বসন্ত নিয়েছে বিদায় আজ মোর সর্ব দেহ জুড়ে শীতের হিমের পরশ | অস্থিতে মজ্জায় ঘিরে চলে শীতের দংশন | চলিতে শক্ তি নাই--- কেন যে জীবন-- হয় না কো শেষ ? ভাল যে লাগে না আর কর্মহীন নিষ্ফল এই . জীবনের ভার |
গাছগুলোকে ঝুঁটি ধরে . দিচ্ছে কে যে নাড়া ? রুদ্র দেবের বিষান বুঝি তোলে . মেঘের বুকে সাড়া | এমন দিনে একলা ঘরে . মন যে কেমন করে | ভাবতে ভাবতে দু’জন তারা . এলেন ঘরে ফিরে |
কি লাভ এই বিস্বাদ জীবনের . ভার বয়ে ? প্রতিদিনের অবক্ষয় . আরো যেন বিস্তীর্ণ হয়ে আমাকে ভারাক্রান্ত করে . তুলেছে | বড় ক্লান্ত আমি, প্রভু, . বড়ই ক্লান্ত | এক ফোঁটা বিষ দাও এবার, . জীবন নয়, মৃত্যুর অমৃত | তাই দিয়ে শোধ হয়ে . যাক . বিস্বাদ, বিমর্ষ এই . জীবনের ঋণ |
কত কথা মনে পড়ে . সেই সব ফেলে আসা দিন . ভালবাসা ভরা সেই, . প্রতিদিন স্বপ্ন রঙিন | . আজ এই ম্লান ক্লান্ত ভোর . মেঘে ঢাকা বিশাল আকাশ . ঢেকে দেয় সব আশা, . জীবনের সব কিছু মোর | . বড় ক্লান্ত আমি আজ . এই ভোর বড়ই কঠিন . মন যে কেমন করে, . ভাললাগা কোথায় বিলীন |
গান, চারিদিকে গান | সকালের পাখির কূজন . জাগায় কলতান | সবার গলায় কত সুর, . কত না ঝঙ্কার তারা আমায় উদাস করে . মনটি হল ভার ! মন ভরা সব গান দিলে . গলায় নেই তো সুর | শুধু কাঁদায় আমার প্রাণ |
ভাল লাগে এই উচ্ছ্বাস, এই শান্ত নম্রতা, সব কিছু ভাল লাগে | আনন্দ মুখর সকালের রোদ, নৃত্যের ছন্দে মুখর দুপুর, সন্ধ্যার স্নিগ্ধ দীপালোক, সব ভালোলাগে | আমার এই একা মন, কর্মহীন এই দিন রাত, অলস, আত্মসুখী মন নিয়ে . সব ভালো লাগে |