কবি ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা ও ছড়া
|
দামামা বাজায় মামারা,
বাজায় বঙ্কা জোরসে ডঙ্কা
শঙ্কায় গেছে মা মারা !
ভবলা-ভায়া তবলা বাজায়
জগাই জগঝম্প,
কিষাণ-ঈশান বাজায় বিষাণ
দেয় ভয়ে লোক লম্ফ !
নবাবজাদা রবাব বাজান
আশা বাজায় তাসা,
কঙ্কদিদি শঙ্খ বাজায়
সবাই বলেন, খাসা !
কত কিছুই বাজায় লোকে
তাদের কথা থাক,
চালাক তারা, সদাই যারা
বাজায় নিজের ঢাক !
. *********************
. সূচিতে . . .
মিলনসাগর
চোখ ঢেকে যায় লেন্স-চশমায়, প্লাস-মাইনাস গ্লাসে |
“নেই দেরি আর, চাই কেরিয়ার” বাবার জারিজুরি
স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি |
দিন কেটে যায়, রাত কেটে যায়, সকাল-বিকাল-দুপুর
মন-মযূরী পেখম ফোলায়, খুশির কলস উপুড় |
বাবা-মায়ের হুঙ্কারে মন হুতাশ পুরোপুরি
স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি |
. *********************
. সূচিতে . . .
মিলনসাগর
খাস্তা খাজা, পাঁপড়ভাজা, টাটকা-তাজা খেতাম কিনে |
পান্না-প্রীতির কান্না স্মৃতির চাতাল জুড়েই চারিয়ে গেল
হারিয়ে গেল, হারিয়ে গেল, সবকিছু হায় হারিয়ে গেল
বাবা-মায়ের উচ্চাশা সব সীমাই যেন ছাড়িয়ে গেল
কেরিয়ারের মত্ত হাতি স্বপ্ন-বাগান মাড়িয়ে গেল
কোমল-কমল ফুলকুঁড়িরা ব়্যাট- রেসে পা বাড়িয়ে গেল
হারিয়ে গেল, হারিয়ে গেল, সবকিছু হায় হারিয়ে গেল |
. *********************
. সূচিতে . . .
মিলনসাগর
. বাড়াও নিজের, দেশের-দশের গৌরব |
. নয় এম,এল.এ, এম.পি, মিনিস্টার
. কী দাম ‘বিবেক’ নামক জিনিসটার ?
ন্যায়-নীতি আর প্রেম-প্রীতি সব শিকেয় রেখেই তুলে
ইঁদুর-দৌড়ে লাফাও-ঝাঁপাও-হাঁফাও দুঃখ ভুলে |
‘সোনার হরিণ’ হাতছানি দেয়, ছোটো-ছোটো-ছোটো
সফল হয়ে সুখের খনি দু-হাত দিয়েই লোটো |
. *********************
. সূচিতে . . .
মিলনসাগর
ঘুমিয়ে আছে শিশুর পিতা, সময় এখন ঘুম ভাঙানোর
আর কতদিন চলবে খেলা বাবা-মায়ের চোখ রাঙানোর ?
‘সোনার হরিণ’ ধরতে হবেই, তাই সবেতেই অবহেলা
ছুটতে ছুটতে--ছুটতে ছুটতে যায় হারিয়েই ছেলেবেলা !
. *********************
. সূচিতে . . .
মিলনসাগর
যে ভাষায় লাউসেন-কালকেতু,
যে ভাষায় কঙ্ক-লীলা-কালু
বেঁধে দেয় সংস্কৃতির সেতু
যে ভাষা দোলায় বুকের বাসা
যে ভাষা ভোলায় কাঁদা-হাসা,
“মোদের গরব, মোদের আশা
আ মরি বাংলাভাষা ---”
. *********************
. সূচিতে . . .
মিলনসাগর
স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি,
স্বাধীনতার মানে বোঝে পাহাড়-সাগর-ঝরনা-নদী
স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি !
স্বাধীনতার সঠিক মানে ক’জন স্বজন সত্যি জানে
স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে !
. *********************
. সূচিতে . . .
মিলনসাগর
বাদ্যবিচিত্রা
কবি ভবানীপ্রসাদ মজুমদার
বাদলবাবু মাদল বাজান
কানাই বাজান সানাই,
ছোট্ট রীনা নিয়েই বীণা
স্বপ্নচুরি
কবি ভবানীপ্রসাদ মজুমদার
কোথায় গেল লাটাই আমার, কোথায় রঙিন ঘুড়ি ?
বাবা-মায়ের ইচ্ছাপূরণ করতে হুড়োহুড়ি !
ব়্যাট-রেসে রোজ ছুটে-ছুটেই ক্লান্ত পুরোপুরি
হারিয়ে গেল
কবি ভবানীপ্রসাদ মজুমদার
হারিয়ে গেল, হারিয়ে গেল, সবকিছু হায় হারিয়ে গেল
কামাল করার দামাল হাতি স্বপ্নগুলো মাড়িয়ে গেল |
সূক্ষ্ম-স্মৃতির রুক্ষ-গীতির দুঃখ বুকের বাড়িয়ে গেল
হারিয়ে গেল, হারিয়ে গেল, সবকিছু হায় হারিয়ে গেল
ঘুমিয়ে আছে শিশুর পিতা
কবি ভবানীপ্রসাদ মজুমদার
কেউ বলে না, তোমরা সবাই ফুলের মতো ফোটো
কেউ বলে না, সত্যিকারের মানুষ হয়েই ওঠো |
চেঁচায় সবাই, ছোটো-ছোটো, ছোটো-ছোটো-ছোটো
রাত-বারোটায় যাও শুতে আর ভোর-চারটেয় ওঠো |
. একটা কথা রাখবে মনে মাস্ট
. সব কিছুতে হতেই হবে ফার্স্ট !
. লেখায়-পড়ায়, আঁকায়-আবৃত্তিতে
যায় হারিয়েই ছেলেবেলা
কবি ভবানীপ্রসাদ মজুমদার
কোথায় গেল লাটাই-ঘুড়ি, লুডো-ক্যারাম-লুকোচুরি
কথায়-কথায় ভাব ও আড়ি, পুকুর জুড়েই হুড়োহুড়ি ?
কোথায় গেল স্বপ্ন সেসব, দল বেঁধে রোজ স্কুলে যাওয়া
বিকেলবেলায় রাসের মেলায় ঘুগনি-পাঁপড়-ফুচকা খাওয়া ?
আ মরি বংলাভাষা
কবি ভবানীপ্রসাদ মজুমদার
যে ভাষায় মায়ের কোলে শুয়ে
ফোটে মুখে প্রথম আধো বুলি,
যে ভাষায় বাতাস নীচে নুয়ে
মাটিতে বোলায় প্রীতির তুলি
যে ভাষায় আকাশে চাঁদ ওঠে
যে ভাষায় পাখিরা গান গায়,
স্বাধীনতার মানে
কবি ভবানীপ্রসাদ মজুমদার
যে ছেলেটা বস্তা-কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়
যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে, পালক ছাড়ায়,
যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা-গেলাস–বাটি
যে ছেলেটা সারাজীবন খায় লাথি-কিল-চড় ও চাঁটি !