মহাপাপ করিলে পীড়ন | পরম ধার্ম্মিক যিনি, এই দুই কর্ম্ম তিনি, বিচারিয়ে করেন সাধন || তার সাক্ষী চরাচরে, দময়ন্তী স্বয়ম্বরে, পূণ্যশ্লোক নল নৃপমণি | গেলেন হইয়ে দূত, হয়ে অতি হর্ষযুত, দেব আজ্ঞা শুনিয়ে তখনি || উপকারে মন দিয়ে, দময়ন্তী পাশে গিয়ে, জানালেন অমরের মন | বুঝালেন তারে যত, সে কথা কহিব কত, পরিহারি নিজ আকিঞ্চন || আর দেখ পিকবর, পর কার্য্যে রত্নাকর, নিজ হৃদে ধরিলেন সেতু | মহাবীর হনুমান, নানা গুণে গুণবান, মহামান্য পরকার্য্য হেতু || পুরাণে সর্ব্বদা শুনি, গুণময়ী সুরধুনী, পরকার্য্যে আসিয়ে ধরায় | হয়ে অতি অনুকুল, সগর রাজার কুল, ত্রাণ করিলেন রাখি পায় || আর শুন পিকবর, বলি আমি অতপর, পর উপকারীর আখ্যান | শুন অতি সাবধানে, সন্তোষ প্রফুল্ল প্রাণে, অনায়াসে লভ্য হবে জ্ঞান || . ****************** . সুচিতে... মিলনসাগর |
কবি বনোয়ারিলাল রায়ের কবিতা |
শ্রীমতীর কোকিলের প্রতি অনুরোধ বনোয়ারিলাল রায়, (কোকিলদূত কাব্যগ্রন্থ থেকে নেওয়া) ত্রিপদী |