কবি বরুণ বিশ্বাসের গান
*
কথা- বরুণ বিশ্বাস
সুর- সুধীন দাশগুপ্ত
শিল্পী- বনশ্রী সেনগুপ্ত

ছি ছি এ কী কান্ড করেছি,
আমি সুখের ঘরের চাবিটাকে হারিয়ে ফেলেছি ||
দেখো না পড়েছি কি দারুণ ঝামেলাতে
নিজেরই এ বুকে ঘরেতে সামাল দিতে
ধাক্কা দিয়ে অন্য মনের দরজা খুলেছি ||
আমায় দেখে মুচকি হেসে বলে যে সবাই
নিজের গুণে কপালেতে নিজেই দিল ছাই |
তবে কি মরেছি হায় রে এই ফাঁদেতে।


.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- বরুণ বিশ্বাস
সুর- সুধীন দাশগুপ্ত
শিল্পী- পিন্টু ভট্টাচার্য্য

তুমি নির্জন উপকূলে নায়িকার মতো
পথ চলতে গিয়ে, কিছু বলতে গিয়ে
ঢেকে মিষ্টি দু’চোখ হলে লজ্জানত ||
সাগরের পার থেকে নাম-ন-জানা পাখির সুরে
আহা হৃদয় জুড়ে
একটু একটু খুশি পদ্মপাতার মতো স্বপ্নে রত ||
যেমন ওপার থেকে সাগরের রূপ চেনা যায় না,
তেমনি দূরের হয়ে তোমার কাছের হওয়া যায় না |
তোমার বুকের গান মুগ্ধ হয়ে ঘেরে কন্ঠটিরে
আহা সাগর তীরে-----
একটু একটু খুশি তোমার ফাগুন হয়ে ছন্দে রত ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- বরুণ বিশ্বাস
সুর- সুধীন দাশগুপ্ত
শিল্পী- প্রতিমা বন্দ্যোপাধ্যায়

তোমার দেওয়া অঙ্গুরীয় খুলতে পারি নি---
তোমার ছবি স্মৃতি থেকে তুলতে পারি নি ||
কোন্ রাতের পাখির গানে
সূর্যহারা দিনান্তে যে খোঁজে আলোর মানে----
তেমন করে বেদন আমি ভুলতে পারি নি ||
রাতের গোলাপ ফুটিয়েছিলাম অনেক সোহাগে,
কত যে রাত কেটে গেছে সকরুণ রাগে |
কোন্ কাজল আঁখির টানে
অন্তহারা আঁধার নিয়ে ফিরি ঘরের পানে---
আপন ঘরে প্রদীপটুকু জ্বালতে পারি নি ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- বরুণ বিশ্বাস
সুর- সুধীন দাশগুপ্ত
শিল্পী- বনশ্রী সেনগুপ্ত

ও পাহাড়রে নদীরে লতারে
পাতা রে ফুলরে
.      তোরা বলিস তারে
কথা দিয়ে সে কেমন করে
দূরে গিয়ে থাকতে পারে
.      ও পাহাড় রে ||

আমি বাঁধবো না চুল ওগো
.      পরবো না দুল
আমি করবো না ভুল আর
.      বারে বারে
সে কেন এল না এলো না রে
.      ও পাহাড় রে ||

আমি আঁকবো না টিপ
খুঁজে সে প্রেমের দ্বীপ
আমি জ্বালবো না দীপ
আর তারি তরে
সে কেন এল না
এল না রে  ||

.   *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর