বন্ধু আমার! বন্ধুর পথে সাথি হয়ে এস | ধর মোর হাত | এ জীবন পথে সাথি হয়ে থেকো, . ভালোবেসে চল সাথে | বড়ই কঠিন এ জীবন স্বামী ‘হারাই’ ‘হারাই’ ভয়ে থাকি আমি | তুমি পাশে আছ, এই ভরসায় . চলি আমি পথে পথে . তুমি প্রিয়তম হাতখানি ধরে . চল মোর সাথে সাথে | . সাথি হয়ে এস সখা . ধর মোর হাত |
বর্ণে বর্ণে মিল হয় একটি চিঠির ভাষা, নানা রঙে ছড়িয়ে থাকা অসীম ভালবাসা | সেই চিঠি যে হারিয়ে গেলো, কোথায় গেল চলে, ফোনে ফোনেই “কেমন আছ ?” “ভালো থেকো” বলে |
কোথায় গেল পাতায় পাতায় কত কত কথা ? কোথায় গেল ভাষায় ফোটা নক্শী করা কাঁথা ? আসতো চিঠি, কত খবর থাকতো তাতে ভরে, অপেক্ষার সময় গুলো কাটত কেমন করে | লিখছে চিঠি, সময় তখন নীরব গভীর নিশা, লিখতে চিঠি গভীর মগন ভালবাসার ভাষা | মায়ের বুকের স্নেহভরা আশার উদ্দীপনা, ছেলের বুকে মায়ের তরে কতই ভাবনা | প্রিয়ার হাসি --অশ্রু সজল মুখেরি আলপনা, কোথায় যে সব হারিয়ে গেল --মনের কাঙালপনা ! চিঠি লেখার সময় তো নেই, ব্যস্ত সবাই কাজে, তারই মধ্যে হঠাৎ হঠাৎ ফোনটি বুঝি বাজে, সবার খবর, সকল কথা, --- ফোনটি শুধু তুলে ‘কেমন আছ’ ? ভালো থেকো, আর সব যাও ভুলে |
মনে হয় শেষ প্রান্তে আজ দাঁড়িয়েছি আমি, সঙ্গী হীন, অন্তহীন পথে শুধু তুমি অন্তর্যামী | মনে হয় আর কারো সাথে হবে না কো দেখা একা -- বড় একা আমি, তুমি বুঝি আছ সখা ? সেই ত’ ভরসা ! শুধু দীর্ঘ পথ, সঙ্গী তুমি এসে চল সাথে | দীর্ঘ পথ পাড়ি দেব বড় ভালবেসে |
কন্ঠে আমার সুর ঢেলে দাও ; . আমি গাহিব তোমারি গান | এ জীবন প্রভু তুমিই দিয়েছ . সেই মোর অভিমান | আমি গাহিব তোমারি গান | তোমার নামের মধুর ধ্বনিতে . উছসিয়া ওঠে প্রাণ | তব নাম যবে পশে গো শ্রবণে . ধন্য তোমার দান | তব নাম হোক আমার জীবন . আমার মরণ তব নাম | তোমার নামের সুর তরঙ্গে . ভেসে যাক মোর প্রাণ আমি গাহিব তোমারি গান |