কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা |
যমুনার জলে মোর কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | ॥ মাল্লার, আড়াঠেকা॥ যমুনার জলে মোর, কী নিধি মিলিলো ঝাঁপ দিয়ে পশি জলে, যতনে তুলিয়া গলে, পরেছিনু কুতূহলে, যে রতনে, নিদ্রার আবেশে মোর, গৃহেতে পশিল চোর, কাটিল কন্ঠের ডোর, মণি হরে নিল || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
সিন্ধু-কূলে রই কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | ॥ কীর্তন, তুক্ক॥ সিন্ধু-কূলে রই, নূতন তরি বই, পারে তোরা কে যাইবি গো | নূতন ডিঙায়, নূতন মাঝি, পারে তোরা কে যাইবি গো || দান দিবে যেই, পার হবে সেই, দান দিয়ে কে যাইবি গো | ওই দেখো বয়, মধুর মলয়, এই বেলা কে যাইবি গো | তুলি দিব পাল, না ছাড়িব হাল, সুখের পারে কে যাইবি গো || যদি পথিক পাই, কুল ত্যজি যাই, অকূল মাঝে কে যাইবি গো || পাইলে তুফান, আগে দিব প্রাণ, আমার সাথে কে যাইবি গো || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
মেঘ দরশনে হায় কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | ॥ কালেংড়া, কাওয়ালি॥ মেঘ দরশনে হায়, চাতকিনি ধায় রে | সঙ্গে যাবি কে কে তোরা আয় আয় আয় রে || মেঘেতে বিজলি-হাসি, আমি বড়ো ভালোবাসি, যে যাবি সে যাবি তোরা, গিরিজায়া যায় রে || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
মথুরাবাসিনী মধুরহাসিনী কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | ॥ তুক্ক, একতালা॥ মথুরাবাসিনী মধুরহাসিনী, শ্যাম-বিলাসিনী রে | কহো লো নাগরি, গেহ পরিহরি, কাহে বিবাসিনী রে || বৃন্দাবন-ধন, গোপিনীমোহন, কাহে তু তেয়াগি রে | দেশ দেশ পর, সো শ্যাম সুন্দর ফিরে তুয়া লাগি রে || বিকচ নলিনে, যমুনা-পুলিনে, বহুত পিয়াসা রে | চন্দ্রমা-শালিনী, যা মধুযামিনী, না মিটিল আশা রে || সা নিশা সমরী, কহো লো সুন্দরি, কাঁহা মিলে দেখা রে | শুনিয়া যাও রে চলি, বাজায়ে মুরলী, ববে বনে এবারে || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
সাধের তরণি আমার কে দিলো তরঙ্গে কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | ॥ পিলু, কাশ্মীরীখেমটা॥ সাধের তরণি আমার কে দিলো তরঙ্গে | কে আছে কান্ডারি হেন, কে যাইবে সঙ্গে || ভাসল তরি সকাল বেলা, ভাবিলাম এ জল-খেলা, মধুর বহিবে বায় ভেসে যাবে রঙ্গে | গগনে গরজে ঘন, বহে খর সমীরণ, কুল ত্যজি এলাম কেন মরিতে আতঙ্গে || মনে করি কূলে ফিরি, বাহি তরি ধীরি ধীরি, কুলেতে কন্টক-তবু বেষ্টিত ভুজঙ্গে | যাহারে কান্ডারি করি, সাজাইয়া দিনু তরি, সে কভু দিল না পদ তরণির অঙ্গে || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
এ জনমের সঙ্গে কি সই কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | ॥ ঝিঁঝিট, আদ্ধা॥ এ জনমের সঙ্গে কি সই, জনমের সাধ ফুরাইবে কিংবা জন্ম-জন্মান্তরে এ সাধ পুরাইবে || বিধি তোরে সাধি শুনো, জন্ম যদি দিবে পুন, আমারে আবার যেন, রমণী-জনম দিবে | লাজ-ভয় তেয়াগিব, এ সাধ মোর পুরাইব, সাগর ছেঁচে রতন নিব, কন্ঠে রাখব নিশিদিবে || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
