|
বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
বিহার বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র খেলে রে সুন্দর সুন্দরী রঙ্গে।১ বিষম কুসুমশর খর শর জর জর তর তর থর থর অঙ্গে॥২ রতিমদপাগর নাগরী নাগর নিরখি নিরখি দুই ঠাটে। রাখিতে নিজ ঘর রতি রতিনায়ক কুলপিল কুলুপ কপাটে॥৩ ঝম্পই সঘন নিতম্বধরাধর অধর ধরাধরি দন্তে। জঘন জঘনপর হৃদয় হৃদয় মিলি মাতিল সমর দুরন্তে॥ ঝন ঝন কঙ্কণ কুণ্ডল ঝলমল পুলকিত ললিত কপোলে। শ্বাসপবন ঘন ঘন ঘন খেলই হেলই সঘন নিতম্বে। দংশই দশন দশন মধুরাধর দুহ তনু দুহ অবলম্বে॥ দুহ ভুজ পাশহি দুহ জন বন্ধন সম রস অবশ দু অঙ্গে। দুহ তনু ঝম্পন কম্পন ঘন ঘন উথলিল মদনতরঙ্গে॥ নববয় নাগর নাগরী নববয় চিরদিন ভূক পিয়াসা। সমর কড়াকড় অঝর ঝড়াঝড় তাবত যাবত আশা॥ পূরণ আহুতি অনল নিভায়ল রতিপতি হোম নিবাড়ে। বরষিল মেঘ ধরণী ভেল শীতল ঝড় দল বাদল ছাড়ে॥ চুম্বন চুচূকৃতি শীত্কৃতি শিহরণ কোকিল কুহরে গলায়ে। সম অবলম্বন বালিশ আলিশ মুদ্রিত নয়ন ছলায়ে॥ অলস অবশ দুহ অঙ্গ অচেতন ক্ষণ রহি চেতন পায়ে। উপজিল হাস বাস পরি সম্ভ্রম রসবতী বাহিরে যায়ে॥ সহচরীগণ যদি সন্নিধি আইল নম্রমুখী অতি লাজে। ভারতচন্দ্র কহে শুন সন্দরি লাজ কর কোন কাজে॥ **************** ১ – পু১ --- খেলে কুমারী কুমার রঙ্গে। ২ - এর পরে পু২-তে আছে রসময় নাগর রসের সাগর সুন্দর সুন্দরী কোরে। বদনে বদন ঘন ঘন চুম্বন লোহিত কুচ নখজোরে॥ ৩ – পু১ --- আঁটিল খিল কপাটে। . – পু৩ --- আঁটিল আট কপাটে। **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
বিদ্যাসুন্দর কাব্যের সূচি |