|
বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
গর্ভসংবাদ শ্রবণে রাণীর তিরস্কার বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র যত সখীগণ বিরস বদন রাণীর নিকটে যায়। করি জোড়পাণি নিবেদয়ে বাণী প্রণাম করিয়া পায়॥ ঠাকুরকন্যার যে দেখি আকার পাণ্ডুবর্ণ পেট ভারি। গর্ভের লক্ষণ এ ব্যাধি কেমন ঠাহরিতে কিছু নারি॥ দেখিলে আপনি যে হৌক তখনি সকলি হবে বিদিত। শুনি চমকিয়া চলে শিহরিয়া মহিষী যেন তড়িত॥ আকুল কুন্তলে বিদ্যার মহলে উত্তরিলা পাটরাণী। উদর ডাগর দেখি হৈল ডর রাণীর না সরে বাণী॥ প্রণমিতে মারে বিদ্যা নাহি পারে লজ্জায় পেটের দায়। কাপড়ে ঢাকিয়া প্রণমে বসিয়া বৈস বৈস বলে মায়॥ গালে হাত দিয়া মাটিতে বসিয়া অধুমুখে ভাবে রাণী। গর্ভের নক্ষণ করি নিরিক্ষণ কহে ভালে কর হানি॥ ও লো নিশঙ্কিনী কুলকলঙ্কিনী সাপিনী পাপকারিণী। শাঁখিনীর প্রায় হরিয়া কাহায় আনিলি ডাকি ডাকিনী॥ ডরে মোর ঘরে বায়ু না সঞ্চরে ইহার ঘটক কেবা। সাপের বাসায় ভেকেরে১ নাচায় কেমন কুটিনী সে বা॥ না মিলিল দড়ি না মিলিল কড়ি কলসী কিনিতে তোরে। আই মা কি লাজ কেমনে এ কাজ করিলি খাইয়া মোরে॥ রাজা মহারাজ তাঁরে দিলি লাজ কলঙ্ক দেশে বিদেশে। কি ছাই পড়িলি কি পণ করিলি প্রমাদ পাড়িলি শেষে॥ এল কত জন রাজার নন্দন বিবাহ করিতে তোরে। জিনিয়া বিচারে না বরিলি কারে শেষে মিটে গেলি চোরে॥ শুনি তোর পণ রাজপুত্রগণ অদ্যপি আইসে যায়। শুনিলে এমন হইবে কেমন বল কি তার উপায়॥ সন্ন্যাসীটা আছে ভূপতির কাছে নিত্য আসে তোর পাকে। কি কব রাজায় না দিল তাহায় তবে কি এ পাপ থাকে॥ আমি জানি ধন্যা বিদ্যা মোর কন্যা ধন্য ধন্য সর্ব্ব ঠাঁই। রূপগুণযুত যোগ্য রাজসুত হইবে মোর জামাই॥ রাজার ঘরণী রাজার জননী রাজার শাশুড়ী হব। যত কৈনু সাধ সব হৈল বাদ অপবাদ কত সব॥ বিদ্যার মা ছলে যদি কেহ বলে তখনি খাইব বিষ। প্রবেশিব জলে কাতি দিব গলে পৃথিবী বিদার দিস॥ আ লো সখীগণ তোরা বা কেমন রক্ষক আছিলি ভালে। সকলে মিলিয়া কুটিনী হইয়া চূণ কালি দিলি গালে॥ তোরা ত সঙ্গিণী এ রঙ্গে রঙ্গিণী এই রসে ছিলি সবে। ভুলালি আমায় দানি ভাঁড়া যায় সঙ্গী ভাঁড়া যায় কবে॥ থাক থাক থাক কাটাইব নাক আগে ত রাজারে কহি। মাথা মুড়াইব শালে চড়াইব ভারত কহিছে সহি॥ ******************* ১ – পু১, পু৪, গ, পী --- বেঙ্গেরে **************** . কবির মূল সূচিতে ফেরত . . . মিলনসাগর |
বিদ্যাসুন্দর কাব্যের সূচি |