কবি ভবতারিণী দেবী – জন্ম সম্ভবত উনিশ শতকের শেষার্ধে।

১৯১৯ সালে তাঁর একটি কাব্যগ্রন্থ “শোক-সরযু” প্রকাশিত হয়, ২৮শে অগ্রহায়ণ ১৩২৬ (১২ ডিসেম্বর ১৯১৯)
তারিখে। বইটি প্রকাশিত হয় ৩৭নং বলরাম বসুর
ঘাট রোড, ভবানীপুর, কলিকাতা থেকে।

এই কাব্যগ্রর কবিতাগুলি, বিধবা কবি ভবতারিণী দেবীর কন্যা “সরযু”-র, মাত্র ২১ বছর বয়সে মৃত্যুর পরে
শোকের বহির্প্রকাশ।

শোক-সরযু কাব্যগ্রন্থের শেষের দিকে কয়েকটি হিন্দী গানও রয়েছে। কবি কি প্রবাসী বাঙালী ছিলেন?

অথবা তিনি কি দীর্ঘকাল বাংলার বাইরে কাটিয়েছিলেন?


এ ছাড়া কবির সম্বন্ধে আমাদের কাছে আর কোনো তথ্য নেই।

কবি ভবতারিণী দেবী ও তাঁর কবিতা সম্বন্ধে আরও তথ্য ও তাঁর একটি ছবি যদি কেউ আমাদের পাঠান
তাহলে আমরা, আমাদের কৃতজ্ঞতা স্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।

আমরা
মিলনসাগরে  কবি ভবতারিণী দেবীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।

উত্স --- কবির কাব্যগ্রন্থ "খোঁজে"।

কবি ভবতারিণী দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।  


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২২.১২.২০১৪
...