কবি বেলা পাল-এর কবিতা
যে কোন গানের উপর ক্লিক করলেই সেই গানটি আপনার সামনে চলে আসবে।
*
পূর্ণ সমর্পণ ---- সে যে সাধনা কঠিন----
অহেতুকী কৃপা বিনা হয় কোনদিন ?
সে করুণা যদি জোটে অকৃতি জীবনে----
নিজেকেই সঁপে দেবো ও রাঙা চরণে ||

.            ******************          
.                                                                                     
উপরে    



মিলনসাগর   
*
আরো কত পূর্ণিমায় আরো বার বার,
আলো হাতে আবির্ভাব হবে যে তোমার |

.            ******************          
.                                                                                     
উপরে    



মিলনসাগর   
*
শিশির আতর ঢালে বুঝি চুপিসারে |
হেমন্ত বহায় তার হিমেল বাতাস
শিউলি ছড়ায় তার মাতাল সুবাস |
দূর হতে ভেসে আসে রাস-লীলা গান,
ভাবেতে বিভোর হয় ভক্তজন-প্রাণ |
রাত্রি গভীর হয়, পরিবেশ মোহময়,
বাতাসেতে যেন আজ পূজার গন্ধ বয় |
কার পূজা ? কে করেছে এত আয়োজন ?
পূজা নয় আজ, হবে তাঁর শুভ আগমন |
ওলো তোরা বাজা শাঁখ, দে রে উলু দে,
রাজাপুর আলো করে রাজা এল যে |

.            ******************          
.                                                                                     
উপরে    



মিলনসাগর   
*
প্রাণে গান আছে
বেলা পাল

সমুদ্রের কাছে গিয়ে উছ্বসিত প্রাণ,
তখনি উদাত্ত কন্ঠে গেয়ে ওঠা গান |
ঝর্ণা ঝরো ঝরো সুরে তোলে কলতান,
তার সুরে সুর দিয়ে মনে মনে স্নান,
পাহাড়ে পর্বতে বসে প্রকৃতির কোলে,
হৃদয় আকুল হোয়ে কত সুর তোলে |
জীবনের পথে পথে কত গান গাওয়া,
বিনিময়ে তার কিছু খুশী খুঁজে পাওয়া |
বেদনায়ও আসে গান, তার অন্য সুর,
সেই সুরে মন হয় আরও ব্যথাতুর |
গান বিনা দিন গোনা বড় যে কঠিন,
মনে হবে সে যে এক দেহ প্রাণহীন |
প্রাণ থেকে ওঠা গান প্রাণের সৌরভ,
থাকুক বা না থাকুক সংগীত গৌরব ||

.            ******************          
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর   
*
রদ্দুরের কান্না
বেলা পাল

শীতকালে সাতটায়
ঢাকা সব কুয়াশায় |
তার মাঝে দেখা যায়
দলে দলে শিশু ধায়----
সোয়েটার দিয়ে গায়,
জুতো আর মোজা পায়,
তবু কেঁপে ঠান্ ডায়
স্কুলে তারা পঁউছায় |
স্কুল ঘরে ঢুকে যায়
ফিরে ফিরে পিছু চায় |
বাড়ী ফেরে বারটায়,
চোখ দুটো বসে যায় |
খেয়ে দেয়ে ঘুম পায়,
শুয়ে পড়ে বিছানায় |
ওঠে ঠিক তিনটায়-----
বই খাতা উল্ টায় ,
হোমটাস্ক করে যায় |
খেলাধূলো ঘুচে যায় |
এদিকে যে নিরাশায়
দিনমনি ডুবে যায় |
শিশুদের কচি গায়
রোদ টুকু দিতে চায় |
হোয়ে তাতে নিরুপায়
করে শুধু হায় হায় ||

.     ******************          
.                                                                                  
সূচিতে . . .    



মিলনসাগর