কবি বাণী নিয়োগীর কবিতা
www.milansagar.com
*.
বাণী নিয়োগী

ছিপ ছিপে তনুলতা,
.             শ্যামলা বরণ,
পান পাতার মত
.             মুখের গড়ণ |
কালো হিরে কেউ বলে
.              উজ্জ্বল - কালো-
যত দেখি মন ভরে
.              তত লাগে ভালো |
বয়সের ভারে আজ
.               দেহলতা খানি
আর যেন লতা নেই,
.               ভরা দিঘি খানি |
টল টলে জলে ওঠে
.               ছোট ছোট ঢেউ
তেমনি সে দেহ খানি
.                দেখেছ’ কি কেউ |

.          ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

আলোয় ভরা বাড়ি জুড়ে
.      হাসি কথার ঢেউ,
কারো কেন মুখটি কালো
.       ভেবেছ কি কেউ ?
সবার মুখেতে হাসি
.       কল কল কথা---
হেথা  একা বসে আছে
.       চোখে -- ছল ছল ব্যথা |
সব ছেড়ে যেতে হবে
.       নূতনের ঘরে---
পুরাতন  পিছুটানে,
.       কোথা বল যাইরে ?

.          ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

আষাঢ়ের ধারা ঝরে
দিবা - বিভাবরী--
ধরণীর বুক জুরে
ছল ছল ঢেউ,
কোথাও বা তরতর
ছুটে যায় যেন |
তারি মাঝে ধায় দেখি
কত নর-নারী---
শত বাধা দূর করি
ছুটে চলে তারা,
ঘরে বসে রয়েছে যে
উত্কন্ঠায় ভরা |
মন নিয়ে আঁখি দুটি তার-ই
পথ চেয়ে বসে আছে |
তাই এত তাড়া |

.     ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

বসন্ত নিয়েছে বিদায়
আজ মোর সর্ব দেহ জুড়ে
শীতের হিমের পরশ |
অস্থিতে মজ্জায় ঘিরে
চলে শীতের দংশন |
চলিতে শক্ তি নাই---
কেন যে জীবন--
হয় না কো শেষ ?
ভাল যে লাগে না আর
কর্মহীন নিষ্ফল এই
.       জীবনের ভার |

.     ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

কি হেরিনু কদম্ব মূলে
শ্যামরায় হেলে দুলে
বাঁশিতে ধরেছে তান,
আকুলিতে রাধা-প্রাণ |
বাঁশি বাজে আধা আধা,
সুর তুলি “রাধা” “রাধা”
বল সখি, বল তারে---
কেমনে রহিব ঘরে ?

.     ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

ছোট্ট ছোট্ট কথার ঢেউ
সুর তুলে দেয় মনে |
কথার পিঠে কথা গেঁথে
মন ভরে দেয় গানে |
গানে গানে ভরা বাতাস
দোলা দিয়ে যায় প্রাণে |

.       ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

টিন-টিন! টিন-টিন!
কত হ’ল ? দুই ? তিন ?
নাকি হ’ল আরে বড় ?
মনে কি হয়েছে কারো---
টিন টিন হ’ল বড় ?
শান্ত ? ধীর ? জড় সড় ?
কভু নহে, কভু নহে
টিন টিন ধীর রহে,
দুষ্টুমি ভুলে গিয়ে
শান্ত, বাধ্য হয়ে
মিন মিনে বোকা বোকা
হবে নাকো কোনো দিন
আমাদের টিনটিন |

.       ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

গাছগুলোকে ঝুঁটি ধরে
.       দিচ্ছে কে যে নাড়া ?
রুদ্র দেবের বিষান বুঝি তোলে
.       মেঘের বুকে সাড়া |
এমন দিনে একলা ঘরে
.       মন যে কেমন করে |
ভাবতে ভাবতে দু’জন তারা
.       এলেন ঘরে ফিরে |

.        ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
হে ঈশ্বর
বাণী নিয়োগী

