কবি ভাবিনী দেবীর কবিতা
*
সতীত্ব নারীর ভূষণ
শ্রী ভাবিনী দেবী

পাঠিকাগণের কাছে করি নিবেদন।
দোষ পরিহরি সবে করিবে পঠন॥
লিখিবারে ইচ্ছা আছে নাহিক শকতি।
যা পারি লিখিব কিছু সতীর ভারতি॥
বিদ্যাহীনা নারী আমি নাহি কিছু জ্ঞান।
মন দুখে হয়ে আছি সদা ম্রিয়মান॥
শুনিয়াছি পূর্ব্বকালে সতী নারীগণ।
কত কষ্ট সয়েছিল পতির কারণ॥
পতির কারণে দৃঢ় ভক্তি হয় যার।
পরকালে পতি সহ স্বর্গে বাস তার॥
পরম দেবতা পতি পরমার্থ দাতা।
নারীর কারণে ইহা সৃজেন বিধাতা॥
ভজন সাধন যাগ যজ্ঞ আদি যত।
পাতিব্রত্য ধর্ম্ম বিনা সব হয় হত॥
অসতী হইলে হয় নরক-গামিনী।
অশেষ প্রকারে শাস্তি দেন চিন্তামণি॥
অসতী পরশ অন্ন ভোজন যে করে।
বিষম পাতক তার শরীরে সঞ্চারে॥
পতি বিনা সতীর নাহিক অন্য ধন।
পতিঙীনা হলে প্রাণ ধরা কি কারণ?
যমেরে করিয়া জয় সাবিত্রী যুবতী।
কত কষ্টে বাঁচাইল সত্যবান পতি॥
দময়ন্তী সতী ভীম ভূপতির কন্যে।
কলির কুচক্রে পতি হারায়ে অরণ্যে॥
বনে বনে একাকিনী অনাথিনী হয়ে।
ভ্রমণ করিল কত নানা কষ্ট সয়ে॥
রাখিয়া সতীত্ব ধর্ম্ম ধর্ম্মের কৃপায়।
পাইল সে গুণবতী পতি পুনরায়॥
মহালক্ষ্মী সীতা দেবী শ্রীরাম-কামিনী।
রাবণ হরিল বনে পেয়ে একাকিনী॥
লয়ে গিয়া অবলায় লঙ্কার ভিতর।
মিষ্ট ভাষে তুষিবারে সাধিল বিস্তর॥
তার বাক্যে না ভুলিল জনক-নন্দিনী।
নিয়ত করিত মুখে রাম রাম ধ্বনি॥
সতীত্বে পাইল সতী পতি দাশরথি।
সবংশে হইল নাশ বারণ দুর্ম্মতি॥
ভারতে শুনেছি পূর্ব্বে অপূর্ব্ব কাহিনী।
গান্ধারী নামেতে সতী গান্ধার নন্দিনী॥
অন্ধপতি হবে শসতী শুনিয়া শ্রবণে।
পতি যদি অন্ধ হবে কি কাজ নয়নে॥
পতির দুখের দুখী হইবার মনে।
শত পুরু পট্ট বস্ত্র বান্ধেন নয়নে॥
পতির নিধনে দেখ হয়ে দুঃখান্বিতা।
কাদম্বরী বনচারী আর মহাশ্বেতা॥
বিষম কঠোর তপ করি আচরণ।
উভয়ে পাইল পতি বাহুল্য বর্ণন॥
ভরত জননী দেবী নাম শকুন্তলা।
তাঁর পতি তাঁরে ভোলে হয়ে রাজভোলা॥
কত অপমান সহ্য করিল সুন্দরী।
ক্ষমিল পতির দোষ যাতনা পাশরি॥
শ্রীবত্স রাজার রাণী চিন্তা নামে সতী।
শনির প্রকোপ পড়ে হারাইল পতি॥
কত কষ্ট সয়েছিল কহনে না যায়।
বহুকষ্টে বহু দিনে পুন পতি পায়॥
অবলার সার ধর্ম্ম পতি প্রতি মন।
না জানিলে হয় নারী অযশ ভাজন॥
শুন গো ভগিনীগণ আমার মিনতি।
সদত সরল মনে সেব প্রাণপতি॥
নম্রভাবে সদা রাখ স্থির করি মন।
সুমেরি সমান ধর্ম্ম না কর লঙ্ঘন॥

.        *************************  

.                                                                              
সূচিতে . . .    


মিলনসাগর