|
বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
বিদ্যাসুন্দর কথারম্ভ বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র শুন রাজা সাবধানে পূর্ব্বে ছিল এই স্থানে বীরসিংহ নামে নরপতি। বিদ্যা নামে তার কন্যা আছিল পরম ধন্যা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী॥ প্রতিজ্ঞা করিল সেই বিচারে জিনিবে যেই পতি হবে সেই সে তাহার। রাজপুত্রগণ তায় আসিয়া হারিয়া যায় রাজা ভাবে কি হবে ইহার॥ শেষে শুনি সবিশেষ কাঞ্চী নামে আছে দেশ তাহে রাজা গুণসিন্ধু রায়। সুন্দর তাহার সুত বড় রূপগুণযুত বিদ্যায় সে জিনিবে বিদ্যায়॥ বীরসিংহ তার পাট পাঠাইয়া দিল ভাট লিখিয়া এ সব সমাচার। সেই দেশে ভাট গিয়া নিবেদিল পত্র দিয়া আসিতে বাসনা হৈল তার॥ সুন্দর মগন হয়ে ভাটেরে বিরলে লয়ে জিজ্ঞাসে বিদ্যার রূপ গুণ। ভাট বলে মহাশয় বাণী যদি শেষ হয় তবু নহি কহিতে নিপুণ॥ বিধি চক্ষু দিল যারে সে যদি না দেখে তারে তাহার লোচনে কিবা ফল। সে বিদ্যার পতি হও বিদ্যাপতি নাম লও শুনিয়া সুন্দরে কুতুহল॥ চারি সমাজের পতি কৃষ্ণচন্দ্র মহামতি দ্বিজরাজ কেশরী রাঢ়ীয়। তাঁর সভাসদবর কহে রায় গুণাকর অন্নপূর্ণা পদছায়া দিয়॥ *********** **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
বিদ্যাসুন্দর কাব্যের সূচি |