কি লাভ এই বিস্বাদ জীবনের
.                ভার  বয়ে  ?
প্রতিদিনের অবক্ষয়
.      আরো যেন বিস্তীর্ণ হয়ে     
আমাকে ভারাক্রান্ত করে
.                তুলেছে  |
বড়  ক্লান্ত  আমি,  প্রভু,
.         বড়ই ক্লান্ত |
এক ফোঁটা বিষ দাও এবার,
.  জীবন নয়, মৃত্যুর অমৃত |
তাই দিয়ে শোধ হয়ে
.                 যাক
.          বিস্বাদ,  বিমর্ষ  এই
.                 জীবনের ঋণ |

.         ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
কিছু কিছু মনে পড়ে
বাণী নিয়োগী

কত কথা মনে পড়ে
.      সেই সব ফেলে আসা দিন
.            ভালবাসা ভরা সেই,
.            প্রতিদিন স্বপ্ন রঙিন |
.      আজ এই ম্লান ক্লান্ত ভোর
.      মেঘে ঢাকা বিশাল আকাশ
.            ঢেকে দেয় সব আশা,
.            জীবনের সব কিছু মোর |
.      বড় ক্লান্ত আমি আজ
.      এই ভোর বড়ই কঠিন
.      মন যে কেমন করে,
.      ভাললাগা কোথায় বিলীন |

.            ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
কিছু কিছু মনে পড়ে
বাণী নিয়োগী

গান, চারিদিকে গান |
সকালের পাখির কূজন
.       জাগায় কলতান |
সবার গলায় কত সুর,
.         কত না ঝঙ্কার
তারা আমায় উদাস করে
.               মনটি হল ভার !
মন ভরা সব গান দিলে
.     গলায় নেই তো সুর |
শুধু কাঁদায় আমার প্রাণ |

.        ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
কিছু কিছু মনে পড়ে
বাণী নিয়োগী

তোমার সুরের একতারাটি
.          বাজাও বারে বারে,
আমার মন যে কেমন করে |
সুর হারা এই গানের ভেলা
.       ভাসিয়ে দিলেম জলে,
তুমিই তারে বাজাও স্বামী
.       তোমার সুরে, তালে |
গানের ভেলা ভাসিয়ে দিলেম,
.           প্রভু তোমার নামে,
বাজাও তুমি তোমারই সুরে
.         প্রেমে, অনেক প্রেমে |
স্বপনে মোর যে গান বাজে
.         দিলেম তোমার গলে,
.         তুমিই তারে বাজাও স্বামী
.                  তোমার সুরে তালে |

.        ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
সকাল
বাণী নিয়োগী

ভাল লাগে এই উচ্ছ্বাস,
এই শান্ত নম্রতা,
সব কিছু ভাল লাগে |
আনন্দ মুখর সকালের রোদ,
নৃত্যের ছন্দে মুখর দুপুর,
সন্ধ্যার স্নিগ্ধ দীপালোক,
সব ভালোলাগে |
আমার এই একা মন,
কর্মহীন এই দিন রাত,
অলস, আত্মসুখী মন নিয়ে
.      সব ভালো লাগে |

.        ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

তব পদমূলে কেন
.     ফুটি নাকো ফুল হয়ে |
কেন তব নাম প্রভু
.      জাগো নাকো রয়ে রয়ে |

.        ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর
*.
বাণী নিয়োগী

বয়স কেবল বেড়েই চলে
.     মন তো বাড়ে না---
মনের মধ্যে বাদ্যি বাজে
.     ধাই ধাপার ধা  |
বুকের বাদ্যি বুকেই থাকে
.     শরীর চলে না  |
.     ব্যথায় ব্যথায়
.           ভরা দেহ
.   তাইরে নারে না |
সব ব্যথা ভুলেই থাকি
দেহের কথা থাক
মনের মাঝে সুখের হাসি
তেড়ে কেটে তাক্  |

.        ************
.                                                                                    
সূচি . . .   




মিলনসাগর