কবি বাসুদেব দেব - অবিভক্ত বাংলার বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিজ্ঞানের স্নাতক
এবং পশ্চিমবঙ্গ সরকারের সিভিল সার্ভিসের সদস্য এবং উচ্চপদস্থ আধিকারিক হিসেবে কাজ করেছেন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “একটা গুলির শব্দ”, “রৌদ্রের ভিতরে চিঠি”, “সুহাসের পাখিরা”,
“রাঙা সখি ভালো থেকো”, “তোমার ঘুঙুর”, “নাও আমাকে নাও” প্রভৃতি।
তাঁর কবিতা সম্বন্ধে তিনি জানিয়েছিলেন --- “সমস্ত সংশয় ও বিভ্রান্তির মধ্য দিয়েই আমি চলেছি, এখনো
সেই প্রত্যয়টুকুই অবলম্বন যে কবিতা হবে মানুষের পায়ে চলা পথের লোকায়ত ছন্দ আবার উচ্ছ্বসিত
আনন্দের পলাশ, তাঁর নির্জন রাত্রির অশ্রু।মাটিতে আমি ছড়াতে চাই শিকড় আবার তেমনি মেলতে চাই
আকাশের দিকে আমার বিপুল ভুক্ষুক ডালপালা। পারিনা যে তা বলাই বাহুল্য, অপবাদ আছে আমার
লেখায় নেই আধুনিক দুর্বোধ্য জটিলতার আভাস। কবিতার অন্কর্লীন গীতলতার প্রতি আসক্তি ও আনুগত্য
আমার আর এক দুর্বলতা। কিন্তু যাকে কবিতা লিখতে হয় তাকে দুঃখও পেতে হয় অন্যের থেকে বেশী,
কারণ তার মত আর কেই বা পারে সব কিছু বাজি রাখতে ভালবাসা প্রকৃতি আর মানুষকে চূড়ান্ত
ভালবাসার জন্য।”
আমরা মিলনসাগরে কবি বাসুদেব দেব-এর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে পারলে
আমাদের এই প্রচেষ্টা সার্থক মনে করবো।
উত্স - উত্তম দাশ, মৃত্যুঞ্জয় সেন ও পরেশ মণ্ডল সম্পাদিত “কবিতা : ষাট সত্তর” ১৯৮২
কবি বাসুদেব দেব-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৯.০৬.২০১৩
কবির ছবি সংযোজন - ৪.৮.২০১৬
...