কাহে সোই জীয়ত কথা : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | ॥ তুক্ক, একতালা॥ কাহে সোই জীয়ত মরত কি বিধান | ব্রজ কি কিশোর সই, কাঁহা গেলো ভাগই, ব্রজজন টুটায়ল পরান | ( ব্রজবধূ টুটায়ল পরান | ) মিলি গেই নাগরী, ভুলি গেই মাধব, রূপবিহীন গোপকুঙারী | কো জানে পিয় সই, রসময় প্রেমিক, হেন বঁধূ রূপকি ভিখারি || আগে নাহি বুঝনু, রূপ দেখি ভুলিনু, হৃদি বৈনু চরণযুগল | যমুনা-সলিলে সই, অব তনু ডারব, আন সখি ভখিব গরাল || কীবা কানন-বল্লরি, গল বেঢ়ি বাঁধই, নবীন তমালে দিব ফাঁস | নহে, শ্যাম শ্যাম শ্যাম শ্যাম, শ্যাম নাম জপয়ি, ছার তনু করিব বিনাশ || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
কন্টকে গড়িল বিধি মৃণাল অধমে কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | ॥ ভৈরবীখাম্বাজ, কাওয়ালি॥ কন্টকে গড়িল বিধি মৃণাল অধমে | জলে তারে ডুবাইল পীড়িয়া মরমে || রাজহংস দেখি এক নয়ন-রঞ্জন, চরণে বেড়িয়া তারে করিল বন্ধন | বলে হংসরাজ কোথা করিবে গমন, হৃদয়-কমলে মোর, তোমার আসন || আসিয়া বসিল হংস হৃদয়-কমলে, কাঁপিল মৃণাল সহ মৃণালিনী জলে হেনকালে কালো মেঘ উদিল আকাশে, উড়িল মরালরাজ, মানস-বিলাসে | ভাঙিল হৃদয়-পদ্ম তার বেগভরে, ডুবিয়া অতল জলে, মৃণালিনী মরে || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
দড় বড়ি ঘোড়া চড়ি কোথা তুমি যাও রে কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | ॥ বাগেশ্বরীবাহার, আড়া॥ স্ত্রী | দড় করি ঘোড়া চড়ি কোথা তুমি যাও রে | পুরুষ | সমরে চলিনু আমি, হামে না ফিরাওরে হরি হরি হরি হরি বলি রণ-রঙ্গে, ঝাঁপ দিবে প্রাণ আজি সমর-তরঙ্গে, তুমি কার কে তোমার, কেন এসো সঙ্গে, রমণীতে নাহি সাধ, রণ জয় গাওরে | স্ত্রী | পায়ে ধরি প্রাণনাথ, আমা ছেড়ে যেয়ো না | পুরুষ | ওই শুনো বাজে ঘন রণজয়-বাজনা, নাচিছে তুরঙ্গ মোর রণ করে কামনা, উড়িল আমার মন, ঘরে আর রব না, রমণীতে নাহি সাধ রণজয় গাওরে || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
শ্রীমুখপঙ্কজ দেখব বলে হে কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | ॥ কীর্তন॥ শ্রীমুখপঙ্কজ দেখব বলে হে, তাই এসেছিলাম এ গোকুলে | আমায় স্থান দিয়ো রাই চরণতলে || মানের দায়ে তুই মানিনী, তাই সেজেছি বিদেশিনি, এখন বাঁচাও রাধে কথা কয়ে, ঘরে যাই হে চরণ ছুঁয়ে | দেখব তোমায় নয়ন ভরে, তাই বাজাই বাঁশি ঘরে ঘরে | যখন রাধে বলে বাজে বাঁশি, তখন নয়নজলে আপনি ভাসি | তুমি যদি না চাও ফিরে, তবে যাব সেই যমুনাতীরে, ভাঙব বাঁশি তেজব প্রাণ, এই বেলা তোর ভাঙুক মান | ব্রজের সুখ রাই দিয়ে জলে, বিকাইনু পদতলে, এখন চরণ-নূপুর বেঁধে গলে পশিব যমুনা জলে || . **************** . সূচীতে . . . মিলনসাগর |