গন্ধরাজ করে আছে গাছটি সাদা, . শিউলি ছড়িয়ে আছে গাছের তলে . কিছু ফুল পড়ে আছে ডোবার জলে, . আদর করে মা তোলে স্থল পদ্ম . গোলাপ তোলে না ওটা ফোটা সদ্য | . মার হাতে ফুল আর দেখি মা . কার হ’তে কে মধুর সেতো জানিনা |
. পথের মধ্যে পড়ে ইস্কুলগুলো ছুটী হোলো . আবার নতুন কোরে এমন সময় ও পাড়ার ঐ . ফট্ কে কাকা এসে, দাওয়ায় বসে খৈনী ঠেসে . বললে একটু হেসে গরমটাকে যেত যদি . আর কটা দিন রাখা বেচতে পারতাম আরো আমি . হাজারটা হাত পাখা |