কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা |
ঘাট বাট তট মাঠ ফিরি, ফিরিনু বহুদেশ কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | ॥ কীর্তন॥ ঘাট বাট তট মাঠ ফিরি, ফিরিনু বহুদেশ | কাঁহা মেরা কান্তবরন, কাঁহা রাজবেশ || হিয়া পর রোপিনু পঙ্কজ, কইনু যতন ভারী | কাঁহা গেলো পঙ্কজ সই, কাঁহা মৃণাল হামারি || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
ধানের ক্ষেতে, ঢেউ উঠেছে কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | অমলা | --- ধানের ক্ষেতে, ঢেউ উঠেছে, বাঁশতলাতে জল | আয় আয় সই, জল আনিগে, জল আনি গে চল্ || নির্মলা |---- ঘাটটি জুড়ে, গাছটি বেড়ে, ফুটলো ফুলের দল | আয় আয় সই, জল আনি গে, জল আনি গে চল্ || অমলা | --- বিনোদ বেশে, মুচকি হেসে, খুলব হাসির কল | কলসি ধরে গরব করে, বাজিয়ে যাব মল | আয় আয় সই, জল আনি গে, জল আনি গে চল্ || নির্মলা | --- গহনা গায়ে, আলতা পায়ে, কলকাদার আঁচল | ঢিমে চালে, তালে তালে, বাজিয়ে যাব মল | আয় আয় সই, জল আনি গে, জল আনি গে চল্ || অমলা | --- যত ছেলে, খেলা ফেলে, ফিরছে দলে দল | কত বুড়ি, জুজুবুড়ি ধরছে কত জল | আমরা, মুচকে হেসে, বিনোদবেশে, বাজিয়ে যাব মল | আমরা বাজিয়ে যাব মল, সই, বাজিয়ে যাব মল || দুই জনে | --- আয় আয় সই, জল আনি গে, জল আনি গে চল্ || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
এ যৌবন-জলতরঙ্গ রোধিবে কে কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | এ যৌবন-জলতরঙ্গ রোধিবে কে, হরে মুরারে, হরে মুরারে | জলেতে তুফান হয়েছে, আমার নূতন তরি ভাসল সুখে, মাঝিতে হাল ধরেছে, হরে মুরারে, হরে মুরারে | ভেঙে বালির বাঁধ, পুরাও মনের সাধ, জোয়ার গাঙে জল ছুটেছে, রাখিবে কে | হরে মুরারে, হরে মুরারে || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
আয়রে চাঁদের কণা কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | আয়রে চাঁদের কণা | তোরে খেতে দিব ফুলের মধু, পরতে দিব সোনা আতর দিব শিশি ভরে, গোলাপ দিব কার্বা করে, আর আপনি সেজে বাটাভরে দিব পানের দোনা || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
আমার নাম হীরা মালিনী কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | আমার নাম হীরা মালিনী আমি থাকি রাধার কুঞ্জে, কুব্জা আমার ননদিনি | রাবণ বলে চন্দ্রাবলি, তুমি আমার কমলকলি, শুনে কীচক মেরে কৃষ্ণ উদ্ধারিল যাজ্ঞসেনী || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
সরম ভরম্ সে পিয়ারী কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | সরম্ ভরম্ সে পিয়ারী, সো মরত বংশীধারী, ঝুরত লোচনসে বারি || ন সম্ ঝে গোপকুমারি, যেহিন্ বৈঠত মুরারি, বিহারত রহে তুমারি || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
কী বলিবো সই কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | কী বলিবো সই | সই মনের কথা সই, সই মনের কথা সই | কানে কানে কী কথাটি বলে দিলি ওই || সই ফিরে কনা সই, সই ফিরে কনা সই | সই কথা কোস কথা কব, নইলে কারো নই || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
চরণতলে দিনু হে শ্যাম পরান-রতন কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | চরণতলে দিনু হে শ্যাম পরান-রতন | দিব না তোমারে নাথ মিছার যৌবন || এ রতন সমতুল, ইহা তুমি দিবে মূল, দিবানিশি মোরে নাথ দিবে দরশন || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
জয় জয় জয় জয় জয় দাত্রি কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | জয় জয় জয় জয় জয় দাত্রি | জয় জয় জয় বঙ্গ-জগদ্ধাত্রী || জয় জয় জয় সুখদে জয়দে | জয় জয় জয় বরদে শর্মদে || জয় জয় জয় শুভে শুভংকরি | জয় জয় জয় শান্তি ক্ষেমংকরি || দ্বেষকদলিনি, সন্তান-পালিনি, জয় জয় দুর্গে দুর্গতিনাশিনি || জয় জয় লক্ষ্মি বারীন্দ্রবালিকে | জয় জয় কমলাকান্তপালিকে || জয় জয় ভক্তিশক্তিদায়িকে | পাপ-তাপ-ভয়-শোক-নাশিকে || মৃদুল-গম্ভীর-ধীর-ভাষিকে | জয় মা কালি করালি অম্বিকে || জয় হিমালয়-নগবালিকে | অতুলিত-পূর্ণচন্দ্র-ভালিকে || শুভ শোভনে সর্বার্থসাধিকে | জয় জয় শান্তি শক্তি কালিকে || জয় মা কমলাকান্তপালিকে || নমোস্তু তে দেবি বরপ্রদে শুভে | নমোস্তু তে কামচরে সদা ধ্রুবে || ব্রহ্মাণীন্দ্রাণি রুদ্রাণি ভূততব্যে যশস্বিনি | ত্রাহি মাং সর্বদুঃখেভ্যো দানবানাং ভয়ংকরি || নমোস্তু তে জগন্নাথে জনার্দনি নমোস্তু তে প্রিয়দান্তে জগন্মাতঃ শৈলপুত্রি বসুন্ধরে || ত্রায়স্ব মাং বিশালাক্ষি ভক্তানামার্তিনাশিনি | নমামি শিরসা দেবীং বন্ধনৈস্তু বিমোচিতঃ || . **************** . সূচীতে . . . মিলনসাগর |
পরান না গেল কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত “বাঙালির গান” ( ১৯০৫ ) কাব্য সংগ্রহ থেকে নেওয়া | ॥ তুক্ক, একতালা॥ পরান না গেল | যো দিন দেখিনু সই যমুনাকি তীরে, গায়ত নাচত সুন্দর ধীরে ধীরে, ওহি পর পিয় সই, কাহে বারি তীরে, জীবন না গেল || ফিরি ঘর আয়নু না কহনু বোলি, তিতায়নু আঁখি-নীরে আপনা আঁচলি, রোই রোই পিয় সই কাহে লো পরানি, তইখন না গেল | শুননু শ্রবণ-পথে মধুর বাজে, রাধা রাধা রাধা রাধা বিপিনমাঝে, যব শুনন্ লাগি সই সো বঁধুর বোলি, জীবন না গেল | ধায়নু পিয় সই সোহি উপকূলে, লুটায়নু কাঁদি সই শ্যাম-পদমূলে, সোহি পদমূলে রই, কাহেলা হামারি, মরণ না ভেল || . **************** . সূচীতে . . . মিলনসাগর |