সমুদ্রের কাছে গিয়ে উছ্বসিত প্রাণ, তখনি উদাত্ত কন্ঠে গেয়ে ওঠা গান | ঝর্ণা ঝরো ঝরো সুরে তোলে কলতান, তার সুরে সুর দিয়ে মনে মনে স্নান, পাহাড়ে পর্বতে বসে প্রকৃতির কোলে, হৃদয় আকুল হোয়ে কত সুর তোলে | জীবনের পথে পথে কত গান গাওয়া, বিনিময়ে তার কিছু খুশী খুঁজে পাওয়া | বেদনায়ও আসে গান, তার অন্য সুর, সেই সুরে মন হয় আরও ব্যথাতুর | গান বিনা দিন গোনা বড় যে কঠিন, মনে হবে সে যে এক দেহ প্রাণহীন | প্রাণ থেকে ওঠা গান প্রাণের সৌরভ, থাকুক বা না থাকুক সংগীত গৌরব ||
শীতকালে সাতটায় ঢাকা সব কুয়াশায় | তার মাঝে দেখা যায় দলে দলে শিশু ধায়---- সোয়েটার দিয়ে গায়, জুতো আর মোজা পায়, তবু কেঁপে ঠান্ ডায় স্কুলে তারা পঁউছায় | স্কুল ঘরে ঢুকে যায় ফিরে ফিরে পিছু চায় | বাড়ী ফেরে বারটায়, চোখ দুটো বসে যায় | খেয়ে দেয়ে ঘুম পায়, শুয়ে পড়ে বিছানায় | ওঠে ঠিক তিনটায়----- বই খাতা উল্ টায় , হোমটাস্ক করে যায় | খেলাধূলো ঘুচে যায় | এদিকে যে নিরাশায় দিনমনি ডুবে যায় | শিশুদের কচি গায় রোদ টুকু দিতে চায় | হোয়ে তাতে নিরুপায় করে শুধু হায় হায় ||