কে জানে, কে জানে . কোন নামেতে ডাকলে পরে . ছোঁবে তোমার কান, কোন সুরেতে গাইলে তবে . দুলবে আমার প্রাণ ? . কে জানে কে জানে ? কে আমারে দেখাবে পথ, দেখাবে--- সুরু কোথায়, শেষ যে কোথায় হবে মিলব তোমার সনে | প্রভু কবে ? কেমন ক’রে পাব সে পথ . কে জানে কে জানে ? মন যে চায় তোমারই পথে চলতে, আঁখি ও চায় ও রূপখানি দেখতে | কবে হবে মিলন তোমার সনে ? কে জানে কে জানে ?
এই যে ভোরের আবছা আলোয় . জাগছে নতুন দিনের সাড়া, এমনি করেই প্রতি দিনই . নতুন করে দিচ্ছে নারা | প্রতিদিনই জন্মদিন . প্রতি পলেই নতুন আলো ঘুচিয়ে দেয় আঁধার মনের . লুকিয়ে থাকা নিকষ কালো |
কিছুই যে ভালো লাগে না গো আর কবে যাব ? কোন পথ আছে কি আমার ? . অর্থহীন , সব অর্থহীন--- . বেঁচে থাকা, ভালো থাকা . কোথায় বিলীন ! বেঁচে আছি, চলছি ও নিত্য নানা কাজে ব্যস্ততার শেষ নেই কাজে ও অকাজে | মূল্যহীন, মূল্যহীন, অর্থহীন সব তাই নিয়ে জীবনের যত কলরব | এরই নাম বেঁচে থাকা--- মূল্যহীন, দায়হীন --- . শুধু বেঁচে থাকা |
আকাশের রং এই সন্ধ্যায় . কিছুই যায় না দেখা | মনে হয় যেন আমার বুকের . কালো রং সেথা আঁকা | কিছুই আমার লাগে না যে ভালো . মুছে গেছে সব যেন, বয়সের ভার এত বেশী ভারি . এই বোঝা বহা কেন ? কে মিটাবে এই হিসাব নিকাশ, . কত আর বোঝা বইব ? সব কিছু ফেলে কবে বলো সখা, . তোমার চরণে মিলব ? যা বলতে চাই ---- হয় না ----- হ’লো না |
কাল থেকে মনে এক নতুন চেতনা ক্ষণে ক্ষণে দিচ্ছে হানা | Oh, my mother Earth ! I am so grateful to you— You have shared some space for me, You have given me every thing . What a being needs , You have given me A home and food And also a sweet family. When I feel, what my enjoyment I feel very sorry for my Dear --- oh, swami— You have gone so early You could not share All the happy feelings With me. The sweet, nice family The love of your relatives, Your daughter and rtheir Sweet children , and husbands, Yoy can not share with me, I am so sorry for you.
ঐ শোন সুর বাজে মনে কি বা বন মাঝে, হিয়া মোর পাগলের প্রায় . আকুলিত কোন কামনায় ! বুঝি ঐ সুর শুনি . পাগলিনী রাধারাণী . ঘর ভুলি বন পথে . ছুটে চলে হায়---- বাঁশরীর সুর কেন হেন তান গায়--- মনের সকল বাঁধা ভেঙ্গে যেতে চায় |
বসে আছি, বসে থাকি, . মনে মনে ছবি আঁকি . ফেলে আসা সেই সব . মধুক্ষরা দিন রাতি | শুধু মনে ধরে রাখা শুধু ব্যথা বুকে আঁকা, সেই সব বেদনাকে . বারে বারে ধরে রাখি |
কিছু মৃদু কথা, কিছু আশা ভাসা-ভাসা, তারে ঘিরে গড়ে ওঠে . মিষ্টি ভালবাসা | সংঘাতের তীব্র ঝড়ে, . কখনও বা ক্ষণস্থায়ী হয়, কখনও বা সব ভেঙে দিয়ে জেগে ওঠে সুদৃঢ় প্রত্যয় | তখনই ত’ সত্য হয়ে ওঠে . অন্তরের গভীর প্রত্যাশা, সুখে-দুঃখে, হাতে হাত রেখে . বয়ে চলে সেই ভালবাসা |
যেতে হ’বে তোমার কথায়, . তোমার ইচ্ছেয় যে দিন, যে মুহূর্তে চাইবে--- চাই-বা-না-চাই, যেতে হবে | এত কাঁটা তবে কেন রেখেছ পথ জুরে ? কারো দেহে, কারো হৃদয় জুরে রয়েছে তোমার কাঁটার ক্ষত | . সহ্য হয় না স্বামী . শুধু হাত ধরো এসে, . বলো ----- “চলো যাই |”