কবি বেগম রোকেয়ার কবিতা
একি শুনি অকস্মাৎ,
বিনা মেঘে বজ্রপাত---
মৌন দোষে হবে না কি লাঙ্গুল কর্তন |
এস তবে সহচর,
সপ্তমে তুলিয়া স্বর
উচ্চকন্ঠে করি আজি সবারে জ্ঞাপন,
আমরা করিনি কভু আইন লঙ্ঘন |
কোথা কোন দুরাচার
“সিডিসন”  পরচার
করে, তার শিরে হোক এই অশনি পতন |
কোথা কে বিদ্রোহী জন,
কর এবে সম্বরণ
লেখনী, রসনা আর স্বরাজ-স্বপন ;
করিও না অপব্যয় অমূল্য জীবন |

স্বাক্ষর ---
যত ভূমি-অধিকারী
যে ক’টি লাঙ্গুল-ধারী |
যার আছে জমিদারী |
যত সভ্য অনাহারী |

.     ******************     
.                                                                                 
সূচিতে . . .   


মিলনসাগর
*
ছিল বাঁধা সংসারে ;
ত্যজি’ সে পিঁজর             চলিল কানাই,
এবে শত কোটি শ্যাম
ভারত-গগনে             দেখা দিবে পুনঃ |
(ধন্য তোমার নাম! )
শ্যাম-ঋণ-পাশে             রয়েছে যে বাঁধা
সকল বঙ্গবাসী,
অনেকে তাদের                করিল প্রণতি
শ্যামে কারাগারে আসি’ |
জগতে শ্যামের                 বিপুল আদর
হ’ল না বর্তমানে,----
যদিও ভকতি                    নীরব প্রবাহ
বহে বাঙ্গালী প্রাণে !
যত কৃতঘ্ন                       হোক সংসার
তবু এ কানাই-স্মৃতি
ভারত-হৃদয়ে                       স্বর্ণাক্ষরে
জাগরূক র’বে নিতি !
বীর সন্তান                    জাগিয়া প্রভাতে
স্মরিবে কানাই নাম :
প্রাতঃস্মরণীয়                 কানাই মোদের,
বল বল “বন্দে শ্যাম |”

.     ******************     
.                                                                                 
সূচিতে . . .   


মিলনসাগর
*
.            এখন হয়েছ তুমি     তস্করের লীলাভূমি
.              আমাদের বাসযোগ্য নহ তুমি আর |
.       পাথর পাতকী সব              এবে অধিবাসী তব,
.       হৃদয় বিদরে হেরি দুর্গতি তোমার |
.       কোথা তব ধর্ম নীতি, কোথা সে শান্তি প্রীতি ?
.               এবে তুমি জনয়িত্রী মায়া ছলনার |
.       কেন মা ! করুণ স্বরে ডাকিলে আবার ?
.       বড় জ্বালা মাতঃ বিদেশে এসেছি,
.       বড় দুঃখে জননী গো | তোমায় ত্যজেছি |
.       সেই স্নেহপূর্ণ ভোর, বিজন অরণ্য ঘোর,
.        তেমন মুখর স্থান কোথা কি দেখেছি ?
.        কি যে সুখ ছিল তায় বলিতে পারি না হায় |
.        ওই মাতৃকোলে বসে স্বরূপ ভুলেছি |
.        পেয়ে ঐ মাতৃবুক ভুলেছি বেদনা দুখ,
.        কুটীরে থাকিয়া মাগো ! প্রাসাদ ভেবেছি |
.        জনম ভূমিরে হায় ! সহজে কি ছাড়া যায় ?
.        স্বর্গাধিক গরীয়সী তোমারে জেনেছি |
.        পাষাণে বাঁধিয়া মন, সেই রম্য তপোবন
.        তোমার স্নেহের কোল, তবু যে ত্যজেছি |
.        বড় জ্বালা পেয়ে মাগো ! বিদেশ এসেছি |
.        সেই লতা পাতা ঘেরা ছোট নীড়খানি,
.        চারদিকে বিভীষণ শ্যাম অরণ্যানী ,
.        খল, দস্যু ও তস্কর শার্দ্দুলাদি নিশাচর,
.         নানারূপে নিপীড়ন করিত | জননি !
.         সেই যে নিষ্ঠুর রাতে প্রাণটুকু নিয়ে হাতে
.                  অনিদ্রায় জাগিতাম সারাটি রজনী
.         অবশেষে যে সময় নিতান্ত অসহ্য হয়,
.         তখন আসিনু ছাড়ি তোর বুকখানি
.         সেই লতা পাতা ঘেরা স্নেহ নীড়খানি
.         “রবিণ নীরব কেন এতদিন ধরি ?”
.          কি গান গায়িব মাতঃ ! প্রাণ মুগ্ধ করি ?
.          সে কোমল ফুল্ল প্রাণে সংসারের বিষবাণে
.                  শত ছিদ্র হইয়াছে---তাই জ্বলে মরি |
.          এবে দেখি সমুদয়           অনল গরলময়,
.                  সুখের সঙ্গীত তাই গিয়াছে বিস্মরি !
.          সেদিনের সুধাকরে আজি হলাহল করে,
.          সে সৌন্দর্য্য দেখিতাম আজি আঁখি ভরি,
.          সে সৌন্দর্য্য নাই ভবে কি হইল ? বুঝি তবে
.                   বিগত শৈশব সব লয়ে গেছে হরি |
.           এখন পরাণ যেন হয়েছে মরুভু হেন,
.                   দুখের সঙ্গীত গায় হৃদি দীর্ণ করি |
.           শুনি সে করুণ গীতি মনে কি পাইবে প্রীতি,
.           হইবে কি সুখী মাতঃ ! আপনা পাসরি ?
.           রবিণ নীরব তাই এতদিন ধরি !
.           যাও মাতঃ চলি, আর পথ রোধিও না,
.           নীরবে সরিয়া যাও, কথা কহিও না |
.           করুণা মমতা রাশি আবার উঠিবে ভাসি |
.           কাজ কি ? নিবানো বহ্নি আর জ্বালিও না |
.           বলিয়ে স্নেহের কথা মরমে দিও না ব্যথা
.                   নিদ্রিত স্মৃতিরে জাগায়ে দিও না |
.           আমি দীর্ঘশ্বাস আর মুখপানে বার বার
.           করুণ নয়নে মাগো ! পুণ্য চাহিও না
.           যাও মা !  নীরবে চলি পথ রোধিও না |

.                      ******************     
.                                                                                 
সূচিতে . . .   


মিলনসাগর
*

.             ******************     
.                                                                                 
সূচিতে . . .   


মিলনসাগর
*
পরিনু ললাটে মোর কলঙ্কের টীকা |

.          ******************     
.                                                                                 
সূচিতে . . .   


মিলনসাগর
*
গ্রীষ্ম
কবি বেগম রোকেয়া
( মৌলবী মোহম্মদ আব্দুল হাকিম সাহেব সম্পাদিত ইসলাম দর্শন, ভাদ্র ১৩৩০ )

কে গেঁথেছে তারা-ফুল নীল আকাশে ;
ব্যর্থ স্বপ্ন
মিস্ রোকেয়া খাতুন
( মোহাম্মদ, আকরম খাঁ সম্পাদিত মাসিক মোহম্মদী  ৫ম বর্ষ , বৈশাখ ১৩৩৯ )

জীবনের পূর্ণতম পরিপূর্ণ খনে