কবি বীতশোক ভট্টাচার্য - বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও অধ্যাপক ছিলেন। তিনি ১৯৫১ সালে
মেদিনীপুরে জন্মগ্রহণ করেন |
সাতের দশকের শুরুতেই তাঁর কবিতা বিশেষ স্বাতন্ত্র্যে চিহ্নিত হয়েছিল। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে
“এসেছি জলের কাছে”, “গত জন্মের সখা”, “নীল এক পাতা”, “জলের তিলক” প্রভৃতি। তিনি “জেন” কবিতার
অনুবাদক হিসেবেও খ্যাতি লাভ করেন।
বিগত ১৫.৭.২০১২ তারিখে, সকালবেলায়, কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের ধারে একটি
বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিংশ্বাস ত্যাগ করেন। সেরিব্রাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে খুব
সংকটজনক অবস্থায় তাঁকে মেদিনীপুর থেকে কলকাতায় আনা হয়েছিল।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে কবির
কাব্যপ্রতিভা আধুনিক বাংলা কবিতাকে ঋদ্ধ করেছে, পাঠাকদের মুগ্ধ করেছে।
কবির জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা কৃতজ্ঞতা স্বরুপ তাঁর নাম এই
পাতায় উল্লেখ করবো।
আমরা মিলনসাগরে তাঁর গান প্রকাশিত করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে আমাদের এই
প্রচেষ্টা সার্থক বলে মনে করবো।
কবি বীতশোক ভট্টাচার্যর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
.
উত্স: "সকালবেলা" পত্রিকা, ১৫. ০৭. ২০১২
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২০.৭.২০১২
...