কবি ভবতারিণী দেবীর কবিতা ও গান |
ও কেলে মাগি তুই চোখের মাথা খেয়ে গান কবি ভবতারিণী দেবী কাব্যগ্রন্থ শোক-সরযু থেকে নেওয়া, ১৯১৯ ও কেলে মাগি তুই চোখের মাথা খেয়ে একবার দেখলি না কো মেয়ের পানে চেয়ে, তার মাথায় দিয়েছ দুখের ভরা ( যত পেয়েছ তত দিয়েছ ) ভরা ছাপিয়ে ওগো পড়েছে ধরা কঠিন প্রাণে মাগো দেখ দাঁড়ায়ে, এ কাউকে নাচিয়ে তুলেছ উপরে কাউকে লুটালি মা ধরণী তলে। কত র এক চখোমি বলব নাকি ভয়ে? বুকে মেরেছ কেঁচা প্রাণে লেগেছে দারুণ ব্যথা ব্যথা পেয়ে মুখে ফুটেছে কথা এখন পড়া পাখী বোল ধরেছে, সে তো থাকবে না কো সয়ে। এখন বলছে ভব কেমন করে মা মুখ দেখাবি লোক-সমাজে গিয়ে। . ***************** . সূচিতে . . . মিলনসাগর |
কতই রঙ্গে ফেরগো মা রণরঙ্গিণি শ্যামা সঙ্গীত কবি ভবতারিণী দেবী কাব্যগ্রন্থ শোক-সরযু থেকে নেওয়া, ১৯১৯ কতই রঙ্গে ফেরগো মা রণরঙ্গিণি। কখন বসন পড়া, কভু অসি ধরা হও মা কখন এলোকেশী উলঙ্গিণী। ভক্তের মন তুষিতে মাগোশৈল সুতে! নানা রূপে আসি দেখা দিলে এ মহীতে। তুমি ভক্তবাঞ্ছা কল্পতরু ও মাতঙ্গিণী! কখনো হো মা উগ্রচণ্ডা নৃমুণ্ডমালিনী, কখনও হও মা মধুর শ্বেত সরোজ-বাসিনী। কখনো হও মা দশভূজা মহিষ মর্দ্দিনী। কখনো হও মা চতুর্ভূজা সিংহ বাহিনী। গোপী গোষ্ঠে হেরি তোরে অষ্টভূজা গিরিনন্দিনী না পেয়ে তোমার অন্ত মাগো অনন্তরূপিনি! ভব এসে হলেন তব চরণ ভিখারিনী। . ***************** . সূচিতে . . . মিলনসাগর |
কালী পদ ও কি অতুল সম্পদ শ্যামা সঙ্গীত কবি ভবতারিণী দেবী কাব্যগ্রন্থ শোক-সরযু থেকে নেওয়া, ১৯১৯ কালী পদ ও কি অতুল সম্পদ! চিনলি নারে আমার মন অবোধ সে পদ শব রূপে শিব যার পদতলে, আছেন পড়ে নীরবেতে কুতূহলে। এ হেন মায়ের চরণ কমলে, ও মন ভোমরা তুই রৈলিনা ভুলে! ভাল যদি চাও রাঙা পদে ধাও, লভিলে সে পদ না রবে বিপদ, ডঙ্কা মেরে চলে যাবি পাবি ব্রহ্মপদ চেয়ে থাকবে যত যমের দূত॥ . ***************** . সূচিতে . . . মিলনসাগর |
আমার বাবা পাগল, মা পাগলী শ্যামা সঙ্গীত কবি ভবতারিণী দেবী কাব্যগ্রন্থ শোক-সরযু থেকে নেওয়া, ১৯১৯ আমার বাবা পাগল, মা পাগলী, তাইতে আমিও পাগলিনী জানে সকলি, কালী নামের ধ্বনি তুলি, যাব গেয়ে পথের অলি, গলি, সবাই বলবে মাগীর হল কুমতি। বলে বলুক মন তাতে নাইকো ক্ষতি! আমার হৃদয় ভরা যে কালী, তাতে এসে মিশেছেন মা কালী, ওরে বিধি কি সুখের সংযোগ ঘটালি, আমার আঁধার হৃদে কালী নামের বাতি জ্বালালি। . ***************** . সূচিতে . . . মিলনসাগর |