিব তোমারি গান |

.          ